বাঁচতে গিয়ে...

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ২৫/০৪/২০১২ - ১১:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সময়ের সাথে নাকি সবকিছু পাল্টায়—
কুমিরের ছানা বাড়ে ‘ঘোষকের’ খালটায়
কাঁঠাল-চাঁপার পাশে টেকা দায় গন্ধেই
কী করে পড়ায় কন কবি, আমি মন দেই!
...বীর এসে খুনিদের জীবনের দাম চায়
রাজাকার মুখ মোছে কাদেরের গামছায়!
মিলেমিশে একাকার ভীরু আর সৈনিক
পতিতের তালিকাটা বড় হয় দৈনিক!

বয়স বাড়লে যেন শুরু এই পর্বের—
মাটিতে মিশিয়ে দাও যা যা ছিল গর্বের
মুক্তিযুদ্ধ? সে তো আরো সোজা, সস্তাও
চোখ বুজে বলে দাও- তুমি আজ পস্তাও...

অথচ আমার যেই ইতিহাস, অর্জন
মুক্তির জনস্রোতে বুক কাঁপা গর্জন
অবিচল সংগ্রামে তারা ছিল সামনেই
যারা আজ ধিকৃত, ঘৃণা ভরে নাম নেই!

বাঁচতে গিয়েই তারা দিনে মরে পাঁচবার
নেয় না সুযোগ তাও মরে গিয়ে বাঁচবার!


মন্তব্য

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুরু গুরু
গুরু গুরু
গুরু গুরু

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অরফিয়াস এর ছবি

গুরু গুরু
গুরু গুরু
দারুন !!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

মুস্তাফিজ এর ছবি

বাঁচতে গিয়েই তারা দিনে মরে পাঁচবার
নেয় না সুযোগ তাও মরে গিয়ে বাঁচবার!

দারূণ একটা লাইন।

...........................
Every Picture Tells a Story

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মিলেমিশে একাকার ভীরু আর সৈনিক
পতিতের তালিকাটা বড় হয় দৈনিক!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসাধারণ।

আপনার ছড়া গুলো অভাবনীয় সাবলীল, মসৃণ হয়, চমৎকার তার বয়ে চলা.............ভাবেও সুসংহত।


_____________________
Give Her Freedom!

রোমেল চৌধুরী এর ছবি

ছড়া তো ময়ুরের মতো পেখম মেলেছে। সেই সাথে বেরিয়ে এসেছে সমাজের নোংরা পা দুটি।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

প্রখর-রোদ্দুর এর ছবি

গুল্লি দারুন রকমভালো

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
হাবিবুর রহমান এর ছবি

দূর্দান্ত একটা ছড়া লেছেন আক্তার ভাই....

ভিষণ ভিষণ ভাল লাগছে আমার ....

স্যাম এর ছবি

দারুন! দারুন!দারুন!দারুন!দারুন!দারুন!

অনার্য সঙ্গীত এর ছবি

গুরু গুরু

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সত্যপীর এর ছবি

রাজাকার মুখ মোছে কাদেরের গামছায়!

হাততালি গুরু গুরু

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

চলুক

রাতঃস্মরণীয় এর ছবি

চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মাহবুব রানা এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

পতিতের তালিকাটা বড় হয় দৈনিক!

কল্যাণ এর ছবি

চলুক ফাটাফাটি চলুক

_______________
আমার নামের মধ্যে ১৩

কুমার এর ছবি

গুল্লি

স্পর্শ এর ছবি

গুরু গুরু
এমন ছড়া আরো লিখুন।


ইচ্ছার আগুনে জ্বলছি...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।