আমি মৃত। সেও মৃত
আমরা মৃতেরা মিলে গড়েছি সংসার।
এ শহরে এখন অনেক ইশ্বর, নানান রঙের পোষাক
আমাদের মত যত আছে মৃত মনুষ, তারা শুধু এদের
ইশ্বর বলেনা। আর সব জীবিত মানুষেরা রোজ মিলিত
হয়, রোজ রাতে টিভির পর্দায় তারা ইশ্বর বন্দনায়
মেতে ওঠে, তারা আমাদের মাস্টার মশায় ছিলেন বটে।
রোজ রাতে আমরা দুজনে মেতে উঠি
আদিম উৎসবে, আমরা দুজনে প্রাণ
স্থাপন করি নিজেদের মৃত প্রাণে
রোজ রাতে আমারা মৃতেরা প্রাণ স্থাপন করি নিজেদের মৃত প্রাণে
আগামীর উৎসব শুরু হলে তবে দু-এক বাজনদার মিলেও যেতে পারে।
মন্তব্য
আমরা শুধু মৃত মাছেদের মতো চোখ মেলে চেয়ে দেখি জীবিতদের সমৃদ্ধ জীবন।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
খুব ভাল লাগলো কবিতাটা।
"আমরা মৃতেরা মিলে গড়েছি সংসার" একটু হালকা করে নিয়ে জিজ্ঞেস করি, আমার কুলখানি কবে হবে?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আমাদের কুলখানি হয়না তারেক।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
রোজ রাতে আমারা মৃতেরা প্রাণ স্থাপন করি নিজেদের মৃত প্রাণে
আগামীর উৎসব শুরু হলে তবে দু-এক বাজনদার মিলেও যেতে পারে।
ঠিকাছে।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
হুমমমম......
দৃশা
বাজনদার ত মিলবই।
তারপর একদিন সবাই সমুদ্র হয়ে যাব।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
bangla lekha jachena keno?
*********************************************
তোমার জেবনে কিছুই হবেনাহে
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সেরকম---
বদ্দা, দৃশা, শ্যাজা, শিমুল, ধন্যবাদ সবাইকে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আমি মরেই আছি।
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
আমি জেতা না সেইটা বইলাই দিছি। ( বাংলাদেশে জেতা মানুষের সংখ্যা কত? )
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মৃতদের প্রাণ আসলেই কি মৃত? সুপ্ত হয়তো। আড়মোড়া ভেঙ্গে কবে যে ভাঙবে আমাদের কুম্ভকর্ণের ঘুম? সেইদিন সমুদ্রের দিন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
অপেক্ষায় আছি, কবে আসবে সেইদিন, সমুদ্রের দিন...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শব দের মিছিলে আমি ও একজন
আমরা সবাই শব মিছিলের মানুষ
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন নাকি? আগে পড়ছি বলে মনে হচ্ছে কোন পত্রিকাতে!!
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
বেরেন্ড নিউ ভাইজান। আর আমার লেখা ছাপাইবো কোন পত্রিকা।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আমরা মৃতেরা মিলে গড়েছি সংসার - কী বলব ভেবে পাচ্ছি না। ভাল লাগল খুব।
ধন্যবাদ আলভী। আপনাকে দেখে ভালো লাগছে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হুজ্জতের মাঝে পড়া হয় নাই আগে ।
পড়ে গেলাম । নতুন কিছু বলার নাই । দিন যাপনের পাপ ক্ষয় ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হ, তয় পাপটা কত বিশাল? ক্ষয় হতে কতদিন লাগবেরে বাপ?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ক্ষমা নাই তার ক্ষমা নাই
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
রোজ রাতে আমরা দুজনে মেতে উঠি
আদিম উৎসবে, আমরা দুজনে প্রাণ
স্থাপন করি নিজেদের মৃত প্রাণে
...... নজমুল আলবাব ভাই অসাধারন
__________________________________
ত্রসরেণু অরণ্যে
_____________________________
টুইটার
ধন্যবাদ ইরতেজা
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
apnara sobai ki aksomoi...sohobas'namer akta little magazine korten???Mane...nazmul,hasan morshed,arif jebotik???...apnara sobai amar lekhalekhir nayak....congradulation.
অচেনা অতিথি, অনেকদিন পরে আপনার মন্তব্য চোখে পড়ল। পরিচয় পেলে খুব ভাল লাগতো। আপনি সহবাস এর পাঠক এই কথা জানতে পেরে কিযে ভাল লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারছিনা। আপনাকে ধন্যবাদ। আপনার লেখার সাথে পরিচিত হতে পারলে আরও ভাল লাগতো। এই মন্তব্যটা চোখে পড়লে পরিচয়টা জানাবেন প্লিজ, যদি কোন সমস্যা না থাকে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন