সার্ভার সমস্যা

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: সোম, ২৪/১১/২০০৮ - ৭:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আপডেট - ১:
সমস্যার সমাধান হয়েছে। বাড়তি সাবধানতা হিসেবে কোন পোস্ট বা মন্তব্য লেখার পর "সংরক্ষণ" বাটনে ক্লিক করার আগে (Ctrl+A, Ctrl+C দিয়ে) কপি করে রাখুন। সাইট কিছুটা ধীর মনে হতে পারে। কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।

--------------------------------------------------------------------
সচলায়তন সাইটে ২/৩ দিন থেকে কিছু সমস্যা দেখা দিয়েছে, আজ তা বাজে অবস্থায় আছে। সমস্যার দরুণ সাইট লোড না হওয়া বা "The page you are looking for is temporarily unavailable. Please try again later." এ মেসেজ দেখাতে পারে।

সমস্যাটি মূল সার্ভারের, সমাধান আমাদের নাগালের বাইরে। হোস্টিং প্রতিষ্ঠানকে এ বিষয়ে অবহিত করা হয়েছে, তারা কাজ করছে বলে জানিয়েছে। আপাতত সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি।

কোন পোস্ট বা মন্তব্য লেখা শেষে "সংরক্ষণ" বোতামে ক্লিক করার আগে, অনুগ্রহ করে (Ctrl+A, Ctrl+C দিয়ে) কপি করে রাখুন। এতে লেখা হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে না।

এসএম মাহবুব মুর্শেদ যথা সময়ে সমস্যার আপডেট নিয়ে আসবেন।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

গতকাল থেকে বেশ কয়েকবার এই মেসেজ দেখলাম। ভেবেছিলাম হয়ত আমার এন্ডে নেট স্পীড খুব বেশি কম হওয়াটাই এর কারণ। জানানোর জন্য ধন্যবাদ।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মাহবুব মোর্শেদ
খাইছে

আলমগীর এর ছবি

ধন্যবাদ, ঠিক করে দিলাম।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

রেনেট এর ছবি

এরকম একটা জ্ঞানী কথাটা নাই করে দিলেন? মন খারাপ
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সেটাতো আমারো প্রশ্ন ইয়ে, মানে...
আলমগীর ভাই, লাইনটা ফিরায়া দেন।

আলমগীর এর ছবি

সেটাতো আমারো প্রশ্ন ইয়ে, মানে...
আলমগীর ভাই, লাইনটা ফিরায়া দেন।

"বেদম বাথরুম চাপলে কেউ কি টয়লেট পেপারের রং আর ডিজাইন দেখে?"

জনগণের দাবীতে নন-সিরিয়াস মোডে আসলাম।

হিমু এর ছবি

হুমমম! ও-কার উ-কারে খুব হুঁশিয়ার থাকতে হয় আমাদের। সামান্য ভুলেই ব্যাপারটা কেঁচে যেতে পারে, "এখানে প্রস্রাব করিবেন না করিলে কানমলা"তে কমা বসানোর মতো সতর্ক থাকতে হয়।

নানা পাটেকর কোথায় যেন বলেছিলো না, সালে এক মচ্ছড় আদমিকো হিজড়া বানা দেতা হায়?


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হো হো হো

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

বিপ্রতীপ এর ছবি

আজ সকালের দিকে এই সমস্যাটা দেখাচ্ছিল...আর দেখিনি...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

তারেক এর ছবি

ঘটনা সইত্য ! ব্যাপক পেইন খাইছি গতকাল
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

তারেক এর ছবি

কপাল আর কারে বলে, উপরের কমেন্ট টা পোস্ট করতেই উপরের ঐ মেসেজটা দেখতে হইল দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই মুহূর্তে সার্ভার খুব স্লো পাচ্ছি। অন্যদের কী অবস্থা?

ধুসর গোধূলি এর ছবি

- আমি স্টিল পেইনের ওপরে আছি। মাঝে মাঝেই নাই হয়ে যাচ্ছে। স্লো বটে, তবে হঠাৎ হঠাৎ ব্যাপক গতি প্রাপ্ত হচ্ছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ধুসর গোধূলি এর ছবি
ভূঁতের বাচ্চা এর ছবি

হুম, কাল থেকেই এই সমস্যার মুখোমুখি হচ্ছি। রিফ্রেশ দিলে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে না। তবে জানাবার জন্য ধন্যবাদ।

--------------------------------------------------------

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এই বিরতিতে অপেক্ষমান সবাইকে পিজা খাওয়ান, বস্‌!

আলমগীর এর ছবি

অর্ডার দেয়া হইছে। কিন্তু আগুনের তাপ কম, হইতে নাকি সময় লাগব কয়।

মুস্তাফিজ এর ছবি

হুম, সমস্যা আছে

...........................
Every Picture Tells a Story

কীর্তিনাশা এর ছবি

হুম আমিও গতকাল এবং আজ বেশ কয়েকবার এই মেসেজ খাইছি আর ফায়ারফক্সরে গালাগালি করছি। সচলেরই যে সমস্যা বুঝতারিনাই।

দ্রুত এই সমস্যা মিটে যাক সেই কামনা রইলো।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুস্তাফিজ এর ছবি

আল্লার কাম খোদায় করছে। সমস্যা মিটে গেছে মনে হয়।

...........................
Every Picture Tells a Story

রণদীপম বসু এর ছবি

কাল সন্ধ্যায় ঠিকই সচলে ঢুকলাম এবং কযেকটা পোস্টে কমেণ্টও করলাম। হঠাৎ ইচ্ছে হলো একটা মশকারি করা পোস্ট ছাড়ি। তারপরে ওয়ার্ডে গিয়ে জাপটাজাপটি শেষে রাত এগার-সাড়ে এগারো হবে হয়তো, আর তো সচলে ফিরতে পারি না। যতবারই সচলায়তন ক্লিক করি ঐ উপরের ইংরেজি ম্যাসেজটা। ঘরপোড়া গরু হিসেবে সন্দেহের ধুকপুকি নিয়ে অন্য সবগুলো ব্লগ ঘুরে এলাম। কোথাও কোন সমস্যা নেই, কেবল সচল ছাড়া। আবার এ কোন্ খাড়া ! কিঞ্চিৎ মুষড়ানো বিভ্রান্তি নিয়ে অবশেষে উদ্ভ্রান্তের স্মরণাপন্ন হলাম। অর্থাৎ এস এম মাহবুব মুর্শেদকে বিস্তারিত জানিয়ে ই-মেল করে দিলাম। পোস্ট আর দেয়া হলো না আমার। বড় বিষণ্ন মন নিয়ে বিছানায় গেলাম।
ঘুম থেকে উঠে অফিসের তাড়াহুড়োয় যে কাজ কখনো করি না আমি, আবারো কম্পু স্টার্ট দিলাম। একই ফলাফল !
দুপুরে অফিসের একটা অনলাইন কম্পুটারে চেক করেই আশ্বস্তি ফিরে এলো।
ঘরে এসে এই পোস্ট।
কিন্তু আমি একটা মেইল করেছিলাম উত্তরের আশা করেই।....যদিও মেইল এখনো চেক করিনি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আলমগীর এর ছবি

http://groups.google.com/group/sachal-emergency?hl=en&pli=1

এখানে নাম লিখিয়ে নিন। বিপদের সময় সর্বশেষ খবর জানতে পারবেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।