Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

ডরান ক্যান?

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ১১:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাইনা নিলাম আপনি হুজুর
খাট্টি মুমিন বান্দা 'তাঁর'
'গন্ডগোল' এর ঐ ইস্যুটা,
ঠিক আছে, বেশ মান্ধাতার...

চলেন সহজ সরল পথে
জড়ান না ফাও বিতর্কে-
“একাত্তরে কে ছিল সত্
হারামজাদা, ইতর কে?”

ধইরা নিলাম ভুইলা গেসেন
যুদ্ধে দিসি পরান ক্যান!
আল বদরের লিস্টি দেখে
তাইলে এতো ডরান ক্যান?


মন্তব্য

অনিকেত এর ছবি

ওহো ওহো--
গুরু গুরু----জবাব নেই বস!

আকতার আহমেদ এর ছবি

জুইত কইরা লিখতে পারিনাই বস! আরো লেখার ইচ্ছা আছিলো
থ্যাঙ্কু , কমেন্টের জন্য

সুহান রিজওয়ান এর ছবি

এস উসুয়াল ... ভালো হইসে...

বুইড়া আঙ্গুল।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ 'শব্দশিল্পী' ভাই!
আপনি থাকেন্কৈ?

নিবিড় এর ছবি

আকতার ভাই, আপ্নেতো আপ্নেই চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

আকতার আহমেদ এর ছবি

হাসি

সাইফুল আকবর খান এর ছবি

ফাটানি, ফাটানি হৈছে।
গুল্লিইইইইইইইইইইই!
চলুক

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আকতার আহমেদ এর ছবি

থ্যাঙ্কু হাসি

লুৎফুল আরেফীন এর ছবি

ব্যাপক কবিতা হইছে। উত্তম জাঝা!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ আরেফীন ভাই।
আমি কিন্তু আপনার লেখার "পাঙ্খা" হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

অসামান্য রকম সহজ-সরল জুতার বাড়ি, আকতার ভাই। শুধু আপনাকে দিয়েই সম্ভব এমনটা।

আকতার আহমেদ এর ছবি

মনে শান্তি পাইতেসিনা ভাই এত কমে। আপ্নেও কয়টা দিয়া দেন জুইত কইরা!

ইশতিয়াক রউফ এর ছবি

এগুলানরে আমি কিছু করার কথা বলতে গেলেই তো পত্রিকায় উত্তরাধুনিক চিঠি চলে যাবে রে ভাই! ভুলে গেলেন সে-কথা? দেঁতো হাসি

জিজ্ঞাসু এর ছবি

চলুক

___________________
সহজ কথা যায়না বলা সহজে

আকতার আহমেদ এর ছবি

চলবে!

পান্থ রহমান রেজা এর ছবি

যথারীতি আকতার আহমেদীয়।

আকতার আহমেদ এর ছবি

গালি দিলেন নাকি পান্থ চোখ টিপি

রেনেট এর ছবি

ব্যাপক দৌড়ের উপর আছি...তার মধ্যে আপনি এমন ছড়া দিলে কেম্নে কি?
আপনার জবাব নাই আকতার ভাই। দুর্দান্ত!
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আকতার আহমেদ এর ছবি

হ, হইসে! যান মিয়া, দৌড় দেন আবার!

লুৎফর রহমান রিটন এর ছবি

খুব ভালো।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

আকতার আহমেদ এর ছবি

থ্যাঙ্কু, রিটন ভাই!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আকতার আহমেদ এর ছবি

আপনারেও "নুরুজ্জামান মানিক" চোখ টিপি

নুরুজ্জামান মানিক এর ছবি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আকতার আহমেদ এর ছবি

থ্যাঙ্কু মানিক ভাই।
বুইড়া আঙ্গুল দেখায়া 'শুয়োর' কইলেন না যে! হাসি

আনিস মাহমুদ এর ছবি

চলুক!

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

আকতার আহমেদ এর ছবি

ঠিকাসে আনিস ভাই, চলবে হাসি

মামুন হক এর ছবি

সাধু! সাধু!!
অতি উত্তম হইয়াছে। আফনেরে দেইখা আমারো ছড়া লিখতে মঞ্চায়।
কিন্তু ছাগল দিয়া যদি হাল টাননের কাম হইত তাইলে কি কেউ কষ্ট কইরা গরু কিনত?
আফনেরে কিন্তুক গরু কইনাই গুরু , গুরুই গুরু!!!
পাওডা দেন একটু হাউশ মিটাইয়া ছালাম করি হাসি

আকতার আহমেদ এর ছবি

আপ্নে মিয়া আসলেই অনেক খারাপ্লোক! দুই দুইবার গরু কইয়া কইতাসেন গরু কন নাই। এখন আবার কন "পাওডা দেন"। গরুর পাওয়ের মতো উল্টা কইরা ঝুলাইয়া রাখার মতলব আটতাসেন নিকি আবার। দেইখেন কৈলাম রেগে টং

দৃশা এর ছবি

খে ঢরায়, খে?scuba diving in Bali
হামি? না থো !scared smileys

দৃশা

আকতার আহমেদ এর ছবি

আরে.. এ-তো দেখি ভাগ্নার বাড়ি খালার পা! হো হো হো

মৃদুল আহমেদ এর ছবি

জুস হইসে বন্ধু, জুস!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আকতার আহমেদ এর ছবি

হাচা তো? নাকি বন্ধু বইলা কইতাছস?

আকতার আহমেদ এর ছবি

ঠিকাসে হাসি

কীর্তিনাশা এর ছবি

চ্রম পুরা চ্রম গুল্লি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধুর! আপনের ছড়ায় আর কমেন্টামু না। ঘুইরা-ফিরা একই কথা কতেবার লিখুম? মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তানবীরা এর ছবি

ডরাইলাম কই, ধরতে পারলে ধরেন

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তানিম এহসান এর ছবি

উত্তম জাঝা!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।