১.
মাওলানার এই বেহাল দশায় যাদের বুকে কষ্ট
যাদের কাছে এই বিচারে জুলুমটা খুব পষ্ট
তাদের বলি— বাঁচতে হলে জানতে হবে 'চাচ্চু'
কী মাল ছিল একাত্তরে এই রাজাকার বাচ্চু!
২.
তাই রে নারে তাই রে
বাচ্চু নাকি বাড়িতে নাই, সটকে গেছে বাইরে।
পুলিশ ঢুকে ট্রাংকে খুঁজে, ঘর করে পাই পাই রে
অবাক হয়ে যাই রে...
ড্রেসিং-টেবিল ড্রয়ারে ও হারামজাদা নাই রে!
তাই রে নারে তাই রে—
এমনি করে পার করেছি অনেক বছর ভাই রে
সেই সুযোগে শুয়োরগুলো পোক্ত করে ঠাঁই রে।
অবহেলার পাহাড়টাকে আর না করি ‘হাই’ রে!
মন্তব্য
রক্স
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
তুমুল!!!
দারুন
এমনি করেই মাথায় তুলে, আমরা নাচি ভাই রে,
সেই সুযোগে জঙ্গীপনায় দেশটা ভরে যায় রে !!
অবহেলায় সমাজটা তাই, ধ্বংস হয়ে যায় রে|
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
চরম !
বাচ্চু রাজাকার নিপাত যাক।
(রাজাকার মুক্ত বাংলাদেশ চাই)
আরে এতদিন পরে,,,,,,,,আকতার ভাই স্বাগমত! দারণ ছড়া!
অনেক মেঘ জমা হয়েছে
আবার শুরু হউক,,,,,,ঝড়
(কালরাতে একবার আপনাকে পেয়েও হারালাম মনে হলো)
_________________
[খোমাখাতা]
সুপার লাইক। (গুড়)
গদিমোড়া সোফায় বসে বাচ্চু যখন
বিটিভি আর এনটিভিতে দাতঁ কেলাইতো রে
করছে যারা আদব সালাম,
বাচ্চুরে না পাও তাদের ধরে
আপাততঃ শুলটাতে চড়াও রে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
চরম!!!
_____________________
Give Her Freedom!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
তুমুল
ম্যালাদিন পরে লিখলেন
আবারো তুমুল
______________________________________
পথই আমার পথের আড়াল
টুইটার
দারুণ।
পুরাই সিরাম।
শ্যালা বাচ্চু রাজাকার !
তিনবার কই - ফাডাইয়ালাইছেন, ফাডাইয়ালাইছেন এবং ফাডাইয়ালাইছেন।
ডাকঘর | ছবিঘর
বেশ কিছুদিন পর সচলে এসেই মনটা ভালো হয়ে গেলো। শেয়ার।
ধর ধর শালারে ধর।
বহুদিন পরে লিখলাম। খানিকটা অস্বস্তি নিয়েই পোষ্ট করেছি। একবার পোষ্ট করে মুছেও দিয়েছিলাম অনার্য সংগীত-এর একটা কমেন্ট সহ (সরি রতন!)। অনেকদিন না লিখলে যেটা হয় আর কী!
যারা পড়েছেন, কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ।
দুর্দান্ত!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বরাবরের মতো সেরাম হইছে!!
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন