কৈফিয়ত:
গত সপ্তায় নজরুল ভাইয়ের একটা লেখায় মন্তব্য করতে গিয়ে দেখি, মন্তব্য সরাসরি চলে যাচ্ছে। সচল হয়ে গেলাম নাকি, সন্দেহ করার কদিন পর একটা মেইল পেয়ে আংশকামুক্ত হলাম।
সচল হওয়ার পর সবাই অনুভুতি আর কৃতজ্ঞতা জানিয়ে একটা পোস্ট দেন- এটা অনেকটা রীতি হয়ে গেছে। আমিও তার অন্যথা করতে চাচ্ছিলাম না, কিন্তু একটা পেপার তৈরী করার চাপে সেটা আর হয়ে উঠল না। রীতি রক্ষাই হোক আর কৃতজ্ঞতা প্রকাশই হোক- সচল হওয়ার পর প্রথম পোস্ট এটা। (এত ভাল একটা প্লাটফর্ম দেয়া, প্রত্যাশার আগেই সচল করে দেয়া- দুটোর জন্য ধন্যবাদ। যারা এর পেছনে সময় ও শ্রম দিচ্ছেন তাদের প্রতি কেবল কৃতজ্ঞতা প্রকাশে হয় না।)
মূল লেখা:
বিল হেনসন খ্যাতিমান আর্ট ফটোগ্রাফার। অস্ট্রেলিয়ার অনেক আর্ট গ্যালারিতে তার ছবি টাঙানো, বিদেশেও কিছু আছে। সম্প্রতি সিডনির রোজলিন অক্সলি গ্যালারিতে তার ছবির প্রদশর্নী শুরু হওয়ার কিছুক্ষণ বাদে পুলিশ তা বন্ধ করে দেয় অশ্লীল ছবি প্রদশর্নের অভিযোগে। যে ছবিগুলো নিয়ে পুলিশ আপত্তি জানিয়েছে তাতে ১২/১৩ বছরের ছেলে-মেয়ের নগ্ন ছবি রয়েছে। ছবিগুলো সরিয়ে নেয়ার পর প্রদর্শনী যথারীতি চলছে।
ছবিগুলোতে একটা ছেলে ও একটা মেয়ে থাকলেও মূল আপত্তি মেয়েটার ছবিকে ঘিরে- যদিও ছবি তোলায় মেয়েটির এবং তার বাবা-মার সম্মতি ছিল। এ নিয়ে বিস্তর বিতর্ক চলছে। ব্যপারটা সেখানেই থামেনি। পুলিশ বলেছে তারা অভিযোগ আনবে; মেয়েটির বাবা-মা না বিলের বিরুদ্ধে তা অবশ্য স্পষ্ট করেনি। প্রধানমন্ত্রী ও বিরোধী নেতাও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন।
অপ্রাপ্তবয়স্ক কারো ছবি রাখা বেআইনি, পেডোফাইল আইনে বেশ কড়া সাজা। সেটা বাবা-মার সম্মতিতে হোক বা না হোক। কমাস আগে ইউরোপে বেশ কয়েকটি পরিবারে নিজেদের শিশুর উপর নির্যাতন করে ছবি বিক্রির ঘটনা ঘটেছে। নীতিগত ভাবেই এ ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ। তবে এ ক্ষেত্রে ব্যপারটি বেশ বিতর্কিত। লোকজনের বিতর্ক থেকে পক্ষে যে বিষয়গুলো উঠে এসেছে তা হলো:
১. শিল্পে নগ্নতা সবসময়ই ছিলো। শিল্পের সৌন্দর্যের বিচারক দর্শকের চোখ । নগ্ন ছবিকে কেউ শিল্প বলবে, কেই বা পর্ন ভেবে তুষ্টি পাবে। শিল্প নির্মাণে শিল্পীর কোন দায় নেই।
২. নগ্নতা মানেই যৌনতা নয়। শরীরের গোপন অংশ না দেখালে বা কোন ক্রিয়া-কর্ম না দেখালে তা অশ্লীল বলা উচিত না। সে বিচারে হেনসনের ছবিগুলো শিল্পমানে উতরে যায়।
৩. পৃথিবীর অনেক দেশেই ১২/১৩ বছর বয়েসী ছেলেমেয়েরা পোষাকাবিহীন থাকে। প্রতিবেশী প্যাসিফিক দ্বীপগুলোতেই তার উদাহরণ আছে। টিভি নিউজে বা জিওগ্রাফির ডকুমেন্টারিতে তা হরহামেশা দেখানো হচ্ছে।
৪. কেবল বয়সের যুক্তিতেই কোন ছবিকে অশ্লীল এবং অগ্রহণযোগ্য বলা ঠিক না। ছবিটির মেয়েটির বয়স যদি ১৬/১৮ হত তা হলেই তা বিতর্কে পড়ত না।
বিপক্ষের যুক্তি হলো:
১. ছবিগুলো দেখে শিল্পরসের চেয়ে অন্য ভাবনাই প্রাধান্য পায়। অথবা, মেয়েটির বয়স ১৬/১৮ হলে হেনসেনের সাবজেক্টের কী ঘাটতি হত!
২. সম্প্রতি কিছু পেডোফাইল স্বীকার করেছে তারা এসব ছবি দেখে শট নেয়। কাজেই এসব ছবি শিল্পের যতটা না উপকার করছে তার চেয়ে বেশী অপকার করছে সমাজের।
৩. মেয়েটির সম্মতিতে কিছু আসে যায় না, কারণ তার সম্মতি দেয়ার মতো বয়সই হয়নি। তার বাবা-মার সম্মতিতেও গলদ আছে, হতে পারে তারা টাকার লোভে রাজী হয়েছে। এ রকম ঘটনা অতীতে ঘটেছে।
৪. অপ্রাপ্তবয়স্কদের এসব ছবি তোলার দায়ে বিলের ও তার বাবা-মার শাস্তি পাওয়া উচিত।
শিল্পের সাথে নগ্নতার, বিশেষত নারী নগ্নতার দোস্তি অনেক প্রাচীন। আমরা সেটা দেখে অভ্যস্ত। কিন্তু সেটা ফটোগ্রাফিতে হলে হয়ত আমরা অন্যভাবে ভাবি। অল্পবয়েসীদের নিয়েও এর আগে কাজ হয়েছে, যেটাকে শিল্প মনে হয়েছে। কিন্তু বিলের এবারকার ছবিগুলো মনে হয় মনের ঠিক দ্বান্দ্বিক জায়গায় আঘাত হেনেছে।
লিংক:
১. গ্যালারি (সতর্কতা, নগ্নতা আছে)
২. বিলকে নিয়ে খবর ও মন্তব্য।
মন্তব্য
ছবি গুলো তো ভালই লাগলো!!
-----------------------------
এখনো নজরবন্দী!
ইচ্ছার আগুনে জ্বলছি...
পোশাক বিহীনতা আমার কাছে কখনোই অশ্লীল মনে হয় না। হিজাব পরেও অশ্লীলতা করা যায় অনায়াসে। আবার একেবারে নগ্ন হয়েও তাতে পবিত্রভাব রাখা সম্ভব।
এই ছবিগুলাতে আমার অশ্লীল লগাছে কালা পট্টিটাই।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার কাছেও কালা পট্টী গুলা ভাল লাগেনাই।
-----------------------------
এখনো নজরবন্দী!
ইচ্ছার আগুনে জ্বলছি...
সচলে নগ্ন হওয়ার জন্য শুভেচ্ছা
সময় ও সুযোগ পেলে
সন্ন্যাসীও গিট্টু খুলে।
ভাই, আমার নামে কিছু কইলেন?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- আপনে কি গিট্টু খোলেন?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ও... বলা হয়নি... সচল হওয়ার শুভেচ্ছা।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনাকে দ্বিগুণ ধন্যবাদ। আপনার পোস্টেই বউনি করছি।
সচল হওয়ার শুভেচ্ছা। ভালো লিখেছেন, আমিও সেদিন খবর এ দেখলাম।
---------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
@স্পর্শ, নজরুল, লীনেন ভাই, মুমু আপা
অসংখ্য ধন্যবাদ।
@স্পর্শ, নজরুল ভাই
আমি কিন্তু দ্বিতীয় দলের, কিছু ছবি দেখে আমার অস্বস্তি হয়েছে।
- দেখি আর ভাবি, আর ভাবি আর দেখি... রাজা হেবো চন্দ্রের উত্তরসুরীরা যুগযুগ ধরে দেশ হতে দেশ-দেশান্তরে তাদের ঝান্ডা উড্ডয়ন করে যাচ্ছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গোধু
মাথার উপরে দিয়া গেল। কিছুই মালুম করতে পারলাম না।
- বল করার পর তো আমি নিজেই দেখলাম না বল কোন দিকে করলাম! ব্যাটসম্যানের আর দোষ কী!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সচল হয়েছেন, এ জন্য শুভেচ্ছা ...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
সচলপ্রাপ্তিতে অভিনন্দন।
শিল্পসৌন্দর্যে নগ্নতা মূলক বক্তব্যে সহমত জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
@তীরুদা
যাক একজন অন্তত একজন পেলাম, বেশ আশাহত হয়ে ছিলাম। ধন্যবাদ আপনাকে।
@শাহীন ভাই, প্রেমিক ভাই
ধন্যবাদ। প্রপ্রেমিক, সাইটের কী খবর?
ভাই আমার এখন ত্রাহি ত্রাহি অবস্থা সামনে পরীক্ষা। এর মধ্যেও কাজ করছি। আপনার কাছে বাংলার প্যাকেজটা থাকলে আমাকে দেননা ভাই। তাহলে আর কষ্ট করতে হয়না।
আমার কাছে নাই। তবে ব্যবস্থা করে দিচ্ছি, ইমেল পাবেন।
সচল হওয়ায় অভিনন্দন!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
ধন্যবাদ জনাব।
সচলতা প্রাপ্তির জন্য আপনাকে অভিনন্দন। খবরটা টিভিতে দেখেছি।
~~~টক্স~~~
কখন দেখাইলো? কোন চ্যানেলে? আপনিও পাবেন, শীঘ্রই। ধন্যবাদ।
সচল হওয়ায় শুভেচ্ছা। ছবিগুলো আমার কাছে বড্ড সুন্দর লাগলো।
---------------------------------
শুভেচ্ছার ধন্যবাদ। কী বলব, ছবিগুলো সবকটা আমার কাছে ভাল লাগে নাই। কয়েকটায় অস্বস্তি হয়েছে।
আমি কি বলবো ভাবতেসি...
আর বইলেন না। আমি যে মহান অতিথির ভাষণের জবাবে কী লিখব সেটাই ভাবতেছি। নাম দেন কেন? নাম না দিলে সচল হবেন কেমনে করে? কমেন্টের জন্য ধন্যবাদ।
অভিনন্দন আলমগীর! ছবিগুলো বড্ডই সুন্দর !
আলমগীর আপনাকে অনেক অভিনন্দন। লেখাও ভালো লেগেছে। এগিয়ে যান।
সচল প্রাপ্তির জন্য অনেক অনেক শুভেচ্ছা।
আমাদের দেশেও টিপ্যিকাল একটা ব্যাপার থাকে। বাংলা ফ্লিমের চাকভুম চাকভুম এই চাদনী রাতেকে কারো অশ্লীল মনে হয় না কিন্তু সানফ্লাওয়ারের কিসকে অনেকেরই অশ্লীল লাগে।
শাড়ী পড়া মেয়েদের সকল গুনাহ মাফ, জীন্স পড়া মেয়েরা সকল দোষে দোষী।
কবে যে পৃথিবী বদলাবে।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ধন্যবাদ আপা।
আপনার বক্তব্য আমি মানি। তারপরও, তেমন একটা সায় পাই না মনে। একজনের সাথে আমার একটা বিতর্ক হয়েছিল, শিল্প সাহিত্যে নারীর উপস্থাপন নিয়ে। আমার বক্তব্য ছিলো, নারীকে যদি "মানুষ" হিসাবে দেখি তাহলে সেসব শিল্প সাহিত্য বড় বেয়াড়া। বক্তব্যটা তাকে বোঝাতে পারিনি।
স্নিগ্ধা আপা, আক্তার ভাই
ধন্যবাদ। ছবির ব্যপারে আর কিছু না বলি।
আলমগীর - কেন না বলবেন? বলুন? আমি নিজেও খুব স্পষ্ট করে যে কোন একদিকে যেতে পারছি তা কিন্তু না। বিশেষ করে পেডোফিলিয়া এখন এমন একটা ভয়ংকর সমস্যায় পরিণত হয়েছে যে কি বলবো। কিন্তু, জানেন, সেদিনই টি ভি তে দেখাচ্ছিলো যে সম্প্রতি যে সব child porn site এবং তাদের ব্যবহারকারীদের ধরা হয়েছে তাতে দেখা গেছে যে এমনকি 'এক মাস' বয়সী বাচ্চাদের 'যৌন' (??!) তা মূলক ছবিও আছে!! আপনিই বলুন তাহলে কোথায় শুরু করবো সীমারেখাটা? এই যদি হয়ে থাকে পৃথিবীর অবস্থা?
তবে ফটোগ্রাফী অসাধারণ, এটা আমাকে বলতেই হবে। আর আপনার দেয়া লিঙ্ক এ গেলে যা দেখা যায় তার বাইরেও আরো নগ্ন ছবি আছে ওই কিশোর কিশোরীর?
স্পর্শকাতর কোন বিষয় চরিত্রে আমরা নিজেদের কল্পনা করি। আমাদের মনে ছেলে আর মেয়ে শরীর নিয়ে আলাদা বোধ আছে। প্রবাসীদের কথাই ধরুন: ছেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে, আচ্ছা কদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে বাসায় আসলে খুনোখুনি। (সবাই না, অনেকে)।
চিত্র (আর্ট) আর ছবি (ফটো)কে আমরা ভিন্ন দৃষ্টিতে দেখি। আবার সাদাকালো আর রঙীন ছবকেও আমরা আলাদা মাপে দেখি। আলোচ্য ছবিগুলো সাদাকালো হলেও হয়ত এত কথা হত না।
বিল, খুবই খ্যাতিমান। আজ তার পক্ষে ২৪জন বিশিষ্টজন বিবৃতি দিয়েছে- তাদের মধ্যে কেট ব্যাঞ্চলেটও আছে। কাজেই বিল যে পেডো না তা নিশ্চিত। লিংকের বাইরে ছবি থাকার সম্ভাবনা বেশী। কারণ পুলিশ ২০টা ছবি সিজ করেছে, সম্ভবত সাংবাদিকরা যাবার আগেই।
পৃথিবী খুব আচানক জায়গা। মানুষের পক্ষে করা সম্ভব না এমন কিছু নেই। অস্ট্রিয়ার ঘটনা পড়ে থাকবেন। আগেও যে এসব হত না, তা না। এখন বেনিয়া মিডিয়ার যুগে সব চাউর হয়ে যায় বিশ্বব্যাপী।
আমি আমার নিজের মনকে প্রশ্ন করেছি। দুএকটি ছবি দেখতে আমার ভেতরে অস্বস্তি হয়েছে। এর চেয়ে বেশী ব্যাখ্যা দেয়ার সাধ্য আমার নাই।
সচলের জন্য চিরসচল অভিনন্দন আর ভালোবাসা...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
পোস্টটা দেয়ার পর থেকেই মন্তব্য গুণছিলাম। দেখি একটা কম কম লাগে। এখন দেখি আপনারটাই কম ছিলো
ধন্যবাদ ভাই।
নতুন মন্তব্য করুন