• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

কস কী মমিন! - ০৬

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: বুধ, ০৭/০১/২০০৯ - ৭:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইংরেজী "হোয়াট দি ফ?ক" এর যুতসই বাংলা ধরা যাক, "কস কী মমিন!" নিউজ.কমের একটা বিভাগ হচ্ছে এই "কস কী মমিন"। সেখান থেকে এবং আরো ভিন্ন উৎস থেকে সংগৃহীত খবরের সার নিয়ে লেখা এ সিরিজ। ফাতরা কথা পড়তে যত আরাম লাগে, পাড়তে তত না। তারপরও নিলাম ঝুঁকি, দেখতে চাইলে মাউস টিপে, দিয়েন একটা উঁকি।

সতর্কতা: এ লেখার বিষয়বস্তু স্থূল, অশ্লীল কথাও আছে। পড়ার জন্য লগইন করতে হবে। লেখা/অংশ রেফারেন্স/কোটেশন হিসাবে উল্লেখ করা যাবে না।



মন্তব্য

তানিয়া এর ছবি

=)) =))

রণদীপম বসু এর ছবি

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আলমগীর এর ছবি

রণদা
এই ইমো কই পাইলেন? ভাল এবং উপযুক্ত লাগতেছে।

রণদীপম বসু এর ছবি

ইমোটা বানিয়েছে আমাদের সচল এনকিদু। এবং তা নাকি সচলে সাবমিটও করেছে। যদিও সে এই ইমো দিয়া আমারে ডুবাইছে ! তবু ভীষণ মজা পাইছি আমি। এনকিদু আমাকে মেইল করেছে। আমি আবার ফেইস বুকে সচলাড্ডা এলবামে তুলে রেখেছি। সেই লিঙ্কই ব্যবহার করলাম।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অভ্রনীল এর ছবি

কদু ভাইরে ইমোর জন্য (y)
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

আলমগীর এর ছবি

এইটা আপনারই যে ছবি তাতো খেয়াল করিনি!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চলুক।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আলমগীর এর ছবি

ইসরায়েল ট্রুসে এসছে বলে ব্যালান্স করার জন্য নতুন একটা যোগ করা হলো হিটলার নিয়ে।

নিবিড় এর ছবি

(চলুক)
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অভ্রনীল এর ছবি

'রাবার'টা বেশি জটিল হইসে...

আপনার না ফরীক্ষা... তিন মাস এই সিরিজ আটকায় রাখবেন কইসিলেন!! যাই হোক সিরিজখান ফিরৎ আইসে তাতেই এই নাদান খুশি...

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

কল্পনা আক্তার এর ছবি

=)) =))

...........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

বিপ্রতীপ এর ছবি

রাবারেরটাই বেশি জমছে... :D
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

দ্রোহী এর ছবি

আপনে মিয়া খুব খ্রাপ!!!!!!!!!!!!! :D

ওবামা ইজ নেইলিন প্যালিন দেখতে হবে!!!!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমিও খ্রাপ হইতে চাই। ইয়ুটুবে সামান্য দেখলাম মনভর্লো না। ;(

দ্রোহী এর ছবি

হ। আমারও....

প্যালিন কিন্তু দেখতে আসল প্যালিনের মতই!

আলমগীর এর ছবি

টরেন্টে থাকতে পারে। বিশেষ আইডিয়া নাই।

দ্রোহী এর ছবি

আগে কন MD5 Hash থেকে File Info বের করার জন্য কোন সফটঅয়্যার ব্যবহার করবো? গুগোল থেকে কিছু পেলাম না।

আলমগীর এর ছবি

md5 ওয়ান-ওয়ে/এসিমেট্রিক। উল্টানো যায় না।

খেকশিয়াল এর ছবি

হ!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সাইফ তাহসিন এর ছবি

বস, দেখসি, আগেরটা ভালো হইছিল, পরেরটা ভালো হয় নাই, আপ্নারা কইলে রিভিউ দিতাম ফারি =)) ;)

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মাহবুব লীলেন এর ছবি

পরীক্ষার জন্য আবার কলমের মাথায় রাবার লাগাইয়েন না

শামীম এর ছবি

(মমিন)


(এনকিদুর ছবিটাকেই একটু GIMP দিয়ে রিটাচ করা হল)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অতিথি লেখক এর ছবি

অতিথি মবিনগো দেখনের উপায় নাই দেহি

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

আপ্নেও খুব খ্রাপ!!!!!!!!!!!!

দ্রোহী এর ছবি

রাবারের কথা কন! :o

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

ক্যামনে শুনলাম? হিমুর মত তাড়াতাড়ি বিয়া করেন, আপনেও বুঝবেন!

সৌরভ এর ছবি

সবাই দেখি খ্রাপ। আমিই শুধু ভালু ছেলে।


আবার লিখবো হয়তো কোন দিন

ভূঁতের বাচ্চা এর ছবি

এইবার মনেহয় জগত-সংসার গোল্লায় গেল রে !!!

-------------------------------------

--------------------------------------------------------

ধুসর গোধূলি এর ছবি

- বিবাহের সংবাদ দেন, তারপর ঠিক করুম আপনে ভালু নাকি খ্রাপ! মনে রাইখেন বিবাহ কইরা রাইখা আসলে কইলাম আপনের সদস্যপদ খারিজ জা-কা-জা পরিষদ থাইকা। খুব খিয়াল কইলাম! ;)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সবজান্তা এর ছবি

বস এই সুযোগ। এই খ্রাপ ছেলেকে বাইর কইরা দেন। আমি এই পরিষদের নাম লিখাইতে চাই, পরিষদের নাম হবে ঢা-কা-জা পরিষদ। আপনারা গ্রীন সিগন্যাল দিলে আমি ঢাকা থিকা ইলেকশনের জন্য প্রস্তুত।


অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি

- হেহ হেহ হেহ
জা-কা-জা তে ঢুকতে চায় পাবলিক! :))

মিয়া, ইলেকশন পরে, আগে কন কালেকশনে কয়জনের কয়টা শালী আছে! জা-কা-জা'র ইন্টেল ক্যাপাবিলিটি সম্পর্কে কোনো আইডিয়া আছে বস আপনের? এই পরিষদের নখদর্পনে আছে কার কয়টা স্বনাম-বেনাম, আগত-অনাগত, আপন-পর শ্যালী বিদ্যমান।

অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জাপানের বিষণ্ণ বালকরে বাদ দিয়া পরে ফান্দে পড়ি আরকি! এই ব্যাটা যদি পরে মেম্বরের পরিষদে যোগ দিয়া দেয় তাইলে? (চিন্তিত)

তবে আপনের ব্যাপারটা মজলিশে শূরার নেক্সট মিটিংএ তোলা হবে। তার আগে আপনে প্রমাণাদি ছাড়েন। কী কী আছে আপনের কাবার্ডে! ;)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

হায়রে গমচোরা! আমারে খালি বাটে ফালানোর তালে থাকে!!!!!!!!!!!!

দ্রোহী এর ছবি

হোই মিয়া!! আয়না'তো মেয়েদের নাম! কতা কই আপ্নের লগে আর আপনে এইখানে মেয়ে পাইলেন কই?

ধুসর গোধূলি এর ছবি

- এইত্তা কৈয়া লাভ আছে মেম্বর?

পদবী আপনের, আর গম চুরি করবো আরেকজন? মিয়া, স্বীকার করেন। আপনে কি মহিলা আসনের মেম্বর নাকি?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

হায়রে দুনিয়া!! গম চুরি করেন আপনে আর দোষ দেন আমার নামে!!! :o :o :o :o

সবজান্তা এর ছবি

আপাতত গোটা পনের শালীর আশ্বাস পেয়েছি। আর শালী লাগবে না, আমার এম-এস-এন কন্টাক্টে যত মেয়ে আছে, কথা বলতে বলতে আপনার আরো কয়েক বছর লেগে যাবে।

প্রতিষ্ঠাতে সদস্যের কথা কন ? বুঝেন না, একটা মানুষ কখন জাপান দেশ ছাইড়া বাংলাদেশে আইসা বইসা থাকে ? তার কি মেম্বর পার্টিতে যোগ দেওনের বাকি আছে মনে করেন ?


অলমিতি বিস্তারেণ

দ্রোহী এর ছবি

এই যে মশাই। আপনার হাই কমান্ডের সাথে আমার ভালো খাতির আছে এটা নিশ্চয়ই ভুলে যাননি। এইটা কইলাম একটা থ্রেট!!!!!!!!!!

সবজান্তা এর ছবি

ঢা-কা-জা পরিষদের হৈলেও হইতে পারি সদস্য হিসাবে আমি আপনার মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।

মাননীয় স্পীকার, অবিলম্বে মেম্বরসাবের বক্তব্য এক্সপাঞ্জ করার অনুরোধ জানাচ্ছি।

( নিজের সাক্ষরটারে অস্পষ্ট করার প্রক্রিয়া চলতেছে )


অলমিতি বিস্তারেণ

ভূঁতের বাচ্চা এর ছবি

সবগুলো পড়েই মজা পেলাম।
অন্ধ বুড়ার ঝাড়ি শুনে আমি তো টাসকি খাইয়া গেসি।

-------------------------------------------

--------------------------------------------------------

পান্থ রহমান রেজা এর ছবি

ব্যাপক হৈছে। (Y)

আলমগীর এর ছবি

এ লেখাটায় যিনি এক ভোট দিয়েছেন তার কাছে একটা মন্তব্য আশা করছি। (নাম প্রকাশ না করে অতিথি হিসাবে দিলেও চলবে)। কেন লেখাটা ভাল লাগেনি, বা লেখাটার কোন অংশটা সুবিধার হয়নি- এটা জানতে আগ্রহী।

ধুসর গোধূলি এর ছবি
অছ্যুৎ বলাই এর ছবি

৫ নম্বরটা বেস্ট।
পুরা

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অনিশ্চিত এর ছবি

শব্দদূষণ এবং জনসংখ্যা দূষণ- দুটোর সমাধানই রাবার!
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

নামহীন [অতিথি] এর ছবি

আমরা হল্যাম গিয়্যা অভাগা উতিতি, তাই ন্যা?

...নামহীন

আলমগীর এর ছবি

নাম রেজি করে নিন, দেখতে পারবনে।
রেজি করে থাকলে, মডু কাউকে মেসেজ দিন, সমাধান পাবেন।

আশাহত এর ছবি

ভাই... আমরা লেখালেখি করে অভ্যস্ত না, মানে লেখার হাত নাই, তাই লিখতে পারিনা..... সে অপরাধে এই যে পড়ার আনন্দ থেকেও বঞ্চিত রাখছেন, তাতে কি আপনাদের মনে একটুও দয়া হয়না ?!!

আলমগীর ভায়া... একটু দয়া দেখাও না প্লিজজ।

মন্তব্য গুলো পড়ে এখন লেখাটা পড়ার আগ্রহ এত বেড়েছে যে না পড়তে পারলে আজ রাতটা বোধহয় নির্ঘুম কাটবে!!

আলমগীর এর ছবি

নাম রেজি করে নিন, দেখতে পারবনে।
আপনার আফসোসটা বুঝি, কিন্তু এটা বিশ্বাস করুন সঙ্গত কারণেই পড়ার সুযোগ সীমিত করে রাখা হয়েছে।

কল্যাণ এর ছবি

অবিচার!! কস কী সিরিজের ১ নাম্বারটা নাই, আর ৫ নাম্বারটা বাদে কোনটার মূল পোস্টে কিচ্ছু দেখতে পাই না =((

_______________
আমার নামের মধ্যে ১৩

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।