যুদ্ধাপরাধ ইস্যুতে নাখোশ পুরো ইসলামী উম্মা
বিচার ঠেকাতে প্রতিবাদ হয় নিয়মিত বাদ জুম্মা
আরব-বিশ্ব? তাদের তো খাড়া থাকেই ঈমানি জজবা
সব জেনেশুনে তাও তুমি এই তাগুতি বিচারে মজবা!
বাদশা, আমীর, ওলামা সবাই 'সহি' বিচারের পক্ষে
ক্ষেপে যায় যদি একবার তাঁরা , ভাবো - আর আছে রক্ষে!
তাঁরা আমাদের কর্ম যোগায়, মাস শেষ হলে মাইনে
বিভেদ এড়াতে বিচারটা তাই হোক ইসলামী শরীয়ার আইনে।
ইসলামী আইন কু’ল,ভেরি ফাইন নেই অত শত হল্লা—
শরীয়ার রুল একেবারে কু'ল নেই অত শত হল্লা
কপ্ করে ধরে সিরিয়াল করে ফেলে দাও শুধু কল্লা!
(সাক্ষী, শুনানি, আবার আপিল... অযথা সময় নষ্ট)
ব্রাদারহুডের জন্য নাহয় করলা এটুক 'কষ্ট'!
মন্তব্য
চলুক
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
চলবে
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
জেলফটকে আটক যখন একাত্তরের পীর
চোখের পানি নোনতা করে আরব সাগর তীর।
দিলদরিয়া দুধের মাছি ইসলামি সব ভাইরে
তোদের জন্য মনে কোন দরদ আমার নাই রে।
রক্ত প্রতি বদলা নিব, সময় আছে অল্প
অন্য কোথাও চোদাইস তোদের ভ্রাতৃত্বের গল্প।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
দারুণ। আলাদা পোষ্টে দেন।
ধন্যবাদ ভাইয়া। আমি আপনার লেখাগুলো পড়ে খুব মুভড। এটাও আপনার ছড়া থেকেই ইন্সপায়ারড, আপাতত এখানেই না হয় থাকুক।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ওকে, সেটা না হয় হলো। তবে ছড়া লেখা নিয়ে আপনি কিন্তু আলাদা করে ভাবতে পারেন এখন থেকে। ভাল থাকবেন।
বাহ!
দারুণ
পুরাই গুল্লি।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ওরে!
ব্রাদারহুড কথাটা মাদারচুদের সাথে ছন্দে মেলে, এটা নিতান্ত কাকতাল নয় দেখছি।
হ
হাহহহাহহাহহহা - Amélie সিনেমার কথা মনে পড়ল এই ছন্দের কথা পড়ে - লুসিয়েন একটা সময় কলিগনন (সব্জীর দোকানের মালিক আর তার কর্মচারি) কে নিয়ে নানা ছন্দ মিলাতে থাকে এভাবে ---- ব্রাদারহুড -মা*****দ, ব্রাদারহুড -মা*****দ, ব্রাদারহুড -মা*****দ
চলুক চলুক, আরও আসুক।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ঠিকাছে
লাজওয়াব, সিমপ্লি
"ইসলামী আইন কু’ল,ভেরি ফাইন" এখানটায় ছন্দ ধরতে আমার সমস্যা হচ্ছে, ছন্দ ঠিক আছে কি?
ঠিক ধরেছেন। তবে কায়দা করে পড়লে ছন্দে সমস্যা হয় না।
কেটে সংশোধন করে দিয়েছি
অনেকদিন হয় আপনার কোন লেখা নেই উস্তাদ। জন্মদিনে একটা লেখার দাবী করে গেলাম। শুভ জন্মদিন প্রিয় আকতার ভাই।
নতুন মন্তব্য করুন