মূল গানের পোস্ট এখানে।
[G]পুবাল হাওয়া,
[A#]পাও যদি বন্ধুর দেখা
[A#]বইলো তুমি [Dm]তারে
[A#]আমার মনের কথা [Dm]হয়নি বলা, [F]হয়নি বলা [A#]তারে।
পুবাল [G]হাওয়া।
[A#]বলে দিও তারে তুমি দেখা [G]যদি হয়
[A#]তারে নিয়ে স্বপ্ন দেখে আমার [G]এ হৃদয়
ওও[B7]ওও.. বইলো তারে [A#]খবর নিতে একটু যদি [Dm]পারে
[A#]আমার মনের কথা [Dm]হয়নি বলা [F]হয়নি বলা [A#]তারে
পুবাল [G]হাওয়া...
মন্তব্য
যদিও বাজনা-টাজনার ব্যাপারটা তেমন বুঝি না। কিন্তু চমৎকার লাগলো।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
বাহ দারুণ হয়েছে! বাঁধন শুনলেও খুশি হবে খুব। দারুণ একটা কাজ করেছেন। ব্যতিক্রম ধর্মী। এবং অসাধারণ।
আমার আব্জাব প্রোডাকশন এর গানে কারুকাজ করে দেওয়ার জন্য। এর পরে আপনাকে পাঠিয়ে দিব মিউজিক আড করতে।
কি বলব খুশি তে স্যাম্পেন ছিটাতে ইচ্ছা হচ্ছে।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
আপনিতো ভালই বাজান
গানটা বাজনার সাথে আরো চমতকার লাগল মেয়েটা এত সুন্দর গায়, খুব খুব সুন্দর লাগল
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
যারা গানটা গাইতে চায় তাদের জন্য স্বরলিপি তৈরি হওয়াতে খুব সুবিধা হল। এসব গান "সচল সঙ্গীত"
নতুন মন্তব্য করুন