আমি যা খাই পরি, হাতের কাছে তৈরি যা পাই একটু আধট টুক-টাক যা গাই সবই সে মানবীর জন্য।
যে কষ্ট দেয় দিনশেষে তা শুষে নেয় যে কষ্ট পায় রাতশেষে তা ভুলে যায়।
বাঁচা ভিন্ন স্বপ্ন নাই হবে, এও এক কথার লড়াই জেতার কোন চেষ্টা তাই দেখ কত তুচ্ছ নগণ্য।
একি, আলমগীর, আপনিও ?!!!!
কলিকাল, ঘোর কলিকাল। আমার মত ছন্দহীন সচলদের খেদানোর পায়তারা সব!
সচলায়তন আজ ছড়ার দখলে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- মারডালা। কইলজা মে ভোঁতা চাক্কুর পার দিয়ে মারডালা! ___________ চাপা মারা চলিবে কিন্তু চাপায় মারা বিপজ্জনক
এক রাইতেই দেখি সচলায়তনে ক্যু হয়া গ্যাছে । পুরা ছড়ার দখলে ।
আলমগীরও ছড়াকার তাকে থামায় - সাধ্য আছে কার বাবার!!
------------------------------- আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আই মা!!!!!!!!!!!!!! কী ব্লগার? ডরাইলা?
আমার ধারনা ছিলো আপনি আপাদমস্তক ভালো মানুষ... এইবার ভুল ভাঙলো... আপনে তো দেখি মানুষ না... আস্ত একটা কবি...
তবে এইটা ছড়া না... কবিতা হইসে... (ছড়া আর কবিতার কি তফাত্ জিগাইলে উত্তর নাহি দেব) ______________________________________ পথই আমার পথের আড়াল
______________________________________ পথই আমার পথের আড়াল
উল্টাপাল্টা কী কন এগুলা? কবিতাই টার্গেট ছিল, ছড়ার কাছাকাছি যাইতে পারলে চলে।
বাব্বাহ ভাইয়া!!!! ------------------------------ পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------ পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ও আল্লা ....... এমুন পোলাডারে ইন্দুরে খাইলো
মিল্লা কোবতে আর ছড়া রে গিল্লা খাইছে সবতেরে
(আম্মো বাদ যাইনাই)
এই অতিথি কেডা?
আলমগীর ভাই, আপনার ভেতর তো দারুন কবিতা লেখার প্রতিভা আছে! সত্যিই ভালো লিখসেন।
"ছড়া দিবস"-এ ভিন্নমাত্রা যোগ করলো আপনার এই কবিতা...
আরো লেখতেসি দাড়ান।
ভিত্রে এমুন কোবতে দিয়া বাইরে দিছে ছড়ার প্যাক, মানি না মানুম না করছে ছড়া হাইজ্যাক !
------------------------------------------- ‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ও রণদা এইটা যে ছড়াই লিখছি অমন কথা তো কইনাই। খালি কইছি ছড়া দিবস, তাই উড়াধুরা দিলাম কিছু একটা। ছড়া, কবিতা যেইটা মিলে।
আররে! বিরহ সত্যিই বড় ভাল জিনিস, সবাইকে কবি করে দ্যায়! ----------------------------------- তুমি যা জিনিস গুরু আমি জানি, আর কেউ জানে না
----------------------------------- বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আপনি কন কবি হওয়া ভাল, নজরুল ভাই কয় ভিন্ন কথা। কোনটা ঠিক?
মন্তব্য
একি, আলমগীর, আপনিও ?!!!!
কলিকাল, ঘোর কলিকাল। আমার মত ছন্দহীন সচলদের খেদানোর পায়তারা সব!
সচলায়তন আজ ছড়ার দখলে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- মারডালা। কইলজা মে ভোঁতা চাক্কুর পার দিয়ে মারডালা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এক রাইতেই দেখি সচলায়তনে ক্যু হয়া গ্যাছে । পুরা ছড়ার দখলে ।
আলমগীরও ছড়াকার
তাকে থামায় -
সাধ্য আছে কার বাবার!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আই মা!!!!!!!!!!!!!!
কী ব্লগার? ডরাইলা?
আমার ধারনা ছিলো আপনি আপাদমস্তক ভালো মানুষ...
এইবার ভুল ভাঙলো...
আপনে তো দেখি মানুষ না...
আস্ত একটা কবি...
তবে এইটা ছড়া না... কবিতা হইসে... (ছড়া আর কবিতার কি তফাত্ জিগাইলে উত্তর নাহি দেব)
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
উল্টাপাল্টা কী কন এগুলা?
কবিতাই টার্গেট ছিল, ছড়ার কাছাকাছি যাইতে পারলে চলে।
বাব্বাহ ভাইয়া!!!!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ও আল্লা ....... এমুন পোলাডারে ইন্দুরে খাইলো
মিল্লা কোবতে আর ছড়া রে
গিল্লা খাইছে সবতেরে
(আম্মো বাদ যাইনাই)
এই অতিথি কেডা?
আলমগীর ভাই, আপনার ভেতর তো দারুন কবিতা লেখার প্রতিভা আছে! সত্যিই ভালো লিখসেন।
"ছড়া দিবস"-এ ভিন্নমাত্রা যোগ করলো আপনার এই কবিতা...
আরো লেখতেসি দাড়ান।
ভিত্রে এমুন কোবতে দিয়া
বাইরে দিছে ছড়ার প্যাক,
মানি না মানুম না
করছে ছড়া হাইজ্যাক !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ও রণদা
এইটা যে ছড়াই লিখছি অমন কথা তো কইনাই। খালি কইছি ছড়া দিবস, তাই উড়াধুরা দিলাম কিছু একটা। ছড়া, কবিতা যেইটা মিলে।
আররে! বিরহ সত্যিই বড় ভাল জিনিস, সবাইকে কবি করে দ্যায়!
-----------------------------------
তুমি যা জিনিস গুরু আমি জানি, আর কেউ জানে না
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আপনি কন কবি হওয়া ভাল, নজরুল ভাই কয় ভিন্ন কথা। কোনটা ঠিক?
নতুন মন্তব্য করুন