এটা একটা ব্যক্তিগত বিষাদ ক্লিষ্ট পোস্ট, অনেক উপাদানই যার গোপন। এর কোন আকার বিকার বা প্রতিকার নেই, অনেকটা চলছে-চলবে অবস্থা। কেউ পড়ে মন খারাপ করবেন না যেন। ভাল কথা, কেবল একটা করে অনুচ্ছেদ পড়তে হবে; পড়ার জন্য অনুচ্ছদের উপর মাউস রাখতে হবে। কোন কিছু লুকানোর একটা চেষ্টা বলা যায়।
রাত জাগি বলে কোন রাতেই ভোরের অপেক্ষা করি না। কখন বিছানায় গা এলাবো তারও ঠিক থাকে না। টুক-টাক কাজ, জিটকে এর ওর সাথে আলাপ করে সময় চলে যায়। বিছানায় শুয়ে ঘুমেরও অপেক্ষা করি না। আর অপেক্ষা করি না বলে, সূর্যও সকাল হওয়ার অপেক্ষা করে না। মেয়েটা কখন ওঠে, মার সাথে বাদ-বিবাদ সেরে স্কুলের বাস ধরে তারও কোন খবর জানি না। যখন ঘুমে মগ্ন, কখন বেলা দুপুর হয়ে যায় তাও টের পাই না।
ঘুম ভেঙে নাস্তার অপেক্ষা কী করব, তার আগেই নাস্তা যিনি দিবেন তিনি অপেক্ষা করে বসে থাকেন। নাস্তা করে থম ধরে কীসের যেন অপেক্ষায় থাকি। খবরের কাগজ পড়ি, বিনোদন পাতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে। বাংলা ব্লগ সাইট ঘুরি। এর ওর লেখা পড়ি। কী যেন খুঁজি। একটা গান শোনা যাক। কী গান? প্রায় ১৫হাজার গানের মধ্যে যেটা ভাল লাগবে সেটা খুঁজি। কেমনে করে যেন মেয়ের ফেরার সময় হয়ে যায়। বাস থেকে নেমেই প্রশ্নের অপেক্ষায় থাকি। মা কোথায়? আমার তো মনে হয় ঘরেই আছে। তোমার জন্য অপেক্ষা করছে।
সবচেয়ে সস্তা নেটের কানেকশন। পাবার কথা অন্তত ১০/১২ মেগা বিপিএস; পাই ৪/৫। ফোন বিহীন এই নগ্ন নেটের লাইন বেশ ভালই চলছিল। হঠাৎ করে বিগড়ে গেল। গত সপ্তাহ তাই নেট ঠিক হওয়ার অপেক্ষায় ছিলাম। দুইটা টিভি সিরিজের খুব ভক্ত: বিগ ব্যাং থিওরি আর টু এন্ড এ হাফ মেন। টিভিতে দেখায়, কিন্তু সময় করে দেখে উঠতে পারি না। নেট থেকে নামাই। নেট ধীর থাকায় এটা বন্ধ হয়ে গেল। সপ্তাহ খানেক মেইল চালাচালি আর গুঁতাগুঁতির পর শেষমেষ নতুন মোডেম কিনে সমস্যার আপাত একটা কিনারা হল। এখন বেশ কিছু ডাউনলোড সমাপ্ত হবার অপেক্ষায়।
পৃথিবী জুড়ে কী হচ্ছে কেউ জানে না। তলা দেখার জন্য সবাই অপেক্ষা করছে। সবাই এক ছাতার তলে কেমনে করে বাঁচবে সে জ্ঞান কোনদিনই হবে না। তাই এসব বোঝার অপেক্ষায় থাকার মানে নেই। তবু একথা তো ঠিক "মুরগী ছালুন দিয়া ভাত খাইতে আরাম নাগে"।
সন্ধ্যা হয় বেশ দেরীতে। গরম কাল হলেও হুট হাট করে শীত লাগে। কদিন আগেই না ৪৫ গেল, দাবানলে শত মানুষ মারা গেল! চেয়ারে বসি, হেলান দিয়ে। এপাশ ওপাশ করে আবার নেট গুঁতাই। কারো কোন মেইল, খোমাখাতার লাল চতুর্ভুজ? আবার আরেকটা রাত শুরু হয়। কত কাজ শেষ করতে হবে। তারপরে কী হবে? কিসের যেন অপেক্ষায় থাকি।
মন্তব্য
কি তামসা!! লেখা পইড়া মন খারাপ করার চান্সই পাইলাম না খালি দেহি মাউস নিলে লেখা আসে
কি তাজ্জব ব্যাপার এইডাই দেখতাছি
মেঘের পরে
মেঘের কথকতা
তাজ্জব কান্ড!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
আমার তো হেব্বি মজা লাগলো।
লেখার বিষন্নতায় ডুবি নাই। কারিগরিতেই কাইত...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কীভাবে করলেন এই কাজটা? শিখায়ে দেন, আমিও এভাবে লিখতে চাই।
====
লেখার ব্যাপারে, এই বিষণ্ণতা কাটানোর জন্যে একটা 'ঝটকা' দরকার আপনার, নাহলে আর কিছুদিনের মধ্যেই শিকড় গজিয়ে যাবে!
যেসব সাইটে ফুল হেইচটিএমএল সাপোর্ট করে কেবল সেসব সাইটেই ব্যবহার করা যাবে।
< p> ও < /p> ট্যাগদুটো দ্রুপাল বাড়তি যোগ করেছে।
আরে বেশ মজা তো ..... আমি মাঝে মাঝে পিচ্চিবাবুদের সাথে মলে এই খেলা খেলি আজকে লেখার মাঝে কি ভাবে "পিকাবু" খেলতে হয় তা আপনি দেখিয়ে দিলেন
আপনার মনে হয় পিএইচডির থিসিস জমা দেবার সময় ঘনিয়ে আসছে (একি রকম সময় পার করছি কিনা)
আপনার মনে হওয়া ঠিক আছে।
আমার নীচের কমেন্টও মাউস রেখে পড়া লাকপে
"খোমাখাতার লাল চতুর্ভূজ"- ভালই নাম দিছেন। তয় "চতুর্ভূজ" বানান 'চতুর্ভুজ' হবে। হে হে, আপনার কাছ থিকা কিছু পয়েন্ট কামাইলাম।
ভাল সতর্ক ছিলাম আজকে বানানের ব্যাপারে। তাও একটা মিস করলাম দেখছি। আপনি এক পয়েন্ট পেলেন আমার থেকে। হিসাব রাখবেন, প্রতিটা বানান ভুল ধরলে এক পয়েন্ট
কি তামশা দেখাইলেন ভাইজান... টিপি দিয়া দিয়া পড়তে হয়, আজব কারবার!
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আরে এইটা কেম্নে করলেন শিখার উপায় কি
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
উপরে একটা মন্তব্যে বলেছি।
লেখার ধরনটা তো ভাল লেগেছেই, সাথে লেখাও ভাল লেগেছে। টিভি শো যদি কমের মধ্যে দেখতে চান, তাহলে সার্ফ-দ্য-চ্যানেল ঘেঁটে দেখেন।
তুমি তো দেখি বিষাদভক্ত ছেলে! কষ্টের লেখা ভাল লাগবে ক্যান? সার্ফ দ্যা চ্যানেল কী ডাউনলোড করতে দেয়?
তাজ্জব লেকছেন ভাইডি...।
কী চমতকার দেখা গেলো !!
আমি এই অবস্থার মধ্যে দিয়ে নিয়মিত যাই, ধস্তাধস্তি করে একটু নিজেরে টেনে তুলি আবার পরে যাই। আপনার অবস্থাটা জানি। এই রোজ দিনের রান্না বাটি খেলার অবসাদ আর তার পরের অপেক্ষায় থাকা। কিন্তু সে তারপরটা কি?
আমার স্বামী প্রায়ই তার বৈজ্ঞানিক বিদ্যা আমার উপর ফলাইতে আসে, ঝাড়ি দেই বিদ্যা ফলাও। আপনারও দেখি বিদ্যা ফলানোর অভ্যাসটা তেব্র
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
-
রঙ ঢং বদলানোর চেষ্টা করলাম কিন্তু সফলকাম হইতে পারলাম না জনাব। তাই আপনের বর্তমান সময়ে রঙ-ঢং কিছুই আনতে পারলাম না। তো আর কী, অপেক্ষাই করতে থাকেন। যদিও আমার একখানা বুদ্ধি আছে, কিন্তু দিবার সাহসে কুলায় না। দ্রোহী মেম্বররে দিছিলাম, বেচারা তার্পর থেকেই মাইর খেয়ে হাসপাতালে দৌড়ায় খালি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
- ধুরো, কমেন্টে লাল-সবুজ রং মারতে গিয়া তো দেখি সব গোপন লেখাই ভচকায়ে দিলাম
আর ধৈর্য্য নাই ঠিক করার।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এডা পিডা যে দিমু না, অক্করে...
-
আমার কী দুষ? আমি চাইলাম লেখা দিয়া লাল সবুজ পতাকা বানাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কী মুশকিল, আলমগীর! আপনি তো মনে হচ্ছে বব মারলী'র অনুরাগী, তো নাহয় তার গান শুনেই একটু পজিটিভ ভাব আনুন না? চলতে থাকে তো অনেক কিছুই, তো?
আমাকে এই সেদিনই একজন 'বিগ ব্যাং থিওরি'র কথা বললো। দেখতে হবে
বিশেষ অনুরাগী টনুরাগী কিছু না। ছবি একটা দিতে হবে, তাই দিছি।
দ্যাখেন, তবে দেখার পর পদার্থবিদদের থেকে সাবধান
কম্পু কানা মানুষ। কেউ হাতে-কলমে না শেখাইলে জন্মেও এই লুকানো বিদ্যা আয়ত্ত্ব করতে পারবো না।
মন খারাপ থাকলে "চোখ টিপি মারা লেখা" দিতে হয় ... ... ... ...
থিসিস জমা দেয়ার আগের সময়টা এসব ব্যাপারে মস্তিষ্ক সবচেয়ে ক্রিয়েটিভ থাকে ... ... সাধারণত ৩য় দফায় থিসিসের ড্রাফট শুদ্ধকরণে আবার অরিজিনাল ভার্সানে ফেরৎ যায় ... ... কিন্তু কিছু করার নাই; তারপরেও প্রফেসর খুশি হয় না।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ইসসসস আপনার কত সুখ, কত আরাম, ইচ্ছা মতন ঘুমান জাগেন নাস্তা খান পেপার পড়েন আপনার থিসিস জমা কবে?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
স্মাইলি গুলান দেখি লুকানো যায়না।
মজা পাইসি। ফর্মুলাটা চুরি করলাম ভাইয়া !
-----------------------
--------------------------------------------------------
হায় আল্লাহ্ হায় আল্লাহ্ হায় আল্লাহ্! এইটা চরম ফাজলামি একটা মজার জিনিস, হায় আল্লাহ্ আমি কি খ্যাত মাইক্রোসফট কিডস টক ইট নামে একটা সফটওয়ারের পর ব হুকাল এইরম মজা আর কিছুতে পাইনাই, হায় আল্লাহ্ হায় আল্লাহ্ হায় আল্লাহ্ দারুণ মজার জিনিস তো রে হায় আল্লাহ্ হায় আল্লাহ্ হায় আল্লাহ্ -- -- --
আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??
ওরে। এতো চালু জিনিস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
দেখি তো আমি পারি নাকি?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হা হা হা হা... দারুণ মজা তো... আমি কপি পেস্ট করেই দেখি কামিয়াব হয়ে গেছি। এইটা রেখে দিলাম।
তবে আমি কিন্তু প্যারায় মাউস রেখে পড়ি নাই। Ctrl+A চাপলেই সব ফকফকা...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অসদুপায় অবলম্বনের দায়ে আপনার "কম্পু-কানা" সার্টিফিকেট বাতিল করা হলো। এরপর থেকে আর কোন পোস্টে নিজেকে কম্পু-কানা দাবী করতে পারবেন না।
সিসি: সবজান্তা, এনকিদু, প্রহরী।
গোপনে আর কী লিখমু। পদ্ধতিটা দারুণ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
নতুন মন্তব্য করুন