আমি হইলাম আপনার পুরা উল্টা... আমি জীবনে লেখাপড়া ছাড়া আর সবকিছু করছি। একেবারে কিশোর বয়স থেকে আমার এই প্রিয় নগরে যা যা ঘটছে আমি তার তার সঙ্গেই থাকছি। সে শিল্প সাহিত্য হোক, সন্ত্রাসী হোক, প্রতিবাদ, মারামারি, মিছিল হোক... সবকিছুর সাথে।
সেদিন এক ছেলে আসলো যে মাশরুম চাষের উপরে প্রশিক্ষন নিয়ে আসছে। তার সাথে এই নিয়ে আলাপ করলাম অনেক্ষন... সে বলে নজরুল ভাই... আপনে এই এক জীবনে এতকিছু কেম্নে করছেন? আমি বলি ভাইরে... এই দেশে জীবনের অর্ধেক সময় কেউ কিছু করে না লেখাপড়া ছাড়া।
আমার যেহেতু এই কাজটা করতে হয় নাই তাই পৃথিবীর আর সবকিছুতে অঢেল সময় পাইছি।
আমার জীবন হইলো সার্টিফিকেট আর সিভি ছাড়া জীবন।
তবে এই নিয়া আমি আবার দেশের বড় দুইটা প্রতিষ্ঠানের বেতন খাইছি- বেক্সিমকো আর স্কয়ার। মাঝের দুই মাস দুইটা থেকেই বেতন তুলছি। কি মজা না?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
"এই দেশে জীবনের অর্ধেক সময় কেউ কিছু করে না লেখাপড়া ছাড়া।
আমার যেহেতু এই কাজটা করতে হয় নাই তাই পৃথিবীর আর সবকিছুতে অঢেল সময় পাইছি।"
হা হা হা
আহারে নজু ভাই, ক্যান যে আগে এই মন্ত্রণা দ্যান নাই।
বোঝার আগেই পড়ালেখা করে খামাখা জীবনটা নষ্ট করলাম।
০২
আপনার লেখা ভালো লাগলো, আলমগীর ভাই।
মন্তব্য
ঝরঝরে লেখা, কড়কড়ে ঘটনা।![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
লেখাটা পড়ে লগাতে বাধ্য হলাম। অপেক্ষায় আছি পরের পর্বের, এটা জানাতে। ভাল লাগলো খুব।
বেশ চমৎকার লেখা। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
অফটপিকঃ আপনি কি কমিউনিকেশন ফিল্ডে কাজ করেন ? করলে একটু বইলেন। আমার কিছু কাজে একটু সাজেশন দরকার ছিলো।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
জ্বী। কিন্তু আমার কাজ পুরো থিওরিটিক্যাল। বলতে গেলে স্ট্যাটিসটিকস আর ম্যাথ।
খুব ভালো লাগলো। আরো বিস্তারিত আকারে পড়তে চাই। 'আরেক লেখায় শেষ করবো' এই লাইনটা হতাশ করলো।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
তো এই হলো অবস্থা। আপনার মত যারা জীবনে কিছুই করেনি তাদের কোথাও কোন পাত্তা নেই; আছে তাদেরই যারা এরকম বাকি খাইতে পারে।
বাকি পর্বের অপক্ষায় রইলাম ।
নিবিড়
আমি হইলাম আপনার পুরা উল্টা... আমি জীবনে লেখাপড়া ছাড়া আর সবকিছু করছি। একেবারে কিশোর বয়স থেকে আমার এই প্রিয় নগরে যা যা ঘটছে আমি তার তার সঙ্গেই থাকছি। সে শিল্প সাহিত্য হোক, সন্ত্রাসী হোক, প্রতিবাদ, মারামারি, মিছিল হোক... সবকিছুর সাথে।
সেদিন এক ছেলে আসলো যে মাশরুম চাষের উপরে প্রশিক্ষন নিয়ে আসছে। তার সাথে এই নিয়ে আলাপ করলাম অনেক্ষন... সে বলে নজরুল ভাই... আপনে এই এক জীবনে এতকিছু কেম্নে করছেন? আমি বলি ভাইরে... এই দেশে জীবনের অর্ধেক সময় কেউ কিছু করে না লেখাপড়া ছাড়া।
আমার যেহেতু এই কাজটা করতে হয় নাই তাই পৃথিবীর আর সবকিছুতে অঢেল সময় পাইছি।
আমার জীবন হইলো সার্টিফিকেট আর সিভি ছাড়া জীবন।
তবে এই নিয়া আমি আবার দেশের বড় দুইটা প্রতিষ্ঠানের বেতন খাইছি- বেক্সিমকো আর স্কয়ার। মাঝের দুই মাস দুইটা থেকেই বেতন তুলছি। কি মজা না?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
"এই দেশে জীবনের অর্ধেক সময় কেউ কিছু করে না লেখাপড়া ছাড়া।![ইয়ে, মানে... ইয়ে, মানে...](http://www.sachalayatan.com/files/smileys/17.gif)
আমার যেহেতু এই কাজটা করতে হয় নাই তাই পৃথিবীর আর সবকিছুতে অঢেল সময় পাইছি।"
হা হা হা
আহারে নজু ভাই, ক্যান যে আগে এই মন্ত্রণা দ্যান নাই।
বোঝার আগেই পড়ালেখা করে খামাখা জীবনটা নষ্ট করলাম।
০২
আপনার লেখা ভালো লাগলো, আলমগীর ভাই।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
পরের পর্বের অপেক্ষায়।
গাজা খাওয়া মাস্টার মশাই কি এনথ্রোপলজির? নাকী বিজনেস এর?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
গাঁজা দিতে পারব না
বড় লেখা পড়তে ভাল লাগে না, সেজন্য দিতেও আপত্তি।
ঠিক, বিবিএর। ভুল হয়ে গেল মনে হচ্ছে। নৃবিজ্ঞানেও ছিল।
গাজা খাওয়া মাস্টার মশাই অবশ্যই এনথ্রোপলজির যদি 2003 এর আগের কথা হয় ... বর্তমানে ঢাবি তে কর্মরত
চমৎকার লাগল! বাকি লেখার অপেক্ষায়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হায় হায়, এই রকম অবস্থা![ইয়ে, মানে... ইয়ে, মানে...](http://www.sachalayatan.com/files/smileys/17.gif)
দারুন লিখেছেন। এত বড় লেখা পুরোটাই একবারে মোনযোগ দিয়ে পড়লাম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হুমম
শিক্ষকদের ঘরের খবরের বিস্তারিত জানা গেল। পরের পর্বের অপেক্ষায়।
চমত্কার! অপেক্ষায় রইলাম।
.......................................................................................
Simply joking around...
জাঝা।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
নতুন মন্তব্য করুন