স্বাধীনতার শত্রু, তোমার মিত্র হতে পারে না
(হয় যদি তা, এরচে’ খারাপ চিত্র হতে পারে না!)
গোলাম আযম, সাঈদী তোমার পক্ষ হতে পারে না
মীর জাফরের স্বার্থ, তোমার লক্ষ্য হতে পারে না
আন্দোলনের পন্থা তোমার জঙ্গি হতে পারে না
জামাত-শিবির ভুলেও তোমার সঙ্গী হতে পারে না
মৌলবাদের পথে তোমার মুক্তি হতে পারে না
ধর্মান্ধের সঙ্গে তোমার চুক্তি হতে পারে না
এই মাটি কি হিংস্রতা আর বোমার হতে পারে? - না
সাম্প্রদায়িক দেশ কখনো তোমার হতে পারে না!
তোমার অতীত - আন্দোলনের, গর্ব করার, হারের না
দাও বুঝিয়ে এ'দেশ তোমার, ঘাতক রাজাকারের না!
মন্তব্য
খাইছে রে!
ফাডায়ালাইছেন!
ফাডাইছে তো দ্রোহী'দা, উপ্রে দেখেন!
ঘ্যাচাং_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
থ্যাঙ্কিউ, থ্রিডি পোয়েট
জবরদস্ত হইছে!
দি বেস্ট!!!!!!

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
হুম, এই দেশ ঘাতক রাজাকারের না।
দাও বুঝিয়ে এ'দেশ তোমার, ঘাতক রাজাকারের না!
facebook
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
জবরদস্ত হইছে !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আপনার ছড়াগুলো বুকের মধ্যে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করে।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আসলেও।
অসাধারন ! অসাধারন !! অসাধারন !!!
গুরু গুরু!!
_____________________
Give Her Freedom!
[img]
[/img]
অসাধারণ!!
সেইরম!!!
______________________________________
পথই আমার পথের আড়াল
দুর্ধর্ষ!! এই কবিতাটা প্রাইমারী স্কুলের সিলেবাসে অবশ্যপাঠ্য করা উচিৎ!
ফারাসাত
তুক্খোড় হয়েছে আকতার ভাই।
স্বাধীনতার শত্রু তোমার মিত্র হতে পারে না
(হয় যদি তা, এর চে' খারাপ চিত্র হতে পারে না)
।।।
এককথায় জটিলস!
ব্লগবাড়ি । ফেসবুক
শুভ জন্মদিন প্রিয় ছড়াকার, প্রিয় মানুষ।
জন্মদিনে ফেসবুকের নানা পেজেও দেখতে পাচ্ছি আপনার বোধের সাথে সংহতি
রাজাকার ইস্যুতে
দাও বুঝিয়ে
শুভ জন্মদিন প্রিয় ছড়াকার, প্রিয় মানুষ।
আমরা সবাই আপনাকে মিস করি অনেক
______________________________________
পথই আমার পথের আড়াল
দেবদ্যুতি
শায়েস্তা খাঁ'র আমলে টাকায় আট মন যুদ্ধাপরাধ বিক্রি করা বার্গম্যানের গুণমুগ্ধ এবং বর্তমান-বিমুখ অধ্যাপক আনু মুহম্মদকে কি কেউ এই কবিতাটি পড়ে শোনাতে পারেন?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন