ইংরেজী "হোয়াট দি ফ?ক" এর যুতসই বাংলা ধরা যাক, "কস কী মমিন!" নিউজ.কমের একটা বিভাগ হচ্ছে এই "কস কী মমিন"। যদিও তারা শিরোনাম "হোয়াট দি ফ?ক" বদলে রেখেছে "উইর্ড ট্রু ফ্রিক"। সেখান থেকে এবং আরো ভিন্ন উৎস থেকে সংগৃহীত খবরের সার নিয়ে সচলদের অনুরোধের প্রেক্ষিতে লেখা এ সিরিজ।
সতর্কতা: এ লেখায় স্থুল উপাদান আছে; অশ্লীলতাও থাকতে পারে। পড়তে হলে লগইন করতে হবে।
মন্তব্য
মন্দিয়া পড়াশুনা করেন। আপনার এই সিরিজ আরো কিছুদিন চললে বদ লোক হইয়া যাবো।
লেখায়![গুল্লি গুল্লি](http://www.sachalayatan.com/files/smileys/guli.gif)
আবার লিখবো হয়তো কোন দিন
আপনে এখনও ভাল লোক আছেন?![কস্কি মমিন! কস্কি মমিন!](http://www.sachalayatan.com/files/smileys/koskimomin-50.png)
- আপনে সৌরভ স্যাররে মমিন ডাকছেন?![কস্কি মমিন! কস্কি মমিন!](http://www.sachalayatan.com/files/smileys/koskimomin-50.png)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আলমগীর ভাই,![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
*****
আপনার ছাত্র-ছাত্রীদের মাঝে কেউ সচল কিনা দেখেন...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
তুমি কার কথা, কী বিষয় নিয়া কথা কইতেছ?
সিরিজ তো বন কইরা দিলাম।
এইভাবে পাঠকদের গাছে তুলে মই কেড়ে নেয়ার তীব্র পেতিবাদ জানাই...![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আস্তা গ ফের উল্লাহ!
কী হইছে দাদা?
কিছুই হয় নাইগো দাদা! মুলাবাদীগো মুলা দেখাইয়া পড়বার চাই আরকি!
কী কন!
সবাইরে এরকম মমিন-ভক্ত বানায়ে ৩ মাসের জন্য ডুব দিবেন?
ভদ্দরনোকেরা উইকএন্ড নাকি কি যেন বলে, ওগুলা পাবেন না? ধরেন, ঐ উইকেন্ডের ৭ ঘন্টা ঘুমটা ৬ ঘন্টা করলেন, তার বিনিময়ে 'একটা মমিন' দিবেন...। পার্বেন্না?
_
'মমিন'স ফ্যান কিলাব'এর লোকজন কৈ? এক হও লড়াই করো। মমিন ভাইয়ের কিছু হলে, পিজা খাবো দলে দলে...
এক কাজ করেন: ৪নংটা দিয়া একটা স্কিট বানান। হিমু, ধূগো, আর দ্রোহী হবে তিন ট্রাক চালক। কে কোন পুলা নিবে নিজেরা স্যাবাস্ত করুক।
ততদিনে ব্যাক করতে পারব।
আমিও পিজা খাবো...![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
এক দফা এক দাবি
সপ্তায় সপ্তায় মমিন্দিবি
পোয়েটিক তুইতোকারি। অবশ্যমার্জনীয়।
হাঁটুপানির জলদস্যু
একদফা এক দাবী
পড়াশোনায় মন দিবি।
কস কী মমিন?
(ইহাও পোয়েটিক তুই-তোকারি!)
এই ইমোটিকনটা পছন্দ হয় নাই।
কী ব্লগার? ডরাইলা?
ভাল্লাগছে... আগেরগুলার মতই...
একখান আরজ... তিন মাস পর খিয়াল কইরা সিরিজটা চালু কইরেন... ভুইলা যাইয়েন না...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
ততদিনে বাইচা থাকলে তো। থিসিস লেখতে গিয়া কতজনের তার ছিঁড়ে!
ব্যাপারনা... কত ছিঁড়া তার জোড়া লাগাইলাম... আপ্নেরটা দরকার হইলে রিপ্লেস কইরা দিমু... খালি আওয়াজ দিয়েন... তারপরো ভুইলেননা...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
"কস কী মমিন" তিনমাসের জন্য বন্ধ!!!!!!!!!
কস কী মমিন!
কী ব্লগার? ডরাইলা?
মমিন মিয়া নিজে কয় মাস ধইরা অফ হিসাব আছে?
ধুগো খেলতে না পাইরা ফর্মই হারায়া ফেলতেছে।
- ঠিক। খেলোয়াড় চলে গেছে খেলবে কার সাথে! (এইটা মেম্বরের শালীরে উদ্দেশ্য কইরা)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বসেরা কী আমারে কইলেন?
ধুগোর খেলোয়াড়ের অভাব নাই। শুনলাম অতলান্তিকের এইপাড় থেকে কিডায় জানি ঈদ মোবারক কয়!!!!!!!!!!!!!!!!!!!
কী ব্লগার? ডরাইলা?
লগ ইনের ঝামেলা তুইল্লা দেয়া যায় না দাদা ?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আপনের এগুলা পড়ার কী দরকার?
![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
আর পড়ছেন পড়ছেন, কমেন্ট করার কী কাম?
রেস্ট্রিকশন তোলা যাবে না।
আমি এখানে লিংগ বৈষম্যের শিকার হচ্ছি????
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দিদিমণি
আমি নিউমার্কেটে হান্ডিপাতিল বেচি না যে লাত্থি মাইরা ভাইঙ্গা ফেলার হুমকি দিবেন।
পড়ার আগে লগইন কইরা নিবেন, স্বাস্থ্য ভাল থাকবে। এতে সমস্যা তো দেখি না।
ও দাদাভাই গোস্বা খান কেন? আমি ভালো কথা বল্লেও লোকে রাগ করে, কই যাইতাম? ইজি করতে কইলাম সাধারন জনগনের জন্যে, আর কি? এইতো নাকি?
যান হাড়ি পাতিল ভাংগব না, টান মেরে খাতা ছিড়ে দিবো, ঠিকাছে?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
মজা পাইলাম।
--------------------------------------------------------
![](http://www.sachalayatan.com/files/images/juddho2.thumbnail_0.jpg)
প্লেনে থাকা অবস্থায় ভুলে জিপার খুলা থাকলেও যেন হাত না যায়।![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
আপনেও এসব পড়েন!![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
এই কৌতুকটা ভালো লাগে নাই... এছাড়া আর সবই ভালো লাগছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এইটারে কৌতুক মনে করছেন? দাঁড়ান তাইলে একটা কৌতুক শোনাই।
দুই বদশাইশ পোলা পড়াশোনা করে না, মাস্টার রাখা হইছে অংক শেখার জন্য; এরা অংকও করবে না। মাস্টারে একদিন টেকনিক কইরা, একটারে সবরি (পেয়রা) গাছে তুলে দিছে, কইছে একটা কইরা সবরি ছিড়া ফিকা মারতে। আরেকটারে কইছে নিচে দাঁড়াইয়া কুড়াইতে।
দুই-তিনটা ফিকা মারছে, এই সময় নিচে থাকা বদটা কয়, ভাইরে আর সবরি ছিঁড়িস না। মাস্টার আমাগো অংক শিখায়া ফেলতাছে!
আপনেরা আমারে দিয়া ফালতু কৌতুকগুলা লেখায়া নেন, আর আমার সুনামের হানি হয়। এটা চলবে না।
ঠিকাছে... আমরা আপনার সুনামের বিজ্ঞাপন করবো... তবু এইসব অধম আমাদের জন্য ফালতু কৌতুকগুলো দিয়েন... আপনি মহানুভব...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তিনমাসের লেইগা বন্ধ ??? কস কী মমিন !!!
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কৌতুকটা ভালো লাগে নাই। পড়লেখা শেষ করেন ঠিকঠাক। শুভকামনা রইল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- বোনাস কৌতুকটা শুনছিলাম আইএসএসবিতে, তৃতীয় দিন রাইতে। পুলাপান যে আমার চাইতেও খাইষ্টা হইতে পারে, ঐটা সেদিন টের পাইছিলাম।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হায় হায়!! তিন মাস বন্ধ!!
কস্কী মমিন!!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
নতুন মন্তব্য করুন