আলবাব'র সময় ০২

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: মঙ্গল, ০৪/০৩/২০০৮ - ৩:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

এমন কিছু করিনি এখনও যে সফলেরা আমাকে একিন করবে।
ব্যর্থ মানুষের তকমা এটে গেলে একবার পিঠে আলবাবের আর
কিইবা করার থাকে? গান যত গাওয়া হয়েছে এতদিন সব দেখি
বেমালুম ভুলে বসে আছি! এইসব মনে রাখতেও সফল মানুষ
হতে হয় বুঝি? ধুর, আর এইভাবে বিরহের গীত গাইতে ভাল
লাগেনা। আম্মা যে কেন কিছুই বুঝেনা...

মাঝে মাঝে আলোর বিন্দু নিয়ে সরু কিছু টানেল থাকে, বিপদগ্রস্থ
মানুষেরা সায়রে ভেসে থাকার চেস্টায় খড়কুটো যেমন আকড়ে
ধরে তেমনি এই কালে উপদেষ্টারা সেই আলোর পেছনে ছুটেন
আর মাইক্রোফোনের সামনে এসে বলেন, আলো দেখতে পাচ্ছি,
এইবার হবে বন্ধুগন...

আলবাবের একটা খড়কুটো নাই, সরু কোন টানেলও নাই, নাই
কোন ভরসার আলোকবিন্দু... এইবার তবে বনবাস...


মন্তব্য

লুৎফুল আরেফীন এর ছবি

হাসি

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

আহমেদুর রশীদ এর ছবি

রহিম বাশশা হওয়ার চান্স তো নেই।তো ব্যাপারটা কি?

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নজমুল আলবাব এর ছবি

ব্যাপারটা আসলে কিছুইনা। খালি ধুয়াশা

ভুল সময়ের মর্মাহত বাউল

মাহবুব লীলেন এর ছবি

এমন কিছু করিনি এখনও যে সফলেরা আমাকে একিন করবে।

এরকমই থাকো ভাইজান
সফলেরা একিন করলে কিন্তু তোমার থেকে তোমার গর্দানকে একিন করবে বেশি

এখন একিন করে না বলে ঘাড়ে গর্দানে বেশ নিরাপদ আছ

নজমুল আলবাব এর ছবি
রানা মেহের এর ছবি

কি রে বাবু,
মনখারাপ?
বনবাসে যাবি কেন?
আমার কাছে চলে আয়

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

দ্রোহী এর ছবি

আপ্নের কি হইছে বস? আপ্নে দেখি সৌরভের লগে পাল্লা দিতাছেন..............

আমারে দ্যাখেন পশ্চাতে শুল ঢোকার বেদনা নিয়াও নিরন্তর ফাইজলামী কইরা যাইতাছি।


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- দ্রোহি মেম্বার যদি কেবল বেদনা (কিংবা বদনা) নিয়া চলার উপরে থাকে তাইলে এই আমারে দেখেন। তিন মাইল লম্বা শূলের চোক্কা মাথাডা জায়গামতো লইয়া কেমনে চড়কীর লাহান লৌড়ের উপরে আছি।

কামন ম্যান, চীয়ার আপ!!
_________________________________
<সযতনে বেখেয়াল>

পরিবর্তনশীল এর ছবি

ঠিক
---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।

শেখ জলিল এর ছবি

অসময়ের 'অ' কেটে 'সু' করার দরকার নেই। এটা আলবাব'র সময় হয়েই থাকুক।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নজমুল আলবাব এর ছবি

এইখানে আর কেউ কমেন্টাইয়েননা। পড়তে ভাল লাগতাছেনা। আবার ঘেচাংও করতে পারছিনা। মায়া মায়া লাগতেছে।

কেউ বেয়াদবি ভাইবেননা আবার।

ভুল সময়ের মর্মাহত বাউল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ধমকের পরে চুপ ছিলাম।
তাই কমেন্ট করলাম।
লেখা নিয়ে কিছু বললাম না ।

ধুসর গোধূলি এর ছবি

- আমিও ডরাইছি। ডরে ডরে এট্টা বিড়িও ফুঁকে দিছি, আর কি করছি কমু না, লইজ্জা করে! লেখা নিয়ে কিছু বললে ঠুয়া খাইতে পারি, হের লাইগা সেইটাও কইলাম না। তয় মিয়া শিমুলালী, আপনে লোকটা সুবিধার না!
_________________________________
<সযতনে বেখেয়াল>

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

রং নাম্বার বাউলের উঠানে গিয়া ধু গো চিৎকার করে - "অমুক লোক সুবিধার না ।"

আশেপাশে না থাকলে এই আওয়াজ আমার কানে আসতো? যাউক, একটা দেশ নিয়া আলাপ হয় মাঝে মাঝে। মানুষগুলোর আচরণে বড় মিল।

ধুসর গোধূলি এর ছবি

- সাধু সৌরভকে এইখানে টানার নেন্দা জানাই। পেত্তিবাদ জানাই পিরোবল।
_________________________________
<সযতনে বেখেয়াল>

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সৌরভ আসলো ক্যামনে?
- সাধু সৌরভকে এইখানে টানার নেন্দা জানাই। পেত্তিবাদ জানাই পিরোবল।

নজমুল আলবাব এর ছবি
অমিত আহমেদ এর ছবি

অপূর্ব!
সমস্যা হচ্ছে আপনার আর হাসান ভাইয়ের কবিতা পড়লে মনে হয় হায়রে! যদি কবিতা লিখতে পারতাম!
একদম নিজের কথা মনে হয়।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।