একটি মানুষ

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: শনি, ১৫/০৮/২০০৯ - ১০:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটি বিকেল একটি মঞ্চ একটি বিশাল মাঠ
একটি আঙুল একটি স্বপ্ন একটি কবিতা পাঠ
একটি শপথ একটি লক্ষ্য একটি উথাল সাত
একটি আঘাত একটি আদেশ একটি ভয়াল রাত
একটি লড়াই একটি স্লোগান একটি বারুদ-ঘর
একটি শকুন একটি বুলেট একটি ডিসেম্বর

একটি পতাকা একটি স্বদেশ একটি পিতার লাশ
একটি মানুষ একটি জাতির রক্তের ইতিহাস!


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

অসাধারণ!!!!!!!

মৃদুল আহমেদ এর ছবি

আকতার, হার মানলাম।
এর থেকে বেশি কিছু বলার দরকার আছে?
সাবাস দোস্ত!!!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

পরিবর্তনশীল এর ছবি

যদি কোনদিন পারি, আপনার এই ছড়াগুলো পাঠ্যবইয়ে দিতে হবে।
কী ভয়াবহ রকমের সুন্দর!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মৃত্তিকা এর ছবি

চমৎকার! খুবই ভালো লাগলো।

অতন্দ্র প্রহরী এর ছবি

খুবই সুন্দর। দারুণ লাগল।

অম্লান অভি এর ছবি

প্রতীক্ষায় ছিলাম তোমার ছড়ার......সার্থক......স্মরণী মুজিবিয়মান

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

ইশতিয়াক রউফ এর ছবি

আমার কথাটা পরিবর্তনশীল বলে দিয়েছে..

অছ্যুৎ বলাই এর ছবি

কয়েক শব্দে একটি জাতির ইতিহাস। সুপার্ব!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

অসাধারন!!!

অর্জুন মান্না [অতিথি] এর ছবি

আজকের দিনে এমন একটি পদ্য লিখেছেন। ভাল লেগেছে।

রেজুয়ান মারুফ এর ছবি

অসাধারণ না বললে সাধারণ হয়ে যাবে এ মন্তব্য! সচলে মেহমান হয়ে এই প্রথম
আকতার আহমেদের ছড়া পড়া, এর জন্যে অপক্ষোয় থাকতে হযেছে দীর্ঘদিন!
এই প্রতীক্ষা আরো নাতিদীর্ঘ করা যায় না?

---------------------------------------------------

আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কাব্য নিয়ে ঘুরি।

আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কব্য নিয়ে ঘুরি।

মামুন হক এর ছবি

অসাধারন!!!

সাইফুল আকবর খান এর ছবি

যা-ই বলি কম বলা হবে।
"এর চেয়ে অনেক ভালো চুপ ক'রে থাকা"!
চলুক
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আবু রেজা এর ছবি

আরে ভাই, আপনি তো একজন ‌কাবিল লোক এইটা তো জানা ছিল না!
অসাধারণ!!
ধন্যবাদ আকতার!!!
***************************************************
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

প্রজ্ঞা এর ছবি

অসাধারণ!

জি.এম.তানিম এর ছবি

চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

খেকশিয়াল এর ছবি

অসাধারণ!! অসাধারণ!!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আকতার আহমেদ এর ছবি

সবাইকে ধন্যবাদ, যারা পড়েছেন মন্তব্য করেছেন।

সাইফ তাহসিন এর ছবি

অসাধারণ, এত অল্প লাইনে এত সুন্দর করে লেখেন কিভাবে!! গুরু গুরু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

স্যাম এর ছবি

গুরু গুরু গুরু গুরু অসাধারণ!!!!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গুরু গুরু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু অসাধারণ!
- একলহমা

ঈয়াসীন এর ছবি

আহা!

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।