বেশ কিছু আইপি এড্রেস ব্লক করা হয়েছে। এসব আইপি থেকে মাত্রাতিরিক্ত অনুরোধ আসছিল। ব্লক করার ফলে জানামতে যদি কারো যদি সচল সাইটে ঢুকতে সমস্যা হয় অনুগ্রহ করে (sachal@exemail.com.au) এ একটা ইমেল করে দিন। (কেউ ব্লকড হলে এ নোটিশটিও দেখতে পাবেন না।)
আর কোন ধরনের কোন সমস্যা এখন নেই।
মন্তব্য
এসব আইপি থেকে মাত্রাতিরিক্ত অনুরোধ আসছিল।- এই কথাটার মানে বুঝলাম না।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
আপনি যখন সচল সাইট খুলেন আপনার কম্পিউটার থেকে একটা অনুরোধ আসে। যদি দুটো উইন্ডো খুলেন তাহলে ধরুন দুটো অনুরোধ আসে। ৪/৫ টা অনুরোধ একসাথে আসা স্বাভাবিক। কিন্তু যদি ৩০/৪০ টা অনুরোধ পর পর আসতে থাকে তাহলে অনুমান করা যায় উদ্দেশ্য সাধু না।
কত্তকিছু জানার আছে দুনিয়ায়
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
আমার এখান থেকেও সচল সাইট বেশ স্লো হয়ে গেছিল। এখন কিন্তু আগের থেকে অনেক ভালো
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আমি তো মাঝে-মধ্যে একবারে ১০-১৫টা সচল-উইন্ডো খুলি! আমার কিন্তু, ভাই, অসাধু কোনও উদ্দেশ্য নেই…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমি গত দুই ঘন্ট যাবৎ একটা ব্লগ পোস্ট করার চেষ্টা করতে করতে পুর গলদঘর্ম অবস্থায় পড়ে গেছিলাম। একটু আগে সেইটা পোস্টাইতে পাড়লাম। কমেন্ট পোস্ট করতে গিয়াও ধরা খাইসি বেশ কয়েকবার।
সমস্যার দ্রুত সমাধান কামনা করছি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আগের তুলনায় নেট একটু স্লো পাচ্ছি, এছাড়া আর কোন সমস্যা দেখছি না।
ব্যাপারটা খোলসা করার জন্য ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
ভাইগো পোস্ট লেইখা ছাইড়া দিয়া আর এডিট মারতে পারি না। লোকজন কমেন্ট করে উত্তর দিতে পারি না। আমিও কি বলক খাইলাম?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নাহ করেনাই, আলমগীর মাস্টর ভালা মানুষ আছে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ব্লক খাইলে এই লেখাটাও দেখতে পারবেন না। সাইটের আশেপাশেই আসতে পারবেন না।
অন্যপ্রসঙ্গ জিগাই... আলমগীর ভাই... আপনার প্রোফাইল পিকচারটা কার আঁকা?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার মেয়ের।
এটাই ধারণা করেছিলাম...
অনেক সুন্দর... তাকে শুভেচ্ছা আমার...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
থ্যাংকস ব্রো।
আমি হিমু ভাইয়ের পোস্টে অনেক চেষ্টা কইরাও মন্তব্য করতারি নাই !! মেসেজও দিতারি নাই। এই মাসের শেষ কয়দিন ই তো আছে আর। একটু আরামে গুঁতাইতে দ্যান ! এরপরে হয়তো আবার ডুব দিমু । একটাই দাবী --
নির্বিঘ্নে সচল গুঁতানোর অধিকার চাই
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- ক্যান, আপনেগো মহল্লায় কি পানি উঠছে? ডুব দিবেন ক্যান?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বাসায় ইন্টারনেট থাকবে না
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- বাসা চেঞ্জ করে ফেলেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হাহাহাহাহা
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সাইট বেশ দ্রুত মনে হচ্ছে।
ঠিকাছে। আপনাকে ইমেইল করেছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বাংলাদেশ সময় বিকেল ২/৩টার দিকে কমেন্ট করতে কিছুটা সমস্যা হয়েছিল।
ধরার পর পরই ঠিক করা হয়েছে। এখন জানামতে কোন সমস্যা নেই।
স্পিড ভাল হওয়ার কথা।
কোন ব্যতিক্রম পেলে প্রদত্ত ইমেইল ঠিকানায় ইমেইল ঠুকে দিন।
সন্ধ্যার পর এসে ঢুকলাম। কোন সমস্যা অবশ্য এখনো টের পাচ্ছি না।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সবসময় না হলেও, মাঝে মাঝে আমিও প্রায় ৭-৮টা উইন্ডো একেবারে খুলি।
ধন্যবাদ আলমগীর ভাই, আপনাদের এই পরিশ্রমের কারণেই তো নির্বিঘ্নে সচলে সময় কাটাতে পারি...
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
আমি মাঝে মাঝে কমেন্ট রিপ্লাই দেয়ার জন্য একসাথে পনের-বিশটা ট্যাব খুলি, তবে সেটা সপ্তায় দুই একবারের বেশি না ...
অন্য সময় বড়জোর চার পাচটা ট্যাব ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
- তাইতো কই, আমরা ম্যাঙ্গো পিপোল সচলের স্পীড পাইনা ক্যান হালায়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সন্নাসী দা, প্রহরী, কিংকং
উপরের উইন্ডো খোলার কথাটা পলাশের জন্য শ্রেফ একটা সরল উদাহরণ। তার মানে না যারা বেশী বেশী উইন্ডো খুলেছেন তাদের ব্লক করা হয়েছে। টেকনিক্যাল ব্যাখ্যা সহজ করার জন্যই ওটা বলা।
একাধিক উইন্ডো আর মুহুর্মুহু অনুরোধের পার্থক্য আছে। এধরনের অনুরোধ আসে সাধারণত কিছু অটোমেটেড বট (bot) থেকে। তাদেরকে মানা করা হয়েছে।
উইন্ডো খুলে নিয়ে তাই চিন্তার কিছু নেই। যে যেভাবে সচল দেখছিলেন দেখতে থাকুন।
এটা পিজাখোরভূত'এর কায়কার্বার্হৈতে পারে।
আমি ভালা পুলা,কিছু জানি না।
মানুষের একাধিক ক্লিক এর মধ্যে সময় এতো বেশী লাগে যে সেটাকে "একসাথে" চিন্তা করা যায় না। বটলনেক হচ্ছে সার্ভার পেইজ সার্ভের সময়টা।
এটাকে এভাবে চিন্তা করা যায়। মনে করে মুদি দোকানে আপনি গিয়ে একটা সিগারেট চাইলেন। দোকানদার আপনাকে একটা সিগারেট দিয়ে সারতে না সারতে যদি আরেকজন চায় তাহলে দ্বিতীয়জনকে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। এই ক্ষেত্রে মুদি দোকানদার হল সার্ভার আর আমরা হলাম ইউজার।
একজন মানুষের ক্ষেত্রে যেমন একবারে দুটো সিগারেট খাওয়া সম্ভব না, তেমনই একজন ইউজার ম্যানুয়ালি চেষ্টা করে সার্ভারের গতির তুলনায় দ্রুত পেইজ ওপেন করতে পারবে না। এটা করতে স্ক্রীপ্ট চালাতে হবে। আমরা কিছু লিচ (জোঁক) আইডেন্টিফাই করেছি। এরা রক্ত চুষে নিচ্ছিল আমাদের থেকে।
কথ হচ্ছে সমস্যাগুলো বারবার কেন সচলায়তনেই হচ্ছে? কারন, আমরা ডেডিকেটেড বক্স কিনে নিজেরাই পুরো ব্যাপারটি ম্যানেজ করছি। প্রাথমিক এই আপস এন্ড ডাউনস সেরে গেলে বেস্ট সার্ভিস বের করতে পারবো আশা করি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- ডেভু মহারাজদের ওপর পরিপূর্ণ আস্থা আছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার একটা ছোট কথা অনেককে উদ্বিগ্ন করে তুলেছে। ব্যপারটার আরেকটু ব্যাখ্যা দেয়া যাক:
গুগল দিনে চার/পাঁচ বার এখানে বেড়াতে আসে। যখন আসে উল্লখযোগ্য সংখ্যক লেখা পড়ে তারপর বিদেয় হয়। গুগল যদি একসাথে সচলের কয়েক হাজার লেখা পড়তে চায় তাহলে বাকী সচলেরা আর কেউ কিছু পড়তে পারবেন না। এ ধরনের পরিস্থিতি হলে গুগলকে আসতে মানা করে দিতে হবে।
গুগল ছাড়াও অনেক সার্চ ইঞ্জিন আছে; ভায়াগ্রা, যন্ত্র লম্বা ইত্যাদির বটও এখানে এসে বেড়িয়ে যায়। যারা একটু বেশী আগ্রাসী তাদের ব্লক করা হয়েছে।
এর মধ্যে আমাদের সচলদের কেউ থাকার কোন সম্ভাবনা নেই। (কিন্তু আমার নিজেকে স্বচ্ছ রাখার জন্যই বলছি যে কারো কোন সমস্য হলে যেন জানায়।)
সেটাই। মডুরা ভালো বলতে পারবেন ব্যাপারটা। ইদানিং প্রচুর স্প্যাম এসে জমা হত কমেন্ট মডারেশনে। এই দুষ্টু বটগুলোর কাজ সেটা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- একটা ছোট সমস্যা বোধহয় আছে মা.মু / আলমগীর ভাই। টেক্সট ছোট / বড় করার অপশনটা চেক করে দেখবেন কি?
আমাকে বারবার "The page you are looking for is temporarily unavailable. Please try again later." এই প্রেমপত্র দেখায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সমাধান করা হয়েছে। ধরার জন্য ধন্যবাদ ধূগো।
- সমস্যা ঠিক হয়েছে কিন্তু পুরোপুরি না। টেক্সট বড়/ছোট হয় না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনের ঝোলায় থাকা কুকিগুলা পরিষ্কার করে দেন।
আমি আগুনশিয়াল, অভিযাত্রী দুইটাতেই টেস্ট করেছি।
না হলে জানান।
- হৈছে আলমগীর ভাই।
কালকে টেকনিক্যাল কারণে বিস্কুটগুলা ঝাড়তে পারি নাই। তাই কিছু জানাই নাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন