'মাওলানা'দের বেহাল দশায় যাদের বুকে কষ্ট
যাদের কাছে এই বিচারে জুলুমটা খুব পষ্ট
তাদের বলি— বাঁচতে হলে জানতে হবে ‘সাচ্চা’
কী ভয়ানক ছিল এসব রাজাকারের বাচ্চা!
কেমন ছিল দেলু এবং নিজামিদের কর্ম
কাদের পিছে ঘুরতে গিয়ে বাচ্চু গলদঘর্ম
কার হুকুমে চলতো তারা এবং তাদের লক্ষ্য
জানার পরেই বলবে তুমি, কোনটা তোমার পক্ষ!
তিরিশ লক্ষ শহীদ যখন বাস্তবতা, মিথ - না
শুয়োরগুলোর জন্য তবু উতলা কিউ ইতনা?
মন্তব্য
আকতার ভাই, ঠিক আগের দু/তিনটে ছড়ার তুলনায় এটার একটু ধার কম লেগেছে, তার পরেও ভাল লেগেছে
ধার একটু কম হইলেও ছন্দটা বেশ ভালো হয়েছে !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
আপনার পাঞ্চ লাইনগুলো দুর্দান্তিস
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
এই ছড়াতেও কারো কারো জ্বলবে জেনে আনন্দ পাচ্ছি। আটক বরাহগুলোর জন্য ছাড়া বরাহ শাবকদের মায়া দেখলে মনে হয় কিছু সেদ্ধ ডিম 'খাইয়ে' দিই
বরাহ এবং বরাহ শাবকদের সেদ্ধ ডিম 'এস্তেমাল' করোনোটা বরাবরই বিমল আনন্দের।
ঠিকাছে
সে রাম হইসে বস---
আপ্নে বরাবরই এরাম-ই কন!
থ্যাঙ্কু বস।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
বাঁইচা আছেন তাইলে?
হ
______________________________________
পথই আমার পথের আড়াল
ঠিকাছে। চলবে...
ধার ভোঁতা বুঝিনা। ছন্দে ছন্দে কোপানি চলুক।
চলুক!
দারুণ ছন্দ।
ICSF পোস্টার করেছে
[img][/img]
ফারাসাত
লগাতে আলসি লাগে।
দেরিতে তারা দাগালাম।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নতুন মন্তব্য করুন