কস কী মমিন! - ০২

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: বুধ, ০৩/১২/২০০৮ - ৪:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

যদিও কোন উদ্দেশ্য ছিল না, কিন্তু "কস কী মমিন" দেয়ার পর সিরিজ নামানোর জন্য বিশ্ব থেকে চাপ আসা শুরু হইছে। এর মধ্যে মুরুব্বিরা তো আছেনই, বরফের দেশে গিয়া ধরা খাওয়া অর্বাচীন বালকেরাও বাদ নাই। ফাতরা কথা পড়তে যত আরাম লাগে, পাড়তে তত না। তারপরও নিলাম ঝুঁকি, দেখতে চাইলে মাউস টিপে, দিয়েন একটা উঁকি।

সতর্কতা: এ লেখায় স্থূল উপাদান আছে। পড়ার জন্য লগইন করতে হবে।
পড়ে যুত লাগলে বলতে পারেন "কস কী মমিন", আর যুত না লাগলে, "আর কথা কইস না মমিন "।


মন্তব্য

হিমু এর ছবি

এক ভদ্রলুককে চিনি, তিনি দুবাইনিবাসী। শখের মধ্যে মাঝে মাঝে অচেনা নেট"বান্ধবী"দের সাথে "রস" এর আলাপ করেন। দৈবাৎ তাঁর এক "বান্ধবী" একদিন কোন এক হাটে যেন সেইসব রসালাপের হাঁড়ি ভেঙে দেন। ইনফ্লেটেবল বুনি পেলে ভদ্রলুক অনেক উপকৃত হতেন, সন্দেহ নাই। সোমালিয়া থেকে দুবাই উপকূল পর্যন্ত কোন উপসাগরীয় স্রোত নাই?


হাঁটুপানির জলদস্যু

সৌরভ এর ছবি

কস্কী রে মমিন! (এইটা এই কমেন্টের জন্যে)


আবার লিখবো হয়তো কোন দিন

দ্রোহী এর ছবি

খাইছে রে!!!!!!!!! কস্কী মমিন!!!!!!


কী ব্লগার? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

গোধূলির প্রেমিকার খবর কী?


কী ব্লগার? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

সচলায়তনে খোলা চিঠি লিখছিলেন যিনি তার কথা কই..........


কী ব্লগার? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- আছেন তো পাবলিকের উপর আযানের পরে, আমগো মতো ম্যাঙ্গো পিপোল হৈলে বুঝতেন, কতো রাবারে কতো বুনি। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

ইন্টেল রিপোর্ট বলছে গোধূলির প্রেমিকার উচ্চতা ১৮৮ সেন্টিমিটার, অর্থাৎ প্রায় ছয় ফুট দুই ইঞ্চি। গোধূলি জানিয়েছে তার উচ্চতা ফুট পাঁচেক। কোলে উঠতে হবে না। তবে দাঁড়ায় থাকতে হবে।


হাঁটুপানির জলদস্যু

স্পর্শ এর ছবি

কস্কী মমিন্‌ !!

বাইদ্যাওয়্যে, রালফ ম্যাগাজিন কি নীলক্ষেতে পাওয়া যায়?? চিন্তিত
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

আলমগীর এর ছবি

দরকার কোনটা? ম্যাগাজিন না সাথের গিফট চোখ টিপি ?

ধুসর গোধূলি এর ছবি
আলমগীর এর ছবি

৪নং আইটেম। ইউটিউবে তুলতেছি দাঁড়ান।

পান্থ রহমান রেজা এর ছবি

তাড়াতাড়ি তোলেন। আমি এইখানে দেখতে পারতেছি না।

ধুসর গোধূলি এর ছবি
আলমগীর এর ছবি

কস কী মমিন! ঠিক করে দিলাম। থ্যাংকস।

হিমু এর ছবি

বক্তৃতা দিতে উঠিয়াছিলেন দেলোয়ার
ভাগ্যের ফেরে হায় খুলে গেলো সেলোয়ার।


হাঁটুপানির জলদস্যু

তানবীরা এর ছবি

হাসতে হাসতে গড়াগড়ি

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

হিমু এর ছবি

কিন্তু লক্ষ্য করুন, তারপরও কী অবিচল ভঙ্গিতে ভগরভগর করেই যাচ্ছেন। ঝানু পলিটিশিয়ান। জনসমক্ষে প্যান্ট খুলে পড়ে যাবার কন্টিনজেন্সি হিসাব করেই একজন অ্যাসিস্ট্যান্ট রেডি রেখেছে।


হাঁটুপানির জলদস্যু

আলমগীর এর ছবি

আমার কাছে মনে হচ্ছিল এসিস্ট্যান্টের এ ধরনের ঘটনা আগে থেকেই দেখা। বদনা নিয়া রেডি হয়ে আছে।

পান্থ রহমান রেজা এর ছবি

আমিও কই: কস কী মমিন!!!

দ্রোহী এর ছবি

ভিডিও দেখে গড়াগড়ি খাইতেছি।





কী ব্লগার? ডরাইলা?

অবনীল এর ছবি

আবার জিগায়! কস্ কি মমিন!

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

সুমন চৌধুরী এর ছবি

কী বলছেন মমিন্দ্রনাথ ঠাকুর!!!!!



অজ্ঞাতবাস

ভূঁতের বাচ্চা এর ছবি

ভিডিও দেখে সবচেয়ে মজা পাইছি।

--------------------------------------------------------

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

২০০৮ শেষ হয়া যাইতেছে...

এই বছরে সচলের সেরা ডায়লগ বাছাই করা দরকার... আমি দুইটার নাম আপাতত প্রস্তাব করলাম... পরে বাকিগুলো আইতেছে...

১. দুনিয়াজুড়া পচুর গিয়াঞ্জাম
২. কস্ কি মমিন...

লেখা পইড়া খালি একটা কথাই মনে হইলো... কস্ কি মমিন... !!!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ এর ছবি

আলাদা পোস্টেও দিতে পারেন। আমিও কয়েকটা দেই...

* বুঝতে হবে, বুঝে ইজি থাকতে হবে
* খুব খিয়াল কৈরা

রায়হান আবীর এর ছবি

কস কি মমিন সচলে ডায়লগ না নজু ভাই। এইটা তো নিখোঁজ সংবাদ নাটকের ডায়লগ।

দুনিয়াজুরা পচুর গিয়ানজাম এক্কেরে ইউনিক। দেঁতো হাসি

=============================

হিমু এর ছবি

১. সকলই ভ্রান্ত সিন
২. ধৈর্য ধরে আছি সুনা
৩. বল কেলাডা তওবা কইরা চার


হাঁটুপানির জলদস্যু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ডায়লগ সংকলন নামে একটা পোস্ট পয়দা করে ফেলবেন নাকি?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

× তাহলেই পাবে তুমি উত্তম জা-ঝা
× আপনাকে বিপ্লব
× জরুরী কাজে বাইরে যাচ্ছি
× রয়েসয়ে রয়েসয়ে

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আলমগীর এর ছবি

নজরুল ভাই
খোমা পাল্টাইলেন কেন? আপনার কমেন্ট খুঁইজা পাওয়া যায় না এখন।

আর, "কস কী মমিন" আমার মাথার কিছু না। আমি উপযুক্তি মনে করে পিক করছি এই যা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

খোমা পাল্টাইলাম মৌলবাদ বিরোধীতার অজুহাতে... নিজের চেহারা আর কতো দেখুম বলেন?

আর 'কস্কি মমিন' এর আগে যে যতো খুশিবার বলুক... এইটা আপনার সম্পত্তি... ব্যাস... ডায়লগ ব্যাপক পছন্দ হইছে... আমি তো এখন বউরেও 'কস্কি মমিন' বলা শুরু করছি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কি দেখাইলি মমিন!!
-এইটা ইউটিউব দেইখা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভিডিও ক্যামেরাম্যান বড়ই রসিক।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কস কি মমিন!! গড়াগড়ি দিয়া হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

বিপ্রতীপ এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনি বস্‌, পুরা ছুপা মমিন। কৈয়াসিলেন এইসব জিনিশ নিয়া।

আপনার জন্য ৭০টা...

আলমগীর এর ছবি

আপনার জন্য ৭০টা...

৭০টা কী?
নাকি ৭০ জোড়?
ঠিক কইরা কন। চোখ টিপি

ছুপা গালি দেন ক্যান? ৫বছর মাস্টারি করে অনেক কিছু বিসর্জন দিতে হইছে। এই পোস্টটাও দেখেন না রেস্ট্রিক্ট করা।

উন্মাতাল তারুণ্য এর ছবি

হিমু লিখেছেন:
বক্তৃতা দিতে উঠিয়াছিলেন দেলোয়ার
ভাগ্যের ফেরে হায় খুলে গেলো সেলোয়ার।

কঢ়া হইশে!

মমিনদা, এইশব কী বোলশো? শিহ্ ... এইইটা তো "নিউ দেলোয়াডীয় পলিটিক্যাল স্ট্রিপটিজ" এর লাইভ শো। এখানে কশ্টিউম ম্যালফ্যাংশ্যন কিশু নেই!!

অবনীল এর ছবি

হিমু wrote:

বক্তৃতা দিতে উঠিয়াছিলেন দেলোয়ার
ভাগ্যের ফেরে হায় খুলে গেলো সেলোয়ার।

কঢ়া হইশে!

মমিনদা, এইশব কী বোলশো? শিহ্ ... এইইটা তো "নিউ দেলোয়াডীয় পলিটিক্যাল স্ট্রিপটিজ" এর লাইভ শো। এখানে কশ্টিউম ম্যালফ্যাংশ্যন কিশু নেই!!

হাহাহাহাহা, আপনাকে পোষ্টে উত্তম জা-ঝা...

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

শামীম এর ছবি

মমিন্যারে ... এইডা কী দেহাইলি ...! হো হো হো
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

কীর্তিনাশা এর ছবি

কস্কি মমিন !! গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

এই video clip দেখে BNP বলবে "এটা বিশেষ মহলের কাজ"
Conspiacy খাইছে

আলমগীর এর ছবি

সকল মমিনদের হুসালা* আন্তরিক ধন্যবাদ।
পরের পর্বে দেখা হবে।

*সবুজ বাঘের আবিষ্কার, ইংরেজি হোলসেল (wholesale)।

আকতার আহমেদ এর ছবি

আলমগীর "বস".. "কস কী মমিন" লইয়াতো আমি পড়ছি বড় বিপদে । আমার বউয়ের মেজ দুলাভাইয়ের নাম হইতাছে মমিন । তারে নাম ধইরা তুই তোকারি করতেসি জানলে বুঝতেই পারতেসেন.. তাই আমি কইলাম মমিনের লগে ভাইয়া এড কইরা কমু .. আর কস্কি হইবো কন্কী ! ঠিকাসে ? মন খারাপ

"কন্কী মমিন ভাইয়া"-র এই পর্বও অতি উপাদেয় হইসে, আপনারে থ্যাঙ্কু "বস".. !

আলমগীর এর ছবি

ভাইয়া যোগ করলে জোশটা থাকবে না, আপনে করে কইলেও না।
আপনে এক কাজ করেন, মমিনের বদলে তোফাজ্জল, বজলু, মাখন এই তিনটার একটা নিয়া নেন।

আকতার আহমেদ এর ছবি

আপনে এক কাজ করেন, মমিনের বদলে তোফাজ্জল, বজলু, মাখন এই তিনটার একটা নিয়া নেন।

ধুরো বস, মজা করসিলাম । "কস কী মমিন" এ কুনু সমস্যা নাই হাসি

তয় মমিনের জায়গায় তোফাজ্জল, বজলু আর মাখন আইলো, ঘটনা কী । এদের কাছে টাকা পয়সা পান নাকি চিন্তিত

নজমুল আলবাব এর ছবি

এক্কেবারে জালাইল মমিন হইছে বস। ফাডাফাডি।

আমজনতা এই ভেডুটা দেখতে পারতেছে না। তাদের জন্য মন্তব্যের ঘরে দিলাম লিঙ্কটা।

এইখানে টিপা দেন।

পুতুল এর ছবি

বক্তৃতা দিতে উঠিয়াছিলেন দেলোয়ার
ভাগ্যের ফেরে হায় খুলে গেলো সেলোয়ার।

হিমু ভাই ঘটনা একটু অন্য রকম, রাইতে গো.আ. লগে ু...কি মারা দেওনের পরে, হেয় আর সেলোয়ার পিন্দায়া দেয় নাই। বক্তিমা দিতে গিয়া হেইডা মনে অইছে। হের লাইগ্যা সেলোয়ার নিয়া টানা টানি, পাবালিক জেন না দেহে! শরম তো হেগও আছে!

কস্কি মমিন! ফাটাফাটি হইছে!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মুস্তাফিজ এর ছবি

আমরা অতিথিরা বঞ্চিত হইলাম লেখা থেকে। তবে ভিডিওটা আমি আগে দেখছি, এখন ঢাকায় মেইলে মেইলে ঘুরতাছে।

...........................
Every Picture Tells a Story

আলমগীর এর ছবি

দুঃখিত, সেরকম ইচ্ছে ছিল না। এবার দেখুন তো পড়তে পারেন কিনা।

মুস্তাফিজ এর ছবি

হাসি

...........................
Every Picture Tells a Story

কল্পনা আক্তার [অতিথি] এর ছবি

লেখাগুলান দেখতে পাই নাই তয় ভিডিওটা দেইখা আমি দুনিয়াতে নাই.. গড়াগড়ি দিয়া হাসি

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অভ্রনীল এর ছবি

বক্তৃতা দিতে উঠিয়াছিলেন দেলোয়ার
ভাগ্যের ফেরে হায় খুলে গেলো সেলোয়ার।

জটিল হইসে...
_________________________________
| সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ উড়াধুড়া ব্লগ পড়া বিপজ্জনক। | বাংলা ব্লগস্ফিয়ার

হিমু এর ছবি

কস্কি মমিন!ের জন্যে একটা অনুভূতিকন যোগ করার আহ্বান জানাই ডেভুমহারাজদের প্রতি।


হাঁটুপানির জলদস্যু

স্নিগ্ধা এর ছবি

কস্কি মমিন!ের জন্যে একটা অনুভূতিকন যোগ করার আহ্বান জানাই ডেভুমহারাজদের প্রতি।

আমিও জানাই, করুণ একটি বিনীত আবেদন জানাই মন খারাপ

কারণ, এই 'কস্কি মমিন' কথাটা আমারও খুব পছন্দ হইসে, কিন্তু অনভ্যস্ততার কারণেই হোক, কি 'সুশীল ঢং্যের' কারণেই হোক - কোন মন্তব্যে কেন জানি লিখতে পারতেসি না মন খারাপ

ইমোটা থাকলে সেটা অন্ততঃ ব্যবহার করতে তো পারতাম ......

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কস্কি মমিনের ইমোটিকন দিতে হবে... দিতেই হবে... এইটা দাবী...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ছুম্মা মোমিন!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কস্কী মমিন ইমোটিকন টেস্ট

কস্কি মমিন!

এখানে দেখুন

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আলমগীর এর ছবি

দেখি তো কাজ করে নি:
কস্কি মমিন!

ধন্যবাদ ডেভু ভাই।

ধুসর গোধূলি (যতোই চিল্লাও, সে এখন লগাবে না) এর ছবি

কস্কী মমিনের চেহারা-সুরৎ মাশাল্লাহ পছন্দ হৈছে। চলুক
তয় সাইজে ইট্টু বড়সড় লাগে (সাইজ যদিও কোনো ব্যাপার্না)।
আমরা বঙ্গদেশের মানুষ, সাইজে ভূটানীগো চাইতে আকারে ইঙ্গিতে বড় হইলেও এমনিতেতো লিলিপুটই! মন খারাপ
তাই কই কি, কস্কি মমিন!রে কিঞ্চিৎ ছোট করোন যায় না ডেভুমহারাজ? (এইটা একটা প্লীজ)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১০০x১০০ থেকে ৭৫x৭৫ করা হল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সেইসাথে জাঝা কে বদলে (জা-ঝা) করা হল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ইমো হয়া গেছে?
কস্কি মমিন!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাইফ তাহসিন এর ছবি

আমিও দেই তাহলে কস্কি মমিন!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

আবছায়া এর ছবি

আমরা যারা শুধু মন্তব্যকারী তারা কি এই সিরিজটা থেকে বঞ্চিতই থেকে যাবো!?? মন খারাপ :(

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।