উদ্দেশ্য ছিল না, কিন্তু সিরিজ নামানোর জন্য বিশ্ব থেকে চাপ আসা শুরু হইছে। মুরুব্বিরা তো আছেনই, বরফের দেশে গিয়া ধরা খাওয়া অর্বাচীন বালকেরাও বাদ নাই। ফাতরা কথা পড়তে যত আরাম লাগে, পাড়তে তত না। তারপরও নিলাম ঝুঁকি, দেখতে চাইলে মাউস টিপে, দিয়েন একটা উঁকি।
সতর্কতা: এ লেখার বিষয়বস্তু স্থূল, অশ্লীল কথাও আছে। পড়ার জন্য লগইন করতে হবে। লেখা/অংশ রেফারেন্স/কোটেশন হিসাবে উল্লেখ করা যাবে না।
মন্তব্য
৪ নম্বরখান জটিল হইসে ... গ্রামের দেশে চৌকির উপর কোন চাদর বা তোষক থাকেনা??
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
তুমুল গরম- খিয়াল কইরা। চাদর কই পাবেন গ্রামে?
পড়তে পারছি না...
পড়তে চাই...
আপনি কি নিজের নামে লগইন করে চেষ্টা করছেন?
উপরে অভ্রনীল তো পড়তে পারছে।
ভাই আলমগীর, আমি তো অতিথি, তাই লগ-ইন করতে পারি না।
ফাহিম
আপনার যা স্ট্যাটাস, উপরে অভ্রনীলেরও তা। আমার ধারণা আপনার একাউন্টে কোন সমস্যা হয়েছে। contact এট sachalayatan.com এ মেইল করে দেখুন।
আপনি তো মনে হয় কোন একাউন্ট খুলেননি... প্রথমে একাউন্ট খুলতে হবে তারপর লগইন করতে পারবেন...
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
৪ নম্বরটার একটা বিকল্প গপ জানা আছে... তারপরো ভালো লাগলো... আমি তো বস আপনের এই সিরিজের ফ্যান হয়া যাইতেছি। এই তুমুল বিরক্তিকর কাজের সময়ে এই সিরিজটা বড্ড আমোদ দিলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমিতো গেষ্টরাইটার হিসাবে লগইন করলাম কিন্তু কিছুই দেখি না
দুঃখ ভারাক্রান্ত মনে
তানিয়া
গ্রামে থাকি তখন । পাশের বাড়ির এক দাদারে দেখি দর্জি দোকানের বসার টুলটা নিয়া গালিগালাজ করতে করতে পুকুরে গিয়া ছুঁড়ে মারতে । কাহিনী কী খোঁজ নিয়া জালনাম অই টুলে নাকি আঙ্গুল পরিমাণ ফাঁক ছিল দুই কাঠের মাঝে এবং পুরান হওয়ার কারণে কেউ বইসা নড়চড়া করলে অই ফাঁকের সংকোচন প্রসারণ হইত । যার ফলে লুঙ্গি পড়া দাদার ইয়ে ফাইসা গেছিল দুই কাঠের মাঝে....
বস, সিরিজটা বড়ই উপাদেয় হইতেছে !
- সকল চৌকী মিস্তিরিরে মাইনাস।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইমোটিকনটা তো ভালই আছে মনে হয়। একটু শার্প করতে হবে, তাহলেই হবে।
আমি কিন্তু এই লাইনটা পইড়া বেশি মজা পাইছি ... বস এত ডরায়েন না, খাইষ্টা কথা সবাই কয়
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
কস কী মমিন!
ডর না, এখানে ভিন্ন বিষয় জড়িত। ধন্যবাদ।
- আগেই কইছিলাম মাষ্টারীর খাতায় নাম লেখায়েন না। ঐটা না করলে তো এখন ধুগো'র লগে কমেন্ট কমেন্ট খেলতে পারতেন মিয়া।
মেম্বর ইয়েমারার উপর আছে বলে যোগ্য সাথী পাইনা ইদানিং কমেন্ট কমেন্ট খেলার! এইটা ডাবল
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ফাহিম আর তানিয়া এখন অতিথি সচল। মেইল চেক করুন।
হাঁটুপানির জলদস্যু
অনেক ধন্যবাদ আপনাকে।
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অবশেষে পড়তে পারলাম, কলিজা ঠান্ডা হলো।
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
অনেক ধন্যবাদ আলমগীর এবং হিমু (উসিলা ও বদৌলত )
দিস ইজ দ্যা মোমেন্ট অফ ট্রুথ ....... সচলের নীড়পাতার বামকোনে নিজের নাম দেখায় যে এত আনন্দ
এই প্রথম মনে হচ্ছে উদ্বাহু নৃত্যের একটা ইমো নতুন অতিথি সচলদের জন্য ভীষন জরুরী
লেখা পড়ে
আগের দুটো পড়ে আসতে পারেন।
আলমগীর ভাই... এই সিরিজের কি জোর দেখছেন? দুই জন অতিথি সচল হয়ে গেলো খালি এইটার উছিলায়... (মিষ্টি কই????)
আর লেখায় আবারো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
জনাব
যে সময় যাইতেছে বুঁদ হয়ে থাকার জন্য দরকার পিপা ভর্তি মদ। আর নাহলে হাহা হোহো করে হাসার জন্য কার্টুন ছবি। মিষ্টি খাইয়া কোন সুবিদা নাই।
আমুদের যোগান দেই একটু।
ইমোটা পসন্দ হয় নাই। আরো রঙিন, স্পষ্ট আর ছোট ইমো দরকার ছিলো।
হাঁটুপানির জলদস্যু
নজরুল ভাই কত মিষ্টি খাইবেন ???????
মার্চ মাসে দেশে যতো মিষ্টি পাওয়া যাবে ততো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আচ্ছা ঠিকাসে
ইয়ে, মানে পুরোটাই ইয়ে হয়েছে।
পিজা মামলা বাদ্দিলাম, বদলে আপনার জন্য জাঝা।
যে দিন কইতেছেনে একথা তার কয়েক ঘণ্টা আগেই সেই কাম হইছে আবার!
পিজা খাইয়া আইসাই লিখতে বইসিলাম
মজা পেলাম। সিগ্রাস এ এখণো যাই নি।
_____________________________
ত্রসরেণু অরণ্যে
_____________________________
টুইটার
ইমোটা আমারো ঠিক যুত লাগেনাই... ইমোটাতে একটু "হায় হায় ... হালায় কয় কী!" টাইপের একটা অবাক অবাক ভাব দিলে ভালো হইত মনে হয়... এইটাতে কেমন যেন "খামোশ...খাড়ায়া থাক... নাইলে কইলাম খায়ালামু!" টাইপের হুঙ্কার প্রতিধ্বনিত হইতাসে...
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
সবই ঠিক আছে
তবে মনে হয় ইমোটা চকির চিপায় ফাইসা গেছে
কিছুই তো পড়তে পারছিনা
আমাকেও কি "অতিথি সচল" করা যায় না (মডু'দের দৃষ্টি আকর্ষন করছি)!!
.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
যায় তো বটেই। আপনার নিবন্ধন নাম আর ইমেইল ঠিকানা জানান। ভয় নেই, প্রকাশিত হবে না।
হাঁটুপানির জলদস্যু
হাহাহাহা, কল্পনাতো নিজের সব লেখাতেই (আমার ধারনা) ইমেইল এড্রেস দেয়।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সেটাই আগে রীতি ছিলো। তবে এ নিয়েও গোলযোগ দেখা দেয়ায় আমরা এখন কোন একটা লেখায় অতিথি মন্তব্যে নিবন্ধিত ঠিকানার সাথে লেখকপ্রদত্ত ঠিকানা মিলিয়ে দেখি আরো কিছু প্যারামিটারের সাথে। বেহুলার বাসর তো, বুঝলেন না ?
ঠাঠা করে খালি হাসেন ক্যান ভ্যাম্পের মতো?
হাঁটুপানির জলদস্যু
আপনি নিয়ম ভেঙেছেন জনাব।
আপনাকে নতুন ইমো ব্যবহার করে বলতে হবে কসকীমমিন।
কস কী মমিন?
কী ব্লগার? ডরাইলা?
অনেক ধন্যবাদ হিমু ভাই অবশেষে আমাকে অতিথি সচল হওয়ার সুযোগ দেয়ার জন্য
আর লেখা পড়ে একসাথে ও
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
কস কী মমিন?!
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
তোষক ছাড়া চৌকিতে বাসর রাত?!
কস কী মমিন??!!
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
কাঠের খাটে বাসর রিস্কি মমিন !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
তিন নম্বরটা আগেই পড়েছি সংবাদপত্রে, চার নম্বরটা জটিলস্য হইছে ।
--------------------------------------------------------
আপনি সিরিজের ভূমিকাটা পড়ে নিন। এখানে যা আছে অধিকাংশই পত্রিকায় প্রকাশিত। ধন্যবাদ।
কোনও অভিযোগ করার জন্য বলিনি কথাটা। ভূমিকা পড়েই লেখাটা পড়া শুরু করেছিলাম।
--------------------------------------------------------
কস্কি মমিন এর ইমো দেয় কেমনে?
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
পোস্ট কো? খালি মন্তব্য দেখতে পাইতাসি
_______________
আমার নামের মধ্যে ১৩
_______________
আমার নামের মধ্যে ১৩
নতুন মন্তব্য করুন