সম্প্রতি facebook.com.bd সাইটটি নজরে এসেছে। ডোমেইন নামে এবং দেখতে অবিশ্বাস্য রূপে ফেসবুকের মতো মনে হলেও এ সাইটটি ফেসবুকের সাথে কোনভাবেই সম্পৃক্ত নয়। আসল ফেসবুক মনে করে সেখানে লগইন করতে গেলে পাসওয়ার্ড খুয়ানো বা একাউন্ট চুরি যাওয়ার সম্ভাবনা আছে।
এদের লগইন পেজের গুগল পেজর্যাংক ৮/১০, বোঝা যাচ্ছে গুগলও ঘোল খেয়েছে।
ফেসবুক ছাড়াও হটমেইল (hotmail.com.bd), লাইভ (live.com.bd) মেইল ডোমেইনে সাইট এসেছে যেগুলো মাইক্রোসফটের সাথে যুক্ত নয়। এদের প্রথমটি ডিসক্লেইমার দিলেও পরেরটি দেয়নি। পেজর্যাংক 4 দেখেও এটাকে আসল সাইট মনে হতে পারে।
আপাত নিরীহ এসব সাইট কারা করেছে, তাদের উদ্দেশ্য কী তা পুরো জানা না গেলেও কিছুটা অনুমান করা যায়। সতর্কতা হিসাবে এসব সাইট থেকে যত দূরে থাকা যায় তত ভালো।
মন্তব্য
আমি দেখেছি মেইল পেয়েছি এবং দূরে থেকেছি :)
আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??
আপনার লগইন এবং পাসওয়ার্ড গোপন মেসেজে পাঠান, একাউন্টে সব ঠিক আছে কিনা যাচাই করে দিব।
চুরির জন্য অনেক পুরনো কিন্তু কার্যকরী উপায় এটা।
কী কান্ড!!!
আচ্ছা, এই যে এরা ফেসবুকের চেহারা মেরে দিলো - মানুষের ইউজার নেইম পাসওয়ার্ড চুরির সম্ভবনা আছে;
এইটা জানায়ে কোথাও অভিযোগ করা যায় না?
ইস্কিপ কিডিদের কাম এটা
বাংলাদেশে ডোমেইন নাম রেজির নিয়মে এধরনের ডোমেইন যে কেউ রেজি করতে পারে। মাল্টিন্যাশনালগুলো ইচ্ছে করলে প্রতিকার চাইতে পারে। তবে, ধাহানির চেয়ে চাহানি বেশী হয়ে যাবে তাদের জন্য।
ফেসবুক বিরহে আছি।
তাইলে কইলাম কিছু একটা মিস করছেন
আলমগীর ভাই আবার এসে গেছেন? গুড।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
কপিরাইট © ফেইসবুক বাংলাদেশ টিম এবং নগর বালক টিম
http://www.nogorbalok.com/index.php
এনারা কারা আছেন ?
নগরবালক স্কুলের ছেলেপেলেদের একটা গ্রুপ।
হুইজ তথ্য:
http://www.whois.com.bd/?dom=facebook&ext=com.bd&=WHOIS
সতর্কীকরণের জন্যে অশেষ ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ধন্যবাদ গুরুত্বর্পূর্ণ বিষয়টা জানানোর জন্য। ইতোমধ্যে ধরা খেয়েছি কিনা কে জানে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দুনিয়াজুড়া পচুর গিয়াঞ্জাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সর্বনাশ!!! শেষ পর্যন্ত আমাদের ঘাড়ে পাসোয়ার্ড চুরির দোষ আলমগীর ভাইয়া, আপনার ধারনাইয় সামান্য একটু ভূল আছে। আমরা যে গুগলকেও ঘোল খাইয়েছি আমরা আসলেই জানতাম না। ডোমেইনটা আমাদের পরিচিত এক ভাইয়া অনেক দিন যাবৎ আটকে রেখেছে, তো আমরা কিছুটা চেষ্টা করে একটি স্ক্রিপ্ট ব্যাবহার করে বাংলা ফেইসবুক নিয়ে কাজ শুরু করি। তবে সেটা এখন আর নেই। আমরা এখন আর কাজ করি না ফেইসবুক বিডি নিয়ে
তবে নগর বালক এখন একটি পূর্নাংগ সামাজিক ওয়েবসাইট http://www.nogorbalok.com এখানে যোগ গিতে পারেন
নতুন মন্তব্য করুন