পুত্রকে নিয়ে বইমেলা' গিয়ে ভীষণ হতাশ বাকী দা'
বিদাতের তোড়ে, যায় বুঝি উড়ে এবার ঈমান আকিদা
রেগেমেগে তাই ছেলেকে শাসায়- 'এই ছিল তোর ভেতরে?
তাগুতি মেলায় আসার জন্য বুদ্ধি দিয়েছে কে তোরে?'
হতবাক ছেলে, বুকলিস্ট ফেলে মেলা থেকে আসে বেরিয়ে
দেখে নেয় তা-ও বেরুতে বেরুতে পিতার দৃষ্টি এড়িয়ে
'ব্যর্থ' পিতার হা-হুতাশ চলে ছেলের এমন পতনে
'আমলে নাজাত' কিনে শেষে বলে- 'পড়ে রেখে দিও যতনে!'
দিন কয় পর কী ভেবে বাকীদা উঁকি দেয়, ধীর পা যাতে
ধরা না পড়েন, দেখেন পুত্র ব্যস্ত 'আমলে নাজাত' এ
বিস্মিত বাকী- 'খুশি কই রাখি...আমলের এ-ই ফায়দা!'
(অথচ তখন পড়ছিল ছেলে '...মিলনের ছহি কায়দা')
মন্তব্য
গুলি না করলে চলতেসে না
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
অশ্লিল
অমানবিক
----------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
বাকীদা আগামী বছর থেকে বইমেলায় যাবে।
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
দারুণ হয়েছে। তবে শেষের দুটো প্যারাতে ছন্দের মিলগুলো বোধহয় ঠিকমতো হয় নি। একটায় ষোল মাত্রা তো পরেরটায় সতের মাত্রা। একটু দেখবেন? আমি অবশ্য এই বিষয়গুলো ভালো বুঝি না। কিছু মনে করবেন না, মনে হলো তাই বলে ফেললাম।
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
ভুল হইতে পারে.. তবে ধরতে পারতেসিনা ভাই... একটু কষ্ট কইরা 'কোট' কইরা দেন না!
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনারে!
আচ্ছা, ছড়াকার ভাই, একটা জিনিস আমারে, নাদানরে, একটু বুঝাইয়া কইবেন?
দুইটা লাইনে সমান সংখ্যক মাত্রা থাকলে ছন্দ নিখুঁত হইবোই হইবো? আবার দুইটা লাইনের মাত্রাসংখ্যা সমান না হইলেও ছন্দ নির্ভুল হইতে পারে না?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমার মনে হয়, সমান সংখ্যক মাত্রা থাকলে পাঠকের পড়তে সুবিধা। তাতে ছন্দ মার না খাওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু মাত্রা একটা-দুটো কমবেশি হলে ছন্দ নির্ভুলের বিষয়টি পাঠকের পড়ার গতি ও ছন্দের ওপর নির্ভর করে। অনেক পাঠক তখন নির্ভুলছন্দে পড়তে পারে, অনেকে পারে না।
আমি কি ঠিক বলেছি আকতার ভাই?
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
আমার উত্তর হইল, মাত্রাসংখ্যা সমান না হইলেও ছন্দ নির্ভুল হইতে পারে... আবার মাত্রা ঠিক থাকলেও ছন্দ মানানসই নাও হইতে পারে...
আমার কিন্তু লাস্টের প্যারায় কোনো ত্যাড়া কিছু ঠেকল না!বরং সেই প্যারা তো প্যাড়া-এর মতোই সুস্বাদু ঠেকল! এই বিষয় নিয়া আমি প্যারানয়েড না মোটেই... আর প্যারাকিটের মতো বাঁধা গ্রামারে বিচার করতেও চাই না... তবে ভুল করলে প্যারোলে মুক্তি পাব নিশ্চয়...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আমি সব সময় এই ধারণাই পোষণ কইরা আসছি। জাস্ট কনফার্ম হইতে চাইসিলাম।
আমারও।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ছন্দ-মাত্রা বিষয়ে অনেক কিছু জানলাম!
তবে এই বিষয়ে 'অনিশ্চত' এর মতামত জানলে বিষয়টা আরও স্পষ্ট হতো।
ধন্যবাদ অনিশ্চিত, সংসারে এক সন্ন্যাসী এবং মৃদুল আহমেদ
কবিতার এই আসরে এমন কিছু শিখলাম, যা নিজের জানা গুলোকে কিছুটা হলেও মাজা হলো। আর এই মন্তব্য প্যাড়ার স্বাদ সত্যি অতুলনীয়..............প্যারোলে মুক্তি দাতারা এখন জনে জনে ঘরের দরজা-জানালা খুঁজছে তাই আপনি মুক্ত।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
হ আমিও তাই কই
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হ ত বাক ছে লে, বুক লিস্ট ফে লে মে লা থে কে আ সে বে রি য়ে - ১৮ মাত্রা
দে খে নেয় তা-ও বে রু তে বে রু তে পি তার দৃ ষ্টি এ ড়ি য়ে - ১৭ মাত্রা
'ব্য র্থ' পি তার হা -হু তাশ চ লে ছে লের এ মন প ত নে - ১৬ মাত্রা
'আ ম লে না জাত' কি নে শে ষে ব লে- 'প ড়ে রে খে দি ও য ত নে!' - ২০ মাত্রা
দিন কয় পর কী ভে বে বা কী দা উঁ কি দেয়, ধীর পা যা তে - ১৬ মাত্রা
ধ রা না প ড়েন, দে খেন পু ত্র ব্য স্ত 'আ ম লে না জাত' এ - ১৭ মাত্রা
বি স্মি ত বা কী- 'খু শি কই রা খি...আ ম লের এ-ই ফায় দা!' - ১৬ মাত্রা
(অ থ চ ত খন পড় ছি ল ছে লে '...মি ল নের ছ হি কায় দা') - ১৭ মাত্রা
---আমি কি ঠিকভাবে ধরতে পারলাম? বিজ্ঞরা বলতে পারবেন। তবে কানে বাজছিলো বলে মাত্রাগুলো একটু মিলিয়ে দেখছিলাম।
পুনশ্চ. তবে মাত্রাগুলো এখানে ভালোভাবে দেখাতে পারি নি। দৃষ্টি শব্দটি দুই মাত্রার- দৃষ এবং টি। কিন্তু এখানে দৃ এবং ষ্টি- এভাবে দুই মাত্রা দেখিয়েছি।
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
ভাই অনিশ্চিত, পর-পর দুটি চরণে মাত্রার ভিন্নতা আপনি দেখিয়ে দিলেন, কিন্তু ছন্দে ত্রুটি আছে কি না, তা কিন্তু বললেন না! নাকি দুটো লাইনে সমান সংখ্যক মাত্রা না-থাকাটা ছন্দচ্যুতির লক্ষণ?
সুকুমারের একটা ছড়ার দু'লাইন তুলে দিচ্ছি।
খাই খাই ক র কে ন, এ স ব স আ হা রে - (১৩ মাত্রা)
খাও য়ার আ জব খা ওয়া, ভোজ কয় যা হা রে (১১ মাত্রা)
সুকুমার রায়ের ছন্দে ভুল আছে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
প্রিয় অনিশ্চিত, ছন্দ বিষয়ে যতটুকু জ্ঞান আমার তার নিরিখেই বলি-
এই ছড়াটি মাত্রাবৃত্তে লেখা, কিন্তু আপনার ১৮/১৭/১৬/১২.... অংকগুলো দেখে মনে হচ্ছে আপনি বোধ'য় অন্য কোন ছন্দে ছড়াটি পড়ছেন। তাই পড়তে গিয়ে হোঁচট খাচ্ছেন। রেফারেন্স হিসেবে যতটুকু উল্লেখ করেছেন আপনি.., তাতে শুধু মাত্র'লিস্ট' শব্দটি দুই মাত্রা ধরলে অন্য কোথাও কোন সমস্যা মনে হয় নেই।
ব্যাকরণ মেনে যদি বলি, তাহলে মাত্রাবৃত্তে লেখা এই ছড়াটির মাত্রার হিসেবটা হবে এরকম..
হতবাক ছেলে,/ বুক লিস্ট ফেলে /মেলা থেকে আসে/ বেরিয়ে - ৬+৬+৬+৩=২১ মাত্রা
দেখে নেয় তা-ও/ বেরুতে বেরুতে/ পিতার দৃষ্টি/ এড়িয়ে - ৬+৬+৬+৩=২১ মাত্রা
'ব্যর্থ' পিতার/ হা -হুতাশ চলে/ ছেলের এমন/ পতনে - ৬+৬+৬+৩=২১ মাত্রা
'আমলে নাজাত'/কিনে শেষে বলে/-'পড়ে রেখে দিও/যতনে!'- ৬+৬+৬+৩=২১ মাত্রা
দিন কয় পর/ কী ভেবে বাকীদা/ উঁকি দেয়, ধীর/ পা যাতে - ৬+৬+৬+৩=২১ মাত্রা
ধরা না পড়েন,/ দেখেন পুত্র/ ব্যস্ত 'আমলে/ নাজাত' এ - ৬+৬+৬+৩=২১ মাত্রা
বিস্মিত বাকী/- 'খুশি কই রাখি/...আমলের এ-ই/ ফায়দা!' - ৬+৬+৬+৩=২১ মাত্রা(অথচ তখন/ পড়ছিল ছেলে/ '...মিলনের ছহি/ কায়দা') - ৬+৬+৬+৩=২১ মাত্রা
সংসারে এক সন্ন্যাসী, নজরুল ইসলাম, আকতার আহমেদ- আপনারা আমার মন্তব্যে কিছু মনে করবেন না। আমার বোধহয় ভুল হয়ে গেছে। আমি যতোটুকু জানতাম, সেটি যাচাই করার জন্যই এই মন্তব্য করেছি। সুকুমার রায়ের লেখার ভুল ধরার যোগ্যতা, স্পর্ধা, সাহস কোনোটাই আমার নেই। আমি ছন্দ বুঝিও না খুব একটা। একজন সাধারণ পাঠক হিসেবে যা মনে হয়েছিলো, তাই সরাসরি অকপটে বলেছি।
মন্তব্য মুছার অপশন জানা থাকলে মুছে দিতাম।
আকতার ভাই, আমি আপনার ছড়ার ভক্ত।
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
প্রিয় অনিশ্চিত, আমিও যে ঠিক বলসি এটাই বা নিশ্চিত করে বলি কি করে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনারে। ভাল থাইকেন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হে হে হে পুরা গুল্লি
- নির্মম
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আহ! ছেলেবেলা!
---------------------------------
তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!
---------------------------------
বাঁইচ্যা আছি
আহা কত স্মৃতি
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
))
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
জটিলস্য।
জাস্ট চ্রম
চ্রম চ্রম!
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দারুন
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
নস্টালজিক হইয়া গ্যালাম
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হাহাহাহাহ
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
মজাদার।
পুরাই গোলাগুলি!
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
হাহ হাহ!
সেরকম মজা পাইলাম ভাইয়া। আহ! আরও লেখেন!!
কস্কী!
ঝাক্কাস আক্কাস!
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সবাইরে থ্যাঙ্কু!
জটিল রকম জোশিলা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
নতুন মন্তব্য করুন