আবেগ মাঝে মাঝে গলা চেপে ধরে।
কান্নাগুলো দলাপাকায় বুকের ভেতর।
গলায় ব্যাথা হয়। চোখ তড়পায়...
৭ এপ্রিল রাতটা কেমন এক কালো রাত আমার, আমাদের জন্য।
কি এক অসহ্য সময় গেল। মন থেকে কাল অনেক ভার নেমে গেল। পুরোটা নয় কিন্তু।
এখনও মনে বারবার প্রশ্ন জাগে, কেন এই নিষ্ঠুর খেলা।
কেন মৌলি তার বাবার ছবি বুকে জড়িয়ে ঘুমাবে, আমাকে দেখেই বলবে, অপু পাগলা আমার আব্বা কই?
কেন আহমেদ নূর ২৩ ঘন্টার মাথায় মাথা তুলে আর দাড়ানোর ক্ষমতা ধারন করতে পারেনা।
জোয়ান মানুষটা ক্রাচে ভর দিয়ে কেন আমার মত ক্ষুদ্র মানুষের দিকে সাহাজ্যের আশায় মন খারাপ করা চোখে তাকাবে?
সমস্যা করছে বলে লিংকটা মুছে দিলাম
মন্তব্য
আরেকটা মামলায় এখনো ছাড়া পাচ্ছেন না কেনো?
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
ওইটা জরুরি বিধি। তবে, চিন্তা কমলো। আর যাইহোক চাঁদাবাজতো নয়। এখন মনের জোরটা ফিরে এল। লড়ার জোরটাও।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সম্ভব হলে জানিও তাঁকে,পাশে ছিলাম প্রবাস থেকে ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অবশ্যই। তোমাদের কথা আমি অন্তত ভুলবনা। কতটা জোর পেয়েছি তোমাদের কাছ থেকে যদি বুঝতে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ওহ্ যাক ভাল খবর অবশেষে!
আরো ভাল খবরের অপেক্ষায় থাকলাম।
সেইজন্য শুভ কামনা।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
ধন্যবাদ মাশু
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ইনসাল্লাহ ভাল কিছু হবে।
সেই আশাতেই...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নজমুল ভাই আপনার লেখাটা টাচি। কিন্তু লিংকে ক্লিক করে ইউনিকোড পড়তে পারলাম ফায়ারফক্সে। কেমন যেন ছড়ায়ে থাকে!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সাইট নিয়া এই সমস্যা আরও দু একজন বলেছেন। আইটি ব্রাদারদের বলবো।
সহমর্মিতায় মন ভালো হয়ে যায়।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আপনার দুশ্চিন্তা কিছু লাঘব হলো জেনে কিছু ভালো লাগলো। এখন অবশিষ্টটার জন্যে লড়ে যাওয়া।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আহমেদ নূর মুক্তি পাক, যত দ্রুত সম্ভব।
এমনটাই কামনা - - -
মন্তব্য মুছার অপশন থাকা দরকার
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ধন্যবাদ জুবায়ের ভাই, শিমুল। আপনাদের কাছ থেকে সবসময় মনোবল পাই।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন