বোবায় ধরে ক্যান

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ১৮/০১/২০১০ - ১০:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কারবালার ঐ যুদ্ধ নিয়া
বলতে গিয়া আবেগে
আপনি সেদিন বাঘের মতো
লাফটা দিলেন যা বেগে...

“হারামজাদা এজিদে...”
বইলা কাঁচের গেলাস নিয়া
ছুইড়া মারেন সে' জিদে

"ঘাতক এজিদ" গদির পাশে
বইসা আছে য্যান!

রাজাকারের বিষয় এলে
বোবায় ধরে ক্যান!


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

আকতার, এদ্দিন পর কোত্থেকে?!! বেঁচে আছো এবং 'ছড়া-বোবা'য় ধরে নাই দেখে আস্বস্ত হলাম হাসি

আকতার আহমেদ এর ছবি

হাসি

হাসান মোরশেদ এর ছবি

হাহাহা... দারুন দারুন
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রায়হান আবীর এর ছবি

মারাত্মক!!!!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দূর্দান্ত!

সবজান্তা এর ছবি
অতিথি লেখক এর ছবি

অসাধারণ।

জয়_

সুহান রিজওয়ান এর ছবি

স্যালুট !!!!

_________________________________________

সেরিওজা

তৌফিক হাসান [অতিথি] এর ছবি

দারুন...অসাধারন...!
চমৎকার...!

স্বপ্নাহত এর ছবি

এই সুযোগে আবারো কই
আমি কিন্তু ফ্যান !! চোখ টিপি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

মাহবুব লীলেন এর ছবি

বেক্কল ছড়াকারের প্রত্যাবর্তন!!!

ইশতিয়াক রউফ এর ছবি

দেঁতো হাসি

নাশতারান এর ছবি

গুল্লি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নিবিড় এর ছবি

দারুণ দারুণ চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতিথি লেখক এর ছবি

আমি ভাবলাম কি না কি!!
খুইলা দেখি এইটা কি!!
খাইলাম পুরাই টাশকি!!
বলেন আমার দোষ কি?

শিরোনাম 'বোবায় ধরে ক্যান?'
ভাবলাম স্বপ্নের কথা য্যান,
কিন্তু
পইড়া হইলাম আপনের ফ্যান!!

[রাজাকারের ইস্যুতে,
মানবতা মুছে যাক
টয়লেট টিস্যুতে]
(এই সামান্য ধৃষ্টতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন)

আমিই তানভী |

অনিন্দিতা চৌধুরী এর ছবি

বাহ্ দারুণ তো!

সুমন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি
গুল্লি গুল্লি গুল্লি

---- মনজুর এলাহী ----

বর্ষা এর ছবি

চলুক

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

তাসনীম এর ছবি

দারুন, লা জওয়াব।

--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনুপম ত্রিবেদি এর ছবি

কিতা কইতাম, প্রতি বিপ্লবী আকতার ভাই তো যাদুর ভেলকি লাগায়া দিলো।

===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনার্য সঙ্গীত এর ছবি

......................................................
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

পুতুল এর ছবি

আঁকিমানুদের কেউ একটা বরাহক্যাচাল এঁকে দিলে খুব যুইত অইতো!
ছড়ামানুকে পাঁচ দিলাম।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অনিকেত এর ছবি

চলুক

মূলত পাঠক এর ছবি

ফাটাফাটি! আপনি মশাই জিনিয়াস!

আশরাফ মাহমুদ এর ছবি

চমৎকার হয়েছে।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

আকতার আহমেদ এর ছবি

সবাইকে ধন্যবাদ।
অনেকদিন পর লিখলাম,তাই মন্তব্যের জবাব দিতে গিয়া দেখি আমারেও বোবায় ধরসে!

বরাহ শিকার অব্যাহত থাকুক!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আকতার ভাই ফাঁকি বাজ হয়ে গেসে। ফাটানি ছড়া লিখ্যা পালাইতেসে। সি সি সি...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নুরুজ্জামান মানিক এর ছবি

বরাবরের মতই দারুন ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

স্পর্শ এর ছবি

অসাধারণ! উত্তম জাঝা!

জহির রায়হানের ভাষায় বলতে হয়, "সেই ছড়াকার ফিরে এসেছেন"
আহ্‌ কত দিন পরে! এবার ফাটায়ালান তো। গুল্লি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্ট বালিকা এর ছবি

অসাধারন!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

জুয়েইরিযাহ মউ এর ছবি

বাহ্! চমৎকার!!

---------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

রেনেট এর ছবি

আহ! আহ!! আহ!!!
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

খেকশিয়াল এর ছবি

কোপা!! কোপা!! গুল্লি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অছ্যুৎ বলাই এর ছবি

আকতার ভাই ফুলফর্মে ব্যাক!! পুরা গুল্লি।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

পান্থ রহমান রেজা এর ছবি

অসাধারণ হৈছে!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

ধুসর গোধূলি এর ছবি
সাইফুল আকবর খান এর ছবি

ছড়্ড়া তো গুল্লিই, ইউজুয়ালি ইওরস! হাসি
আপ্নের যে বোবা ছুটলো, তাতে আরো খুশি। বহুদিন পরে আপনার ছড়া পড়লাম। খুব ভালো লাগলো আকতার ভাই।
বরাহশিকার জারি থাকুক।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মৃদুল আহমেদ এর ছবি

আকতার আহমেদ, কথা দিন, ছড়া লেখা কখনো ছেড়ে দেবেন না! হাসি
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

হাসিব এর ছবি

এ্যান্সার - হেজিমনি

তানবীরা এর ছবি

বহুদিন পরে। বরাবরের মতোই গুল্লি।

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মামুন হক এর ছবি

কথা অতীব সত্য। বোবায় ধরা মানুষ চারপাশে। ছড়ার চাইতে আকতার সাহেবকে সহি সালামতে আমাদের মাঝে ফিরে আসতে দেখে আরও বেশি ভালো লাগলো।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সিরাম হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাঈদ আহমেদ এর ছবি

ছড়ার ছন্দ, বিষয় আর তীক্ষ্ণতা বোবায় ধরিয়ে দিল হাসি

-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

মুস্তাফিজ এর ছবি

রাজাকারের বিষয় এলে
বোবায় ধরে ক্যান!

পুরাই কোপানী

...........................
Every Picture Tells a Story

আলমগীর এর ছবি

১৮ নাম্বার ৫তারাটা দিয়া গেলাম।

দ্রোহী এর ছবি

১৯ নাম্বারটা আমি দিলাম। ☺

কীর্তিনাশা এর ছবি

২০ লম্বরডা আঁই দিয়াম !!

চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানিম এহসান এর ছবি

হাততালি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।