• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

মাথাব্যথা মানে কী?

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: রবি, ০৭/১২/২০০৮ - ৬:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

"আমি চাই তুমি আমার ইচ্ছা পূরণ কর"- আদমকে ডেকে ঈশ্বর একদিন একথা বলেন ।
আদম বলে,"অবশ্যই প্রভু। আপনি আমাকে কী করতে ইচ্ছা করেন?"
"এখান থেকে ঢাল বেয়ে নিচে নেমে যাও"- ঈশ্বর জানান।
"ঢাল কী?"- প্রশ্ন আদমের। ঈশ্বর ব্যাখ্যা করেন। যোগ করেন, "ঢালের নিচে নদী পাবে, সেটা পার হও।"
আদমের প্রশ্ন, "নদী কী?"
নদী কী তা বুঝিয়ে ঈশ্বর বলেন, "নদীর ওপারে একটা পাহাড় পাবে। সেটা অতিক্রম কর।"
এবার প্রশ্ন, "পাহাড় কী?"
আবারো বুঝিয়ে বলতে হয় ঈশ্বরকে। তারপর বলেন, "পাহাড়ের অপর দিকে একটা গুহা দেখবে।"
গুহা সম্পর্কে আদমের কোন ধারণা নেই। তাই ঈশ্বর ধারণা দেন। এবং এও বলেন, "গুহায় এক নারী পাবে; তার নাম হাওয়া।"
আদমের জানত ত্রিভুবনে ঈশ্বর তাকে ভিন্ন কাউকে সৃষ্টি করেনি। তাই প্রশ্ন করে, "নারী কী?"
ঈশ্বর বিরক্ত হন না। হাওয়ার পরিচিতি দেন; সে সাথে তার আসল ইচ্ছাটা প্রকাশ করেন- "গুহার মধ্যে যাও, হাওয়ার সাথে মিলিত হও এবং আনন্দলাভ কর, সন্তান উৎপাদন কর।"
"সেটা কেমনে করে?", বোকার মতো জানতে চায় আদম।
ঈশ্বর এবারও বিরক্ত হন না। আনন্দলাভের বিষয়, কী করতে হবে তা বুঝিয়ে বলেন। আদম একটু ভয় পায়, ঈশ্বর তাকে অভয় দেন।
আদম সাহস সঞ্চয় করে গুহায় প্রবেশ করে। কিন্তু পরমূহুর্তেই দৌড়ে বের হয়ে আসে।
"আবার কী হলো।" বিরক্ত হন ঈশ্বর।
আদম জানতে চায়, "প্রভু, মাথাব্যথা মানে কী?"

এখান থেকে


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- আদমের তো ঈশ্বররে এতো প্রশ্ন করার দরকার ছিলো না। মাথা ব্যাথার কারণ জিজ্ঞেস করে জনৈক মহাজনরে জিগাইলেই (মতান্তরে একটা ইমেইল ঠুকে দিলেই) উদাহরণ সহ মাথা ব্যাথার প্রকারভেদ আর সমাধানের উপায় সচিত্র বর্ণনা করে ব্যাখ্যা জানিয়ে দিতো! ;)

এখন কেউ যদি জিজ্ঞেস করেন, আদমের আগে ইমেইল সংযোগ এই জনৈক মহাজন পাইলো ক্যামনে, তাইলে আমি কিছু কমু না। এই প্রশ্নের জবাব এক মাত্র মহাজনই দিতে পারবো। স্বয়ং ঈশ্বরের কাছেই এর জবাব নাই। :)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আলমগীর এর ছবি

হ ঠিক। মহাজনের ইমেইল ঠিকানাটা দিয়েন। আমারও জানা দরকার।

ধুসর গোধূলি এর ছবি

- মহাজন বিরাট কাবিল মানুষ। তার ইমেইল ঠিকানা জানেন না আপনে? হায় হায়, আপনের তো ফাসী হয়ে যাবে তাইলে! ফাসী আমারো হবে অবশ্য। কিন্তু কথা হইলো, কথা সেইটা না, আপনে মহাজনের ইমেইল ঠিকানা খোঁজেন ক্যান? আপনারো কি মাথাব্যাথা হইছে নাকি? :D
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অম্লান অভি এর ছবি

উপাখ্যান গুলো জানা ছিল। কিন্তু একটু নতুনত্ব পরিলক্ষিত হলো। ঈশ্বরের ভাগ্য ভালো মাথা ব্যাথা হয় না-তবে কি এই রমক ব্যবস্থার বর্ণনা করতে পারতেন।?। আর আমরা সেই মিথের ধারাবাহিকতা ধারণ করতে কি পারতাম।?।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

জ্বিনের বাদশা এর ছবি

মাথাব্যাথার টাইমিংয়ে একটু তাড়া পইড়া গেছে মনে হইলো ;)

@ধুগোর মন্তব্য,
জনৈক মহাজনের মাথাব্যাথানাশক তত্ব আর আলোচ্য পোস্টের মাথাব্যাথা মিলিয়া এক দারুন "ডিম আগে না মুরগী" সমস্যা সৃষ্টি করিবে বলিয়া প্রতিভাতঃ হইতেছে ;)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ভূঁতের বাচ্চা এর ছবি

হুম, মাথাব্যাথার উৎসটা না থাকলে হয়তো অর্ধেক গিয়াঞ্জাম কমেই যেত পৃথিবী থেকে।

--------------------------------------------------------

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহাহা :))
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

আলমগীর এর ছবি

এই গল্পটা পড়ে কী বুঝছেন বলেন তো। আর হঠাৎ করে আদম মাথা ব্যথা নিয়ে সমস্যায় পড়ল কেন?
:p

কুবের [অতিথি] এর ছবি

ব্যাথা নাকি ব্যথা ?

আলমগীর এর ছবি

ব্যথা মনে হয়। ধন্যবাদ।

মাহবুব লীলেন এর ছবি

আদম নিশ্চয় মুমুকে চিনতো'
না হলে এমন প্রশ্নগুলো তার মাথায় আসলো কী করে?

০২

মাথা ব্যাথা পাপের ফল
গুহায় ঢুকতে না ঢুকতে আদমের মনে কুচিন্তা এসছিল বলেই মাথা ব্যথা শুরু হয়
আমার মতো ভালো মানুষ হলে সে জানতোই না মাথা ব্যথা কারে বলে

কুবের [অতিথি] এর ছবি

লীলেন ভাই, মাথা ব্যথা তো সম্ভবত করছিলো হাওয়া বিবির। :P

মাহবুব লীলেন এর ছবি

হয় আপনেরে কইছে

তুলিরেখা এর ছবি

হাওয়াবিবি বলেছে-" এই ব্যাটা আদম,আদবলেহাজ কিসু জানস না? আমার বলে মাথাব্যথা করে, কোথায় কপাল টিপে দিবি, ঘাড় টিপে দিবি ! তা না ঘাউড়ায় জিগায় কপাল কি, ঘাড় কি? "
:-)
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রকৃতিপ্রেমিক এর ছবি

"প্রভু, মাথাব্যাথা মানে কী?"

প্রভু উত্তরে বললেন, 'কয়টা দিন অপেক্ষা কর আদম'।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

লিংকে ক্লিকাইলে পার্মিশন নাই দ্যাখায় ওস্তাদ :(
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

আলমগীর এর ছবি

God Said, "Adam, I Want you to do something for me."

Adam said, "Gladly, Lord, what do You want me to do?"

God said, "Go down into that valley."

Adam, who had not been around long, said, "What's a valley?"

God explained it to him. Then God said, "Cross the river."

Adam said, "What's a river?" !

God explained that to him, and then said, "Go over to the hill......."

Adam said, "What is a hill?"

So, God explained to Adam what a hill was. He told Adam, "On the other side of the hill you will find a cave"

Adam said, "What's a cave?"

After God explained, he said, "In the cave you will find a Woman."

Adam said, "What's a woman?"

So God explained that to him, too. Then, God said, "I want you to reproduce."

Adam said, "How do I do that?"

God muttered under his breath, "oy-vayy"! And then, just like everything else, God explained that to Adam, as well.

So, Adam goes down into the valley, across the river, and over the hill, into the cave, and finds the woman.

Then, in no time Adam was back.

God, his patience wearing thin, said angrily, "What is it now!?"

And Adam said, "What's a headache?"

আলমগীর এর ছবি

লিংকে ক্লিকাইলে পার্মিশন নাই দ্যাখায় ওস্তাদ

অনুবাদ খাইয়া মন ভরে না?
মাথাব্যথার উৎস জানতেই হবে ;)

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সেই হাবা মহাজন এমন এক পোস্ট দিছিলো, ঐটা পড়ার পরে আমার মাথা ব্যথা (চোখের উপরে কপালের দুইপাশে ব্যথা) করলে, কাউরে লজ্জায় বলতেও পারতাম না। আর সাইনাসের রোগীদের অবস্থা কী সেইটা কল্পনাও করতে পারি না...

মহাজন ছিলো এক জিনিশ।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আবার জিগায়, মাথাব্যথা শুনলেই আমার মহাজনের কথা মনে হয় ... আহারে বেচারা, রাগ কইরা কই যে গেল :(

এই সেই ক্লাসিক পোস্ট ...

ওইটার অনেক কমেন্ট মুছে গেছে, এইখানে রিপোস্ট আছে ...

আগে কি সুন্দর সব দিন ছিল :(
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

দ্রোহী এর ছবি

হেবোয় কইছিল, "যৌনাকাঙ্খাই মাথাব্যাথার মুল কারণ"।


কী ব্লগার? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

একটু সংশোধন মেম্বার সা'বঃ

"যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ"

আলমগীর এর ছবি

হাবিব মহার লেখা কিন্তুক আমি কিছু পড়ছিলাম।
বেশী গ্রস লাগছে :(

ধুসর গোধূলি এর ছবি

- আমিও হেবো'র নামে একটু বিচিং করতে চাই, আমাকেও সুযোগ দেওয়া হোক। কারণ শালা আমার কয়েকটা মন্তব্য হাপিস করে দিছিলো সেই ঐতিহাসিক পোস্টে। শালায় মানুষ না, পুরাই একটা হেবো। পাপারাৎসী লাগানো আছে, হের মাথাব্যথা হইলে কোন লালবাত্তি এলাকায় যায় সেইটা বাইর করার জন্য।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সবজান্তা এর ছবি

হেবো ভাই তো যতদূর মনে পড়ে, প্রভার বিরাট বড় ফ্যান ছিলো !


অলমিতি বিস্তারেণ

তুলিরেখা [অতিথি] এর ছবি

মাথাই নাই তার মাথাব্যথা!
:-?

ভূঁতের বাচ্চা এর ছবি

মাথা না থাকলেও ব্যথা থাকে জানতাম না !

--------------------------------------------------------

তুলিরেখা [অতিথি] এর ছবি

কবি এই অবস্থাকেই বলেছেন-
"তুমি নাই, তবু রহিয়া গিয়াছে তোমার বেদনা।" :-(
কোন্‌ কবি বলেছেন তা অবান্তর।

রণদীপম বসু এর ছবি

আরে সব্বোনাশ ! মাথাব্যথার যে গুপ্ত লিংকগুলা পাওয়া যাইতেছে, ব্যথা হইলে তো মাথাটাই কাইট্যা ফেলা নিরাপদ দেখতেছি !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।