আমাদের একটা মেয়ে হয়েছে।
আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।
সুদুর বিলাতে সে প্রথম কান্দনটা কাদছে।
আহা কি আনন্দ আকাশে বাতাশে...
মা অর্ণা, মেয়ে আর তার বিশাল শরিরের বাপ আরিফ জেবতিক ভাল আছে। আমি আর কিছু লিখতে পারতাছিনা। মহা আনন্দ হইতাছে...
ভাইয়েরা আসেন আনন্দ করি।
মন্তব্য
বাপ, মা, মেয়ে, আর আমরা সব চাচা-মামা-খালারা, সবার জন্যেই শুভেচ্ছা!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আমি চাচা হইতে চাই না।
মামা কইলে আছি।
অভিনন্দন।
আবার লিখবো হয়তো কোন দিন
মামা হইতে চান যারা তারা আমার পেছনে দাঁড়ান।
আমি আবার দুইদিকেই কাটি কিনা...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হা হা হা !
আনন্দ ! আনন্দ ! আনন্দ !
অভিনন্দনটা এখন কে প্রাপ্য ? তারাতারি পৌঁছাইয়া দেন !
মামার লাইনে খাড়াইলাম ! তয় মাইয়া বড় হইয়াই তো বাড়ির কাছের মুরব্বি দেইখা চাচা ডাকবো যে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমি তো ভাবলাম আমাদের নাজমু মিয়াদেরই বুঝি মেয়ে হইছে... পরে দেখি না আরিফ জেবতিকের। আহারে লোকটা বিদেশে বিদেশে বইলা ফোনে অভিনন্দাইতে পারলাম না... এইখানে জানাইলাম... বর্ণাক্ষরে লেখা থাকুক।
কিন্তু মেয়ে তো লোকাল হইলো না... ফরেইন হইলো... এখন কি হইবো?
তার নাম কি হইবো... এইসব তো আমাদের দায়িত্বের মধ্যে পরে তাই না?
আর এই সুবাদে নাজমুল আলবাবরে ফোন কইরা জানলাম তার সাথেও আমার অনেক আগেই পরিচয় হইছিলো... সেই শাহজালাল কাহিনীতেই কথাকলিতে...
কি কাহিনী... পৃথিবী তো নিতান্তই গোল...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ওই মিয়া বাপ হিসাবে আমি অনেক সিনিয়ার। সাড়ে তিন বছর, হু
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মাইয়ারে আদর।
মাবাপরে অভিনন্দন!
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
অর্না-আরিফকে অভিনন্দন,
নাজমুল আলবাবকে ধন্যবাদ।
দেখি এবার ডানোর টিন থেকে কোন্ নামটা ওঠে
কতো সুর কতো গান মনে পড়ে গেল...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অভিনন্দন অর্ণা ভাবী ও আরিফ ভাইকে। মেয়েকে আদর।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
অর্ণা ভাবী ও আরিফ ভাই দুই জনকেই অনেক অনেক অভিনন্দন ।
_____________________________
টুইটার
নবজাতককে সফল ভাবে ল্যান্ড করার জন্য সতর্ক অভিনন্দন।
সংশ্লিষ্ট বাকীদের ... শুভেচ্ছা।
আকীকা কবে?
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
আমার দাবী- জেবতীক-এর কণ্যার ছবি বড় করে এই ব্লগে প্রদর্শণ করা হোক।
-জুলিয়ান সিদ্দিকী
অভিনন্দন।
আরিফের বিলাত যাত্রার ঢাক-ঢোলে এইজন্যই মনে হয় খুশির বোল বেশী বাজতেছিলো।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
বিশাল সুসংবাদ।
মা,মেয়ে,বাবা তিনজনকেই জাঝা।
বিরাট খবর !!! আমরা বাবু দেখতে চাই !!
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
অভিনন্দন আরিফ ভাইকে... ভাবীকে ...
আর নতুন বাবুকে অনেক আদর আর দোয়া...
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন!
খুবই খুশি লাগছে!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন!
ভাতিজী-কে ধূলোর ধরণীতে স্বাগতম!
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
অভিনন্দন।
হাঁটুপানির জলদস্যু
জন্ম সুপ্রসন্ন হোক, অভিনন্দন!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
অভিনন্দন!!! আশা করি মা'র নামের মতো সুন্দর একটা নাম পাবে সেও......
নতুন অতিথিকে অনেক অনেক আদর!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
অভিনন্দন মা বাবা এবং সবাইকে! ভাবী এই অবস্থায় ট্রাভেল করতে পেরেছে? বিরাট ব্যাপার।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
অভিনন্দন!!! অনন্ত শুভ কামনা !!!
আরিফ দম্পতি (বিপ্লব)
কন্যার জন্য জাঝা
--------------------------------
এসো এসো ধূলোর ধরায় এসো, আমাদের অনং্গনে
বাহির হয়ে এসো তুমি যে ছিলে , স্বপন মগনে
তানবীরা ফুপপী
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ওরে সেইরকম ঘটনা ! অভিনন্দন আরিফ ভাই , ভাবীকে আর নবজাতকের জন্য শুভকামনা ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
বিলেতে যখন জন্মেছে, সারা জীবন রানীর মত কাটানোর জন্য শুভাশীষ ছাড়া কিছু মাথায় আসছে না।
অভিনন্দন আরিফ জেবতিক ভাই এবং ভাবী।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
অভিনন্দন। একটা সন্তান জন্ম দেবার সময় একজন মায়ের কত কষ্ট হয়, জানি। সব কষ্ট দূর হয়ে যায় সন্তান কে দেখবার পর। তাই সবার আগে শ্রদ্ধা অর্ণা ভাবীকে। নতুন একজন মা'কে।
যে শিশু আজ জন্মালো , আশা করি তার জন্য একটা সুন্দর বাংলাদেশ । আর আরিফ ভাইকেও শুভেচ্ছা। বাবা হবার অনুভূতি জানা নেই। তাই বলতে পারছি না। তবে মনে হয় ভয়াবহ আনন্দের ব্যাপার।
সুন্দর আর আনন্দময় হোক আপনাদের জীবন। এই আশা...
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
খুবই খুশির খবর।ভাল লাগল শুনে।কবে যে বাবুটাকে দেখতে পাব আমরা !!!
অর্ণা ভাবী আর আরিফ ভাইকে অভিনন্দন।পিচ্চিকে স্বাগতম।
সকলের জন্য শুভকামনা রইল।
~~~টক্স~~~
পিতাকে , মাতাকে জাঝা এবং কন্যাকে (বিপ্লব)
আর নাজমুল আলবাবকে সংবাদের জন্য
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অর্ণা ও আরিফেরা পেলো এক কন্যা
দু‘জনার পৃথিবীতে ফুর্তির বন্যা।
চারিদিকে আজ শুধু ফুর্তির সুর রে
মাগো তুমি বড় হও- হিপ হিপ হুর রে......
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
বাবা মা কে অনেক অনেক অভিনন্দন, নতুন baby কে অনেক অনেক আদর
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আরিফ ভাই ও ভাবীকে অভিনন্দন। নতুন প্রজন্মকে সচল শুভেচ্ছা।
যাগো ছেলে-মেয়ে আছে, তাদেরকে কেমুন য্যান হিংসা অয়!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ...ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
কোন অচেনা স্বর্গ থেকে নেমে আসা এই শিশুরা তাদের বাবা-মায়ের চেনা ধুলিময় পৃথিবীকে আলোকিত করে তোলে! তাকে স্বাগতম।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
দুটো ভুল করনি রে অপু।
সচলের প্রথম বাচ্চা অমি রহমান পিয়ালের
রাজকন্যার কথা ভুলে গেলি?
মেয়ে হয়নি।
আমাদের একটা দেবশিশু হয়েছে।
একটা ছোট্ট অর্না হয়েছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
এইরে বিরাট ভুল হইছে। এখনি ঠিক করতাছি। রাজকন্যা ক্ষমা দিও আম্মা।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ওরে!!!!!!!!!!!!
এই সংবাদ কীভাবে চোখ এড়িয়ে গেল!!!!!!!!!
বেগতিক আরিফ ভাইজান ও অর্ণাভাবীকে অভিনন্দন আর পিচ্চি রাজকুমারীর জন্য শুভেচ্ছা।
কি মাঝি? ডরাইলা?
সুখী পরিবার যেন আরো বেশী সুখী, সে সুখ যেন চিরস্থায়ী হয, সে কামনা করে আমার অভিনন্দন জানালাম।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
নতুন মন্তব্য করুন