শিমুল আমারে ডান দিকে তাকাতে বলে। আমি কিছুই দেখি না। সে আবার দেখায়। সদ্যই ণূড়ে এ্যালার্ম এর খোমা আবিস্কার করে আমি আপ্লুত অবস্থায় তখন, তাই চোখ বিট্রে করে, শিমুল আমাকে কয়েক হাত টেনে নিয়ে দাড় করিয়ে দেয়, 'হিমু মানি একচেঞ্জ' এর সামনে। আমি চোখ কুচকে তারে জিগাই, এইটার মানে কি? শিমুল বলে, দেখো না বেটা মানি লন্ডারিং করতো আগে, আর সচলে কেমন ভাব নেয়। আমি বলি, ধুর ব্যাটা, একচেঞ্জ করলেই কি মানি লন্ডারিং করে নাকি সবাই? সে আমারে ফু: দিয়া উড়ায়া দেয়ার ভঙ্গি করে বলে, তোমার বয়েস ৪০ না হয়ে ৬০ হওয়া দরকার। আরে এইসব আকাম করত বলেইতে সে ভাগছে...
আমি মাথা নাড়াই। কিছুই বুঝি না। অয়নের দিকে তাকাই। দেখি সেও কিছু বুঝে নাই। শিমুলের দিকে তাকাই আবার, বেটা এত পাকলো কেমনে?
তারপরে সামনে দিয়া হাটতে হাটতে সে বলে, অপু ভাই তুমি একটু সাদা দুনিয়ার হিসাব বুঝতে শিখ। তোমারে বুঝাইতে বুঝাইতে আমার বয়েস চল্লিশ হতে চল্ল, কিন্তু তোমার কোন উন্নতি নাই! নিজেরে আমার অসহায় লাগে। আমি এত কম বুঝি কেন? সে যাত্রায় শিমুল আমাকে অনেক কিছুই বুঝায়। শাহবাগের মোড়ে নির্মলেন্দুরে দেখায়। আমি বাদাম খাই, আর মাথা নাড়াই।
পরে সিলেটে এসে আবার পুরানা কথা তুলে। ধান্দাবাজির নানা ঘটনা বলে। শেষ খবর দেয়, সচলের মডুরা নাকি একটা ঘটক খানা খুলতেছে! অবাক কান্ড। আমি তারে জিগাই ক্যামনে কি? সে বলে আহারে তুমি দেখি কিছুই দেখ না, এই পোস্ট পড় নাই? আমি বলি, হ্যা। সে পাল্টায়, কি লিখছে? বলি, বয়েস জানতে চাইছে। আবার সে বলে তবু কিছু বুঝ নাই? এইভাবে ক্যান বয়েস জিগায়, তথ্য জোগার করে, কিছু বুঝ না? আরে হেরা কয়েকদিন পরেই দেখবা সচলসাদী ডট কম খুইলা বসছে। তখন বুঝবা...
আমি আবার শিমুলের দিকে তাকাই... অয়নের চোখে দেখি আমার করা প্রশ্নটাই চকচক করে। শিমুল পোলাটা এমন পাকলো কেম্নে?
(চলবে?)
মন্তব্য
চল্লিশেও না পাকলে আর কবে পাকব? আর পিতাজ্বী আপনে শিমুল কাগুরে ওয়াদা করছেন শালী দিবেন...আর কতদিন এমনে মূলা ঝুলাইবেন?
ব্যপারটা চিন্তা করার মত...সচল মডুদের তো বেবাকতে বিবাহিত...থাকল বাকী 'হিমু মানি এক্সচেঞ্জ'!!...ব্যাপারটা তো আসলেই চিন্তা করার মত।
----------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
তোমার মন্তব্যের উপরি অংশ নিয়ে কথা নাই।
কিন্তু নিচের অংশটাই আসল। একেবারে পয়েন্টে পয়েন্টে তুমি ধরেছ বেটি।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হেহেহহেহেহে!
ওই মোতাব্বির, আলবাব ভাইরে এককাপ চা দে, এক্টু বাতাসও করিস। তাও যদি আমগো ভাগ্য খোলে।
২৭. বেহেস্ত যাওনের খায়েশ হগ্গলের, আপত্তি শুধু মরনে
আবার লিখবো হয়তো কোন দিন
মোতাব্বির দিয়া কি হবে? সাথে মন্টু আছে না? আর শুধুই বাতাসে কি ভাগ্য খোলে হে বালক?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
থাইল্যান্ডে শিমুলের সাথে ২৪ ঘন্টার ঘটনাটা কি লিখে ফেলবো না-কি অপু ভাই?
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আবার জিগায়...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
চলবো মানে দৌড়াইবো....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
বেশি শ্বাস নাই কইলাম। দৌড়াইতে পারুম না।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
গতকাল এক মন্তব্যে দেখলাম কোনো এক তরুণী (সম্ভাব্য) হিমুকে অযত্ন করে কামড়ানোর হুমকি(আহবান) দিচ্ছে। এটা কি সচল জরিপের ফল?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হো আমিও দেখছি...আমিও দেখছি...আমারতো নামখানাও মনে আছে চুর ভাই।
---------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
তানিয়ার নাম মনে না থেকে উপায় আছে?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
জ্বী ঠিক কইছেন...তানিয়ার নাম ভুলার কোন উপায় নাই।
----------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
এখানে তানিয়াকে টানিয়া আনার কি দরকার।
আর কামড়ই যদি খাইতে চায় তবে
যত্ন অযত্ন নিয়া প্রশ্ন তোলার কি দরকার?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হাচাই ??!!! সচল শাদি ডট কম খুলবো? এখনি ব্যান্ড পার্টির গানা শুনতে পাইতেসি
( ও ভাবী তেরা বেহেনাকো মানা ... হায় রাম ট্যা ট্যা ট্যা ট্যা ট্যা ট্যা ট্যা ট্যা এ এ এ, ঝুম ঝুম ঝুম ঝুম ধুম তুদুম তুদুম )
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সবকিছুই বুঝলাম কিন্তু তুদুম তুদুম জিনিসটা কি? আর আবিয়াইত্যা সুলভ লাফ দিলে কিন্তু লাভ নাই, লাইনে কিন্তু অনেক পেছনে খারাইতে হইব ভাইজান।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আরে কিছু ছোট ড্রাম আসে আস্তে বাড়ি দিলে তুম আর জোরে বাড়ি দিলে দুম কইরা আওয়াজ হয়, ত বর্গীয় আওয়াজ , তাই আস্তে আর জোরের কম্বিনেশনটা এরমই হুনায়
হায় হায় ! লাফের আবার ক্যাটাগরী আসে নি ? পিছনে দাড়াইতে চাই না, কেম্নে লাফ দিতে হইব ওইটা কন খালি !
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কস কিরে মমিন !?
নীড়পাতা.কম ব্লগকুঠি
এইটা ক্যাঠারে? মমিনরে ডাকে ক্যান? এদ্দিন বাদে মনে হইলনি মিয়া ভাই?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
চিন্তার বিষয়!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
মহা চিন্তার বিষয়।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ওরে যন্ত্রনা .... আমিতো সচল যাতে বন্ধ না করে সে জন্য একটা ছোট্ট হুমকি দিয়েছিলাম .... মোটেও আহবান না ... তাহলে তো যত্ন করে কামড়ানোর কথা বলতাম .... হিমুর মতো করে বলতে গিয়ে বুমেরাং এর বাটে পড়লাম
ore mouse tipe likhte ar parina ....
পচুর গিয়ানজাম
(সম্ভাব্য) তরুণী তানিয়া
এই জালেম সমাজের কথায় একদম কান দেবেন না। ভদ্রলোকের এক জবান। কামড়ানোর লাইনেই থাকুন। ধন্যবাদ।
হাঁটুপানির জলদস্যু
মেয়ে তাহলে বেঁচে আছে!
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
শিমুল খালি কনফিডেনশিয়াল তথ্য ফাঁস করে দিয়ে ওর একটা ব্যবস্থা করার কথা স্মরণ করিয়ে দেয় আমাদের।
হবে, হবে, সব হবে। খালি একটু ধৈর্য ধরে থাকো সুনা।
হাঁটুপানির জলদস্যু
লাইনেই আছি ভাইডি । সকালেই গোটা দশেক কামড় দিয়ে প্রথম রোজা সেলিব্রেট করলাম । ইয়ে মানে পরোটায় আরকি ...
T
সাবাশ! এ-ই তো চাই!
চালিয়ে যান। কচু কাটতে কাটতেই একদিন লোকে ডাকাত হয়।
হাঁটুপানির জলদস্যু
আবার লিখবো হয়তো কোন দিন
কে কোথায় আছিস ওরে দেখে যা হিমু ভাইডি আমার সাথে আলাপ করছে । (খুশির ইমোটিকন)
এইমাএ্র মোবাইলে সংবাদটি জানানোতে ইফতি গরম ঝাঝা দিয়ে লাইন কেটে দিলো মনেহয় অহিংস পদ্ধতিতে সহিংসতা জানাচ্ছে ।
চালিয়ে যাচ্ছি কোনরকম উন্নতি হলে পোষ্ট দিয়ে জানাবোনে
Take care all of u
T
'চির'তরুণী তানিয়া - আপনার মন্তব্য পড়েই আপনাকে কেন যেন বেশ পছন্দ হয়ে গেলো, বেশ একটা সচলায়তন সচলায়তন ব্যক্তিত্ব আপনার!! আরো কিছু লিখুন টিখুন না?
আর, ইয়ে, পরোটার সাথে কি ছিলো?
প্রিয় স্নিগ্ধা আপনার সদয় মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ । ( ইয়ে কেউ যেন আবার 'চির'তরুণী বলায় স্নিগ্ধা কে উওম বা ঝাঝা দিচ্ছি বলে মনে না করে ..... অতিখুশির ইমোটিকন )
আপনার সাথে আমার পরিচয় সমকামীতার উপর একটা পরিপূরক লেখা দিয়েছিলেন তখন থেকে .... ভালোলাগা মুগ্ধতায় পরিপূর্নতা পেলো চলেশ রিছিল কে নিয়ে লেখায়....
সেই আপনি আমাকে পছন্দ করেছেন !!! গরম ঝাঝার পরোয়া না করে আবারও ইফতিকে অফিসে ফোন দেয়াতে স্বামী কেন আসামী ছিঃনেমার নামকরনের স্বাথর্কতা উপলব্ধি করলাম
Thanks so much to u .... ami pathok matro portei bhalobashi... amar jonne na hoi comment khata khola thakuk... onek bhalobasha
অফটপিক: ইয়ে পরোটার সাথে কিন্চিত চিনি ছিলো .. তার জের এখনও চলছে ... হি হি
T
ঝাতি ঝানতে চায়:
এমন পাকলো কেম্নে?
তোমরা সিলেটী পাকনারা কী যে শুরু করছ!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সিলেটী পাকনারা কি কি করিয়াছে?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
পাকলো আর কই?
(এরপরে যা লেখতে চাইছিলাম সেইটা অপাকাদের জন্য প্রযোজ্য না বলিয়া দিলাম না... আর পাকনারা বুঝিয়া লইবেন নিজ দায়িত্বে... তবে ভুল বুঝিলে আমি দায়ী না)
চলতে থাকুক... ______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শিমুল পাকবো না ক্যান ?
দেশে আইয়া ষষ্ঠপাতার বিজ্ঞাপন খুইল্যা সব্বাইরে ধরাইয়া দিলো। তবুও কেউ কিছু করলো না তার লাইগ্যা !
বেচারা করবেটা কী...?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সব ঠিক আছে।
এখানে পরম প্রতিদ্বন্ধী ধুসর গোধুলীর অনুপস্থিতিতে আমি শংকা বোধ করছি।
সচল শাদীর ডাটাবেইস হ্যাক করে কই কি কর্তাছে কে জানে!!!
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
বিবাহযোগ্য ভাইয়া গুলোকে নিয়ে তো বিস্তর আলোচনা চলছে দেখা গেল। সচলশাদী ডটবেশি চালু হোক বা নাই হোক বিবাহযোগ্যা যেসব আপুগুলা আছে তাদেরকেও কষ্ট দেওয়া ঠিক হবেনা মনেকরি।
আমি তো একটু চিন্তায় আছি আমার বয়েসের সিঙ্গেল মেয়ে পাওয়া দিনে দিনে খুব কষ্টকর হয়ে যাচ্ছে।সচলশাদী ডটবেশি থেকে তাই আশার আলোই দেখতে পারছি সামনে। আর নজমুল ভাইয়া দৌড়ে দৌড়ে লিখতে থাকুন পরের পর্ব গুলো।
--------------------------------------------------------
যাই হোক, আমার খুশি খুশি লাগতেছে... বয়স জানান দিয়া আইছি... এখন খালি অপেক্ষার পালা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
বিবাহের আশায় দেখি অনেক বালকই বসে আছে। মার্কেট তাইলে খারাপ না।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন