সম্পাদকীয়

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: শনি, ১৬/০৮/২০০৮ - ৫:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

জলমগ্ন ভবদহ আরও ডুবুক, ভেসে যায়, যাক সুনামগঞ্জের ফসলী হাওর,
খেয়াল রেখো, ঢাকায় স্যুয়ারেজ সিস্টেম যেন ঠিক থাকে। খরায় পুড়ে
যাক উত্তর বঙ্গের কোমল মাটি, লিড নিউজ কিন্তু ঢাকার তাপমাত্রা নিয়েই করতে হবে। আর্সেনিকে পচে যাক সিলেটের সখিনা, ভেতরের পাতায় থাকুক, সাবধান থেকো, রাজধানীর বাতাসে যেন আর না বাড়তে পারে সীসার মাত্রা।


মন্তব্য

রাফি এর ছবি

হৃদয়ের গভীরে কোথায় গিয়ে যেন বিঁধল কথাগুলো।
চমৎকার শব্দচয়ন।

বি.দ্রঃ "শিসা" বানানটা "সীসা" ই তো জানতাম। একটু দেখবেন কি?

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

অনধিকার প্রবেশ দেঁতো হাসি
সানাউল্লাহ নূরী বলতেন সব দীর্ঘ স্বরকে হ্রস্ব করে দাও। কিন্তু তাঁর নিজের নামের শেষাংশের নূরী-তে হ্রস্ব ধ্বণি ব্যবহার করতেন না।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ রাফি এবং জুলিয়ান। বানানটা ঠিক করলাম।

ভুল সময়ের মর্মাহত বাউল

কনফুসিয়াস এর ছবি

এ তো সবই তোমার সকাল বেলার খিদে,
সন্ধেবেলা যাবে ফুরিয়ে,
দেখতে দেখতে আরো একটা দিন চলে যাবে
জীবন থেকে হারিয়ে।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নজমুল আলবাব এর ছবি

জীবনটাইতো হারায়, দিনতো থেকে যায়।

ভুল সময়ের মর্মাহত বাউল

আরিফ জেবতিক এর ছবি

আজি তবে শষ্যপর্বের কাল ?

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

নজমুল আলবাব এর ছবি

শস্যের এখন আকাল ভাইজান।

ভুল সময়ের মর্মাহত বাউল

ফারুক হাসান এর ছবি

এমন সম্পাদকীয় কে কবে লিখেছে আর!

ফারুক হাসান এর ছবি

চলুক

নজমুল আলবাব এর ছবি
জাহেদ সরওয়ার এর ছবি

ভালা লিখসো মামুজান

*********************************************

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দূর্দান্ত!!!

নজমুল আলবাব এর ছবি

ভরসা পেলাম @ মাশা।

ধন্যবাদ শিমুল।

ভুল সময়ের মর্মাহত বাউল

রণদীপম বসু এর ছবি

তারপরেও রাজধানীর বাতাস থেকে সীসা যাবে না। মাঝখানে পুড়ে যাবে মফস্বল। যারা দেখার কথা, তাদের চোখ এখানে নেই, ব্যংকক বা সিংগাপুরে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নজমুল আলবাব এর ছবি

আম পাব্লিক এইভাবেই মরে।

ভুল সময়ের মর্মাহত বাউল

মুহম্মদ জুবায়ের এর ছবি

চমৎকার!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ জুবায়ের ভাই।

ভুল সময়ের মর্মাহত বাউল

দ্রোহী এর ছবি

অসাধারণ........!!!!!!!!

সব শালারা না খেতে পেয়ে মরে যাক!
খেয়াল রেখো, আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।


কী ব্লগার? ডরাইলা?

নজমুল আলবাব এর ছবি

আমার চাই হোম থিয়েটার,
তোমার হিয়ারিং এইড না
থাকলে আমার কি?

ভুল সময়ের মর্মাহত বাউল

জি.এম.তানিম এর ছবি

দারুণ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নজমুল আলবাব এর ছবি
সুমন চৌধুরী এর ছবি
ইমরুল কায়েস এর ছবি

(বিপ্লব)
-----------------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে

আকতার আহমেদ (লগাইলামনা) এর ছবি

দুর্দান্ত লিখছেন অপু ভাই ।

শেখ জলিল এর ছবি

অল্প কথায় প্রাণ ছুঁয়ে গেলো।
তবে আর একটু বড়ো করা যেতো মনে হয়!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নজমুল আলবাব এর ছবি

বদ্দা, ইমরুল, আকতার ও জলিল ভাই, সব্বাইরে ধন্যবাদ।

জলিল ভাই, আপনেতো আমারে দেখছেন। নিজের সাইজরেতো অতিক্রম করতে পারিনা বড়ভাই।

ভুল সময়ের মর্মাহত বাউল

সেলিনা তুলি এর ছবি

এই মানুষটা কত গভীর উপলব্ধির ভেতর বসবাস করে,সেটা বুঝি আমি তার অল্প কথায় ব্যাপক অর্থবোধক লেখা পড়ে। লেখা আগের মতই সুন্দর।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সেলিনা তুলি বলেছেনঃ
এই মানুষটা কত গভীর উপলব্ধির ভেতর বসবাস করে,সেটা বুঝি আমি তার অল্প কথায় ব্যাপক অর্থবোধক লেখা পড়ে। লেখা আগের মতই সুন্দর।

গৌতম এর ছবি

...আর ঢাকার বাতাস ভারী করা স্কুটারগুলো প্রবল শব্দ ও বায়ুদূষণ ছড়িয়ে দাও সারাদেশে... সুযোগ সৃষ্টি করে দাও নাজমুল হুদাদের নতুন কোনো টাকাদূষণের...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নজমুল আলবাব এর ছবি

আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে আরও দুটো লাইন বাড়লেও বাড়তে পারতো।

ভুল সময়ের মর্মাহত বাউল

ঝরাপাতা এর ছবি

নগর পুড়লে আগুনে দেবালয় কি বাঁচে?


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

দৃশা এর ছবি

উদ্ধৃতি
সেলিনা তুলি বলেছেনঃ
এই মানুষটা কত গভীর উপলব্ধির ভেতর বসবাস করে,সেটা বুঝি আমি তার অল্প কথায় ব্যাপক অর্থবোধক লেখা পড়ে। লেখা আগের মতই সুন্দর।

আমিও বুঝি না এতো অল্প কথায় এতো কিছু কিভাবে প্রকাশ করা সম্ভব। অসম্ভব কে সম্ভব করা আপনার অভ্যাস হয়ে গেছে।
----------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

তারেক এর ছবি

দিলাম ৫ ভুট।
ভ্যামতালামদমাশ মানে কিতা নজমুল ভাই? দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সৌরভ এর ছবি

এইসব থাকবে।
এইসব বিভেদ, অথবা মিসম্যানেজ।


আবার লিখবো হয়তো কোন দিন

নজমুল আলবাব এর ছবি

নগরের চিন্তা কে কবে করেছিল ঝরা? করেনা, কেউ করে না।

দৃশা আপা ভাল আছেন?

তারেক, এই শব্দের অর্থ জানতে সিলেটে আসতে হবে। হাসি

হ, থাকবে আর আমরা হা পিত্যেশ করব।

ভুল সময়ের মর্মাহত বাউল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অসাধারণ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নজমুল আলবাব এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।