টুটুল ভাইয়ের বাবা আর নেই

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: শনি, ০৯/০৮/২০০৮ - ৭:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচল আহমেদুর রশীদ এর বাবা আজ (শনিবার) সকাল ৬ টা ১০ মিনিটে মারা গেছেন।


মন্তব্য

শেখ জলিল(লগ অফ) এর ছবি

ইন্না লিল্লাহি...রাজেউন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।
..নেট খুলেই মনটা খারাপ হয়ে গেলো।
টুটুল ভাইয়ের পরিবারের সবার জন্য সহমর্মিতা।

হিমু এর ছবি

টুটুল ভাইয়ের পরিবারের সব সদস্য এ শোকের মোকাবেলা করার শক্তি অর্জন করুন, এই কামনা করি।


হাঁটুপানির জলদস্যু

মুশফিকা মুমু এর ছবি

ইন্না লিল্লাহি...রাজেউন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

আকতার আহমেদ এর ছবি

মরহুমের আত্মার শান্তি কামনা করছি।
টুটুল ভাইয়ের পরিবার এ শোক কাটিয়ে ওঠার শক্তি অর্জন করুন !

নুরুজ্জামান মানিক এর ছবি

মরহুমের আত্মার শান্তি কামনা করছি।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আরেক যারা
তারাই প্রচন্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে ( মুজিব মেহদী )

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শোক, সমবেদনা ।

মৃদুল আহমেদ এর ছবি

টুটুল ভাই, কী বলব... নিজেকে সামলান, আপনার পরিবারকেও শক্তি এবং সান্ত্বনা দিন এই শোক সামলানোর জন্য।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অমিত এর ছবি

সমবেদনা

মাহবুব লীলেন এর ছবি

...

মুজিব মেহদী এর ছবি

এ ধরনের সংবাদে ঠিক কথা রোচে না। কী বলব!

সমবেদনা জানাই। সত্যটাকে মেনে নিতে দৃঢ় হোন। সংশ্লিষ্টদের জীবন সচল থাকুক।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অনিন্দিতা এর ছবি

কি বলব বুঝতে পারছি না।
শুধু বলব সবাই মিলে ভাল থাকুন।

ফারুক ওয়াসিফ এর ছবি

আন্তরিক সমবেদনা জানাই।

পাশাপাশি জানিয়ে রাখি, টুটুল ভাই-এর অনুপস্থিতি সত্ত্বেও আজকের পূর্ণমুঠির প্রকাশনা অনুষ্ঠানটি হবে।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

..............................................................................
পাশেই আছি টুটুল ভাই... পাশেই আছি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অমিত আহমেদ এর ছবি

সমবেদনা টুটুল ভাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আরিফ জেবতিক অফলাইনে এর ছবি

কিছু বলতে ইচ্ছে করছে না ।

রাফি এর ছবি

কিছু বলার ভাষা আমার নেই।
টুটুল ভাইয়ের জন্য সমবেদনা ...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

সমবেদনা জানাই। পরিবারটির বর্তমান সবার জন্য কামনা করি শোক সইবার ক্ষমতা।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

................................................................................

মনজুরাউল এর ছবি

টুটুল আপনাকে কোন ভাষা দিয়েই সমবেদনা জানানো যাবে না ,যায় না। কিছুদিন আগেই বাবাকে হারিয়েছি, কষ্টটা বুঝি।

অনিবার্য মৃত্যুকে আমরা কেউ ঠেকাতে পারি না। স্থির থাকুন।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আন্তরিক সমবেদনা। মরহুমের আত্মার শান্তি কামনা করছি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

স্নিগ্ধা এর ছবি

আহমেদুর রশীদ এবং তার পরিবারের জন্য সমবেদনা।

অম্লান অভি এর ছবি

এক সচলের পক্ষ থেকে এক সচলের জন্য সমবেদনা
অভিজ্ঞতার মর্ম থেকে। নিজের ভিতরের নিজেকে দাঁড় করান ঘুমিয়ে থাকা পিতৃত্ব জাগ্রত হোক পিতার শ্রদ্ধাজ্ঞলীতে। তাঁর আত্মার শান্তি ও সদগতি কামনা করছি............

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বলার নেই কিছু।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ফারুক হাসান এর ছবি

আন্তরিক সমবেদনা

খেকশিয়াল এর ছবি

কি বলব , বলার কিছু নেই
টুটুল ভাই আর তার পরিবারের সবাই এই শোক কাটিয়ে উঠুক, এই কামনা করি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রণদীপম বসু এর ছবি

মৃত্যুকে কেউ এড়াতে পারি না আমরা। কী বলবো ?

সমবেদনা জানাচ্ছি।
অনিবার্য সত্যকে মেনে নিতেই হবে। অন্তত এই শক্তিটুকু টুটুল যেন ধারণ করতে পারেন, এই কামনা করছি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানভীর এর ছবি

সমবেদনা---------------------------------------------

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

দ্রোহী এর ছবি

টুটুল ভাই ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


কী ব্লগার? ডরাইলা?

নিঝুম এর ছবি

পবিত্র কোরান শরীফের সূরা ওয়াক্বিয়া'র আয়াত ৮৩-৮৫ তে বলা হয়েছে ...
"অতঃপর যখন কারো প্রাণ কন্ঠাগত হয় । এবং তোমরা তাকিয়ে থাক, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি ; কিন্তু তোমরা দেখনা ”

এর পর আর কি কথা থাকতে পারে ? আল্লাহ্‌ আমাদের সাথে সব সময় আছেন ভাই । শক্ত থাকুন । তিনি দূরে বসে আমাদের দেখছেন । আপনার বাবার জন্য শুধু দোয়া করুন । সন্তানের দোয়া মৃত ব্যাক্তির জন্য সবচাইতে আনন্দের, এবং শান্তিদায়ক ।

আপনি এবং আপনার পরিবার এই শোক কাটিয়ে উঠুন । এই প্রার্থনাই করি ।

--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

কনফুসিয়াস এর ছবি

....................
............
.........

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সৌরভ এর ছবি

সমবেদনা জানাই।


আবার লিখবো হয়তো কোন দিন

সুমন সুপান্থ এর ছবি

কী বলি টুটুল ভাই ! সামলে উঠুন

---------------------------------------------------------

আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

দৃশা এর ছবি

সমবেদনা জানাই।

দৃশা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।