পরের জন্মে যেন ইলিয়াস হই!

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: রবি, ২২/০৪/২০১২ - ১১:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একজন ইলিয়াস আলী হলে ‘গুম’
বদর আলীর জুটে আগুনের ওম...

জনপ্রিয়তার রেসে ইলিয়াস পাশ
অগ্নিদগ্ধ যে-ই বদরের লাশ...

এক ইলিয়াস নিয়ে সারাদেশ বুদ
বদরের দেনা বাড়ে, বাড়ে তার সুদ...

গুমোট বাতাসে মৃত বদরের সই—
পরের জন্মে যেন ইলিয়াস হই!


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

নজমুল আলবাব এর ছবি

আলী আজমরে নিয়া আরেকটা ছড়া হোক

পঞ্চক এর ছবি

চলুক

আকতার আহমেদ এর ছবি

অপু ভাই, ছড়া তো হইতেই পারে, তাতে আলী আজমের কিছু হোক বা না হোক!

চরম উদাস এর ছবি

চলুক

সৌরভ কবীর  এর ছবি

চলুক

স্যাম এর ছবি

চলুক

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

হাততালি

রাতঃস্মরণীয় এর ছবি

চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অরফিয়াস এর ছবি

গুরু গুরু

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

কুটুম এর ছবি

পাঠক কমেন্ট এ হাততালি দিচ্ছে!!

দ্রোহী এর ছবি

ইলিয়াস আলী ফিরে এলে পরের টার্মে নির্ঘাত মন্ত্রী হবে আর বদর আলীর ছেলেমেয়েরা না খেতে পেয়ে মরে যাবে। মন খারাপ

মৃত্যুময় ঈষৎ(অফ্লাইন) এর ছবি

চলুক

আরেকটু দীর্ঘ হলে ভালো হত..........

কল্যাণ এর ছবি

চলুক

_______________
আমার নামের মধ্যে ১৩

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুরু গুরু
গুরু গুরু
গুরু গুরু

______________________________________
পথই আমার পথের আড়াল

ব্যাঙের ছাতা এর ছবি

চলুক চলুক চলুক

প্রখর-রোদ্দুর এর ছবি

হা হা হা

আসলেই পরের জীবনে যেন ইলিয়াস হই

তানিম এহসান এর ছবি

চলুক

তাপস শর্মা এর ছবি
নিটোল এর ছবি

চলুক

_________________
[খোমাখাতা]

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হ। চলুক

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পথখোঁজা পথিক  এর ছবি

সকালে এ কথাগুলোই মনে হচ্ছিল

চলুক

সুমিমা ইয়াসমিন এর ছবি

এমন নির্মম মৃত্য হওয়ার কথা ছিল না বদরের।

আকতার আহমেদ এর ছবি

যাঁরা পড়লেন, মন্তব্য করলেন, বুড়া আঙ্গুল দেখালেন, চুপচাপ থাকলেন সবাইকে ধন্যবাদ।
আসেন সবাই মিলে মনে মনে কই--
পরের জন্মে যেন ইলিয়াস হই।

অবনীল এর ছবি

হাততালি

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

কুটুম এর ছবি

বেশিরভাগের কমেন্ট পড়ে মনে হচ্ছে, ইলিয়াস আলীর গুম কিংবা বদরের মৃত্যু ব্যাপার না, কবিতাটা জোশ হয়েছে তাই মুহুর্মুহু করতালি পড়ছে।

cresida এর ছবি

কবি, আপনি লেখাটা সমসাময়িক প্রেক্ষাপটে লিখেছেন, কতোটা সময় দিয়েছেন লেখাটায় আমার প্রশ্ন।আপনার লেখা আমার ভালো লাগে বলেই বলা, লেখা কিছুটা চিন্ত-ভাবনার দাবি রাখে।

ধন্যবাদ।

ক্রেসিডা

cresida এর ছবি

কিছু মনে করবেন না; আমি আপনাকে একজনের সাথে মিলিয়ে ফেলেছি আর লেখাটা "কবিতা" সেকশন এর ভেবেছি! দুঃখিত!

ক্রেসিডা

আকতার আহমেদ এর ছবি

@ক্রেসিডা
দু:খিত হওয়ার কোন কারণ নেই, এটা কোন ব্যাপার না। তবে 'কবি' সম্বোধন দেখে একটু ভড়কে গেছিলাম এই যা!

কাজি মামুন এর ছবি

এক ইলিয়াস নিয়ে সারা দেশ বুদ
বদরের দেনা বাড়ে, বাড়ে তার সুদ

চলুক চলুক
অনেক বছর আগের কথা। তখন পাইকপাড়ায় থাকি। গুলিতে ঢাকার এক কেন্দ্রীয় ছাত্র নেতা মারা যায় চোখের সামনে। সঙ্গে এক রিকশাওয়ালা মারাত্মক আহত হয়, মারা গিয়েছিল কিনা এতদিন পর আর তা মনে করতে পারছি না। জানা যায়, ঐ ছাত্রনেতা বখরা সংক্রান্ত গোলমালেই প্রাণ হারিয়েছে প্রতিপক্ষ গ্রুপের হাতে। কিন্তু আমি যে কথাটি বলতে চাইছি, তা হল ঐ ছাত্রনেতাকে নিয়ে মিডিয়া ব্যস্ত থাকল কয়েকদিন, জাতীয় রাজনীতিও সরব থাকল দেশের ভূত-ভবিষ্যৎ নিয়ে। কিন্তু কোথাও খুঁজে পেলাম না ঐ রিকশাওয়ালাকে, যে কোন চাঁদাবাজির বখরাতে জড়িত ছিল না, তার ছিল না কোন সন্ত্রাসী কার্যকলাপে তৈরি কোন শত্রু, ছিল শুধু একখানি রিকশা, যা টেনে, অমানুষিক পরিশ্রম করে পরিবারের মুখের আহার যোগাড় করত সে। অথচ সেই রিকশাওয়ালা কোথাও ছিল না; কোন আলোচনা, টকশো, মিটিং, মিছিল বা সরকারী বা বিরোধী দলের সুশীতল শোভা-গৃহে।

প্রৌঢ় ভাবনা এর ছবি

এঁরা থাকেনা। এঁরা অছ্যুৎ আমাদের রাজনীতিতে, তবে আন্দোলনে, কিম্বা মিছিলের প্রয়োজনে এঁদের লাশ দলীয় কর্মির লাশ হয়ে যায়।

শারেক শহিদ এর ছবি

এর জন্যই গুনীজনরা বলেন, 'পাডা-পুতায়' ঘঁসাঘসি, মরিচের কাম শ্যাষ ।

দেশের 'বিশিষ্ট' পাডা-পুতার হাত থেকে অবলা 'মরিচ'গুলা রক্ষা পায়, এই প্রার্থনায়।

বাউলিয়ানা এর ছবি

চলুক

কী আর বলব। আমরা মানুষনা। আমাদের দেশটা আসলে একটা উঁই পোকার ঢিপি। পায়ের তলায় পৃষ্ঠ হয়ে মরলেও জনসংখ্যায় আর কতই বা টান পড়ে?

অন্যরকম এর ছবি

এভাবে একটা অন্যায়ের প্রতিবাদে আরেকটা অন্যায় ঘটানো দু:খজনক।

ছড়া ভালো অইছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।