কস কী মমিন! - ০৯

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ১১:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইংরেজী "হোয়াট দি ফ?ক" এর যুতসই বাংলা ধরা যাক, "কস কী মমিন!" নিউজ.কমের একটা বিভাগ হচ্ছে এই "কস কী মমিন"। সেখান থেকে এবং আরো ভিন্ন উৎস থেকে সংগৃহীত খবরের সার নিয়ে লেখা এ সিরিজ।

সতর্কতা: এ লেখার বিষয়বস্তু স্থূল, অশ্লীল কথাও আছে। পড়ার জন্য লগইন করতে হবে। লেখা/অংশ রেফারেন্স/কোটেশন হিসাবে কোথাও উল্লেখ করা যাবে না। উল্লেখিত ঘটনার সাথে অন্য কোন ঘটনার সাদৃশ্যও নাই।


মন্তব্য

সবজান্তা এর ছবি

লেখা যথারীতি অন্যান্য কস্কী মমিনের মতোই উপাদেয়।

কিন্তু আলমগীর ভাই, আমি সত্যি বুঝলাম না, শেষের এই অসম্ভব বর্বর এবং বর্বর কাজটা কীভাবে কৌতুক হতে পারে...

আমি অনেকভাবে বুঝতে চেষ্টা করলাম, পুরো ব্যাপারটার মধ্যে আমি তো বুঝতে পারিই নি, অন্য কেউ ঠিক কী চিন্তা করলে কৌতুক ভাবতে পারে সেটাও বুঝতে পারি নি...

একটু খোলাসা করা যাবে ?


অলমিতি বিস্তারেণ

আলমগীর এর ছবি

একটু খোলাসা করা যাবে ?

আমি নিশ্চিত না, ঠিক যে বোধের জন্য এটা দিয়েছি তা বোঝাতে পারব। শিমুল যেটা বলেছে তার পরের অংশটাও একটা ব্যাখ্যা। এটা কৌতুক, তবে হাসির না।

ধর আমরা আমাদের মানবিক সংকীর্ণতাগুলো, সাংস্কৃতিক দীনতাগুলো জানি। অধুনা আমরা ধরেই নিয়েছি পশ্চিমারা আমাদের সভ্যতার পাঠ দিচ্ছে। মানবাধিকার, নারী স্বাধীনতা, ব্যক্তি ও বাক স্বাধীনতা, যা দেখতে পাও চারপাশে। আমরা বিদেশী গান শুনি, ছবি দেখি, পোশাক গায়ে দিই। এসব দেখে মনে ভাবনা আসা অস্বাভাবিক নয় যে আমাদের হাজার বছরের ইতিহাস/ঐতিহ্য কি তাহলে অসভ্য? আমাদের দেশে গণপিটুনিতে একটা মানুষের মৃত্যু হওয়া খুব অস্বাভাবিক কোন ঘটনা না। এ ঘটনাটাই পশ্চিমা বিচারে কোথায় গিয়ে দাঁড়ায়? আমরা নিজেরা খুব পরিচয়-বিপন্ন বোধ করি। ঠিক একই রকম ভাবে, একটা গ্লাসিং ঘটনা আমার বিবেকে যত নৃশংস মনে হয়েছে এখানকার মিডিয়াতে তার ছিটেফোটা প্রকাশ দেখলাম না। এটা এক ধরনের ক্রুর কৌতুক (সভ্যতার প্রতি)। এবং সবকিছু ছাপিয়ে, মুখে কাটা দাগ নিয়েও ক্যারির প্রেমিকা সেটা মাফ করে দিয়েছে!

সবজান্তা এর ছবি

বুঝতে পারসি এইবার...

স্যাটায়ার কইলে মনে হয় আরেকটু আগেই বুইঝা যাইতাম...


অলমিতি বিস্তারেণ

আলমগীর এর ছবি

কেমনে বুঝুম, আমি কি সবজান্তা?
দেঁতো হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

৪টা গুল্লি । রেটিং দিলাম ৪তারা।

৫ নম্বরটা ঘটনার বিচারে হয়তা সভ্যতা বিবর্জিত, তবে একাজ করার সময় কৌতূকময় আনন্দ থাকে। কালচারাল কনটেক্সটের বিচারে কৌতুকও হাসি এগুলো পালটায় বৈকি! @ সবজান্তা

আলমগীর এর ছবি

৪টা গুল্লি । রেটিং দিলাম ৪তারা।

প্রভু ঈশ্বর সঙ্গগোপন চার্চগমনেচ্ছা পূরণ করুন।

আমেন।

দেঁতো হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

নজমুল আলবাব এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- আমি ভালো মানুষ, আমি ঐসব চেয়ে দেখিনা। তবে হ্যাঁ, সুযোগ পাইলে ইটকু আধটু ছুঁয়ে দেখি! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

লুৎফুল আরেফীন এর ছবি

কস্কি মমিন!!!

অতিথি লেখক এর ছবি

ভাই ব্লগ হলো অনলাইন দিনলিপি আপনি যখন তা প্রকাশ করছেন আপনার ধরে নিতে হবে যে তা অনেকে পড়বে সেটা স্থুল হোক অথবা সূক্ষ হোক। আমি এখানে সদস্য না আমি এখানে পড়তে আসি, আপনারা যদি এইভাবে লেখা দিবেন যে সদস্য ছাড়া কেউ পড়তে পারবে না সেক্ষেত্রে আলাদা বিভাগ করে সাধারণ মানুষের চোখের আড়াল করে রাখলেই হয়।

সামি

আলমগীর এর ছবি

ব্লগ সম্পর্কে ধারণা দেয়ার জন্য ধন্যবাদ। আমার দিনলিপি কাকে দেখাব তার বিবেচনার ভার আমার হাতেই থাকুক না। এখানে "আপনারা" বলে আপনি কাকে বোঝাচ্ছেন তা বুঝতে পারছি না। লেখাটা গোপন করে রেখেছি আমি নিজে, সচলয়াতন কর্তৃপক্ষের কোন ভূমিকা নেই এতে।

ভাল থাকুন।

অতিথি লেখক এর ছবি

জি ভাই আপনি আমার কথাটাই কিন্তু বললেন যে আপনি প্রকাশ করবেন কিন্তু তা সীমিত মানুষের জন্য, বাকীরা তা পড়তে পারবে না। কিন্তু সেক্ষেত্রে আপনার নিজস্ব ব্লগেই তা হয়তো লিখলে ভালো হতো কোন পাবলিক ব্লগে না লিখে।

আর আপনারা বলতে আমি আসলে বুঝাচ্ছি শুধু আপনিতো না আরো অনেকেই হয়তো এইভাবে তাদের কোন ব্লগ আড়ালে রাখতে চায় তাদের কথা।

সচলায়তনের কর্তৃপক্ষের ব্লগটা বানানোর সময় এ বিষয় খেয়াল করা হয়তো উচিত ছিল যে অনেকে সাধারণ মানুষের চোখের আড়ালে তাদের লেখা রেখে স্বাচ্ছন্দ্য বোধ করবে।

আপনি ও ভালো থাকবেন...

সামি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সচলায়তনের কর্তৃপক্ষের ব্লগটা বানানোর সময় এ বিষয় খেয়াল করা হয়তো উচিত ছিল যে অনেকে সাধারণ মানুষের চোখের আড়ালে তাদের লেখা রেখে স্বাচ্ছন্দ্য বোধ করবে।

সামি,
সচলায়তন নিজেকে ব্লগ নয়, রাইটার্স কম্যুনিটি হিসেবেই প্রকাশ করে। প্রতি পাতার বটম লাইনগুলোর দিকে তাকালেই দেখবেন। এই কারণে আপনার বলা - ব্লগ দিনলিপি লেখার জায়গা এবং সচলায়তন কর্তৃপক্ষ সাইট বানানোর সময় কী কী খেয়াল করতে পারতো সেগুলো একটু পূণর্বিবেচনা করে ভাববেন।

সচলায়নের ১ম দিন থেকে সদস্য হয়ে এখানে আছি বলে ব্যাপারটা আপনার কাছে ব্যাখ্যা করলাম। ভালো থাকবেন আপ্নিও।

অতিথি লেখক এর ছবি

আনোয়ার সাদাত শিমুল ভাই ধন্যবাদ আপনার ব্যাখার জন্য এই বিষয়টি লেখক পরিষ্কার করে বলতেন তো আমার ভুল ধারনা আগেই ভাঙতো। তবে আমি এখনো ঠিক একমত হতে পারছি না আমি সদস্য না বলে কোন লেখা পড়তে পারব না, সেইজন্যই বলা যে সেক্ষেত্রে সেসব লেখা হয়তো একদম আলাদা বিভাগ এ থাকতে পারে।

শুভ কামনা
সামি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সামি, আপনার যুক্তির সাথে আমিও একমত-- একটি প্রকাশিত লেখা পড়ার দাবী আপনি করতেই পারেন। কিন্তু লেখকের স্বাধীনতা থাকতে পারে কাউকে পড়তে দেয়া কাউকে না পড়তে দেয়ার। বিষয়টা অস্বাভাবিক, তবে লেখকের ইচ্ছার তো দাম দিতেই হবে। আপনি যদি নিতান্তই পড়তে চান, তবে লেখককে একটা মেইল করতে পারেন। দেখুন উনি কী বলেন।

এনকিদু এর ছবি

সাদা পুরুষদের কেউ এ ধরনের অন্যায়টা করে।

বে নী আ স হ ক লা রঙ্গের পুরুষেরা এদের থেকে শিখে নিয়েছে হয়েত এতদিনে, ভাল করে খোঁজ নিয়ে দেখেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ইশতিয়াক রউফ এর ছবি

শেষটার যে কত নিদর্শন দেখি পাশ্চাত্য সভ্যতায়! শালার আমরাই খালি জংলী...

অবাঞ্ছিত এর ছবি

একমত যে এটা বর্বরতার চুড়ান্ত। তবে সভ্য দেশে অসভ্য মানুষ থাকবে না এইটা ধরে নেয়া মনে হয় একটা ভুল হবে।

আরেকটা উদাহরণ হইতে পারে হাতাকাটা গেঞ্জিকে "ওয়াইফ বিটার (প্রহার অর্থে)" বলা।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

নজমুল আলবাব এর ছবি

এই পর্বটাতো আমারে উৎসর্গ করার কথা ছিলো মনে হয়। চোখ টিপি মমিন কই গেলো?

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

আলমগীর এর ছবি

সময় হোক, আপনের জন্য জোশিলা একটা দিমু।

জুলফিকার কবিরাজ [অতিথি] এর ছবি

গালি দিলাম না

আলমগীর এর ছবি

সে রকম কিছু কি হয়েছে আপনার সাথে আমার?

দ্রোহী এর ছবি

গুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লি
গুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লি
গুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লি

আলমগীর ভাই। পোস্টের শুরুতে মুখফোড়ের মত লিখে দ্যান "পচাঁ কথা বলি। আবালেরা তফাৎ যাও।"

দ্রোহী এর ছবি

[রিপোস্ট হইছে। মুছে দিলাম।]

নজমুল আলবাব এর ছবি

ও মেম্বর, আপনে খালি জমজ কমেন্ট প্রসব করেন ক্যা?

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

ধুসর গোধূলি এর ছবি

- আম্রিকায় থাইকা থাইকা, প্রেসিডেন্টের ভাষণের মতোই মেম্বরটা গেলোগা 'চেইঞ্জ' হয়া।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাঃহাঃহাঃ

তানবীরা এর ছবি

কয়দিন পর মাইয়ার বিয়া দিব কিন্তু ঠিক হইলো না মানুষটা

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফ তাহসিন এর ছবি

আলমগীর ভাই, আপনে বুঝবেন না, কতদিন অপেক্ষা করে আছি আপনার কস্কি মমিন পড়ার জন্য, আজকে অতিথি হিসাবে সচল হওয়ার পর প্রথম কাজ হল ... ....

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।