হাসিখুশি আমুদে জুলিয়ান মা'মুদে
ঝিম মেরে বসে থাকে, বলে— বিষ খামু, দে...
মা’মুদের সখ ছিল হবে নয়া জুলিয়ান
ইশারায় ডেকে কয়- “ছবি-টবি তুলি আন
সিক্রেট কিছু যদি পাস কারো লাইফের
হোক সেটা চ্যাট-লগ, ফোন-টেপ স্কাইপের
ছেপে দেব ঝটপট কোন ভাবাভাবি নেই
এইসবে মাহমুদ ভয় পায়? কাভি নেঈ!”
(মা'মুদের ভুমিকায় জাতি ফিরে পায় দিন
কেটে যায় কালো রাত, আসে যায়যায়দিন!)
একদিন মাহমুদ জাগে সুবে' সাদিকের
কিছু আগে, জেগে দেখে টেবিলটা বা-দিকের...
(যেইখানে বসে তিনি দুই হাতে হারিক্যান
ধরাতেন এ'দেশের...) সেইখানে নারী ক্যান!
সতর্ক মাহমুদ, কান পাতে— ...বেশি নেই
গুঁড়া গুঁড়া হতে চাই আপনার মেশিনেই...
খিক্ খিক্ (চাপা হাসি) কেন এতো পান খান?
(দু'মিনিট সেন্সর) ...করে দ্যান খানখান!
তারপর?
পাশ ফিরে বাংলার জুলিয়ান
চাপা স্বরে বলে— আঁই গুলি খামু, গুলি আন!
মন্তব্য
অজ্ঞাতবাস
মাহমুদ, আসিফ আর পিয়াস গংয়েরা (নাকি গ্যাং?) তথাকথিত 'নিরেপেক্ষ' যায়যায়দিন এবং তার চৌকষ সম্পাদক শফিক রেহমানের কথাই মনে করিয়ে দিচ্ছেন আসলে। আসিফ নজরুল তো দাবী করেছেন, সত্য উদঘাটন করে মাহমুদ সাহসী সাংবাদিকতার ইতিহাসে অক্ষয় হয়ে থাকবেন! শুধু তাই নয়, অন্য সব সাংবাদিককে নাকি মাহমুদের পাশে থাকতে হবে, নইলে সামনে বিএনপি সরকারের হাতে নির্যাতনের হুমকিও দিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে, পিয়াস করিম সাহেব তার কয়েক দশকের কম্প্রেহেন্সিভ স্টাডি থেকে মত দিয়েছেন, মাহমুদের বিরুদ্ধে মামলা একাত্তরের বুদ্ধিজীবী নির্যাতনের শামিল! দেখেশুনে মনে হচ্ছে, বুড়ো শফিক রহমানের পদটি বাগাতে মরিয়া এই নয়া রাজাকার গ্যাং!
যুদ্ধাপরাধীদের শাস্তি হচ্ছে। কিন্তু যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্রের জন্য এই গ্যাংয়ের কি কোন বিচার হবে না???
যায়যায়দিন এর ব্যাপারটা চোখ এড়ায় নাই দেখতেছি!
যায়যায়দিন নিয়ে খারাপ কথা বইলেন না-প্লিজ। যায়যায়দিনের ছাতা, লুঙ্গি, শাড়ি সংখ্যা জাতির যুব মানস গঠনে ব্যাপক ভুমিক রাখছে। যতদ্দূর মনে পড়ে, প্রথম ছাতা বা শাড়ি সংখ্যা রসময় মামুর মার্কেট শেয়ারে ধ্বস নামাইয়া দিছিলো। ইয়ে এগুলা শোনা কথা, আমি কিছু পড়ি নাই। আমি সাইদীর ওয়াজ শুনি।
মারহাবা! মারহাবা!
বাংলা লিক্স !
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
ইচ্ছার আগুনে জ্বলছি...
মারদাঙ্গা
আকতার লিক্স
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
আপনে তো ব্যপক দিচ্ছেন বস।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
পাঁচ তারা দাগিয়ে বললাম অসাধারণ হয়েছে।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
______________________________________
পথই আমার পথের আড়াল
জুলিয়ান মামুদ সাঈদীলিকসের ট্র্যান্সক্রিপ্ট ছাপাবে কবে?
জুলিয়ান মামুদ 'পুটু-সপে' লিখবে এটা। ওরে একটু দম ফালাইতে দিবেন্না
আমি আপনার লেখার সাথে পরিচিত ছিলাম না, আর এখন তো পড়ে পড়ে মুগ্ধতার মাঝেই আছি। অনেক ধন্যবাদ এতো সুন্দর সুন্দর লেখা উপহার দেবার জন্যে।
আপনাকে ধন্যবাদ। প্রশংসা শুনলে ভাল লাগা এবং অস্বস্তি দুইটা অনুভূতিই একসাথে কাজ করে।
সচলে লুৎফর রহমান রিটন, হাঁটুপানির জলদস্যু, মৃদুল আহমেদ, স্বপ্নাহত, সংসারে এক সন্ন্যাসীর মতো দুর্দান্ত সব ছড়াকারের লেখা পাবেন। সময় করে পড়ে ফেলবেন।
ভাল থাকবেন।
আকতার ভাই, আপনি আসলেই সচলের অন্যতম শ্রেষ্ঠ ছড়াকার।
সচলে বাঘা বাঘা সব ছড়াকাররা ল্যাখেন। আমি হইলাম
হা হা হা হা... আপনি একটা অমানুষ!
হাহাহাহাহা।।। কইত্তে পান এইসব
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ব্লগবাড়ি । ফেসবুক
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
পড়ুয়া, ছড়ুয়া, কমেন্ট করুয়া সবাইরে ধন্যবাদ।
হাজার তারা দিলাম। অসাধারন, অসাধারন!
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
চমৎকার ছন্দ!
এতদিন আমাদের বঞ্চিত ক্যান করসেন আগে তার জবাব দ্যান মিয়া! আপনি অসাধারণ লেখেন!
ফারাসাত
ব্লগবাড়ি । ফেসবুক
নতুন মন্তব্য করুন