বনবাসে যাওয়া আর হয় না। বনবাসে যাওয়ার সাহস নেই। শেকড় বাড়ছে, শক্ত হচ্ছে। পিছুটান অনেক...
মনপুকুরে ডুবে থাকতে শিখেছি সেই কবে। পেরিয়ে আসা কৈশোর থেকে শিখে গেছি ডুব দেয়ার সকল কৌশল। এখন সেই সময় এসেছে, ডুবে থাকার, নিঃশ্বাস বন্ধ করে নিজেকে গোপন করার।
অক্টোবর চলে যাবে এ সপ্তাহেই। কি ভয়ঙ্কর সুরেলা মাস ছিলে তুমি প্রিয় অক্টোবর। দেখ আমি এখন আর তোমাকে মনে রাখি না।
মাসের শুরু হয়েছে, একটা বোকা মানুষের জন্ম দিয়ে, সাথে একটা বন্ধুও ছিল। টুকু'দা, শুমি কাউকেই বলা হয়না শুভ জন্মদিন। আগের মতো ঘড়িতে আর রাত বারোটা বাজে না বুঝি? অক্টোবরের সকালেও অনেক কুয়াশা থাকে ঘাসের ডগায়। টুকু'দাকে ঘুম ভাঙাতে না গেলে তাকি আর দেখা হয়?
শেষের আর মাঝের আটেও আছে জন্মদাগ। সেইসব সময়ে অক্টোবর আসলেই কেমন হয়ে যেতাম... আহা কি আনন্দ আকাশে বাতাসে... স্বপনের চায়ের দোকানে বিনিময় হতো ভাব, ভালোবাসা। হাতিরাজের বিরিয়ানিও জুটেছিল মনে হয় কয়েকবার। কানিশাইল জল ও তরঙ্গে মেপে কুল পায়নি বন্ধুতার।
বেনোজল ঢুকেছিল কবে মনে নাই আর। মুড়ি মুড়কির মতো ছড়িয়ে পড়লাম কবে সেটা বুঝতেই পারলাম না। বোধহীন হলাম তবে সকলেই? নাকি আমিই শুধু বিচ্ছিন্ন আজ রঙের উৎসব থেকে?
সতের, বাইশ শুধু শুধু কোন তারিখ ছিলোনা মনে হয়। আরও অধীক কিছু, প্রেমেরও অধীক ছিলো আমাদের সম্পর্ক। হায় তবে কেন এই বিচ্ছিন্ন বসবাস? পক্ষিকুল একাই কেন শুধু মালিক ডানার?
মন্তব্য
দোস্ত লেখা অতি জবরদস্ত হয়েছে
কিন্তু লিখে ক্ষমা পাবিনা
সময় গেলে সাধন হবেনা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ক্ষমা চাওয়ার মতো কোন দৃশ্যে অভিনয় করা আমারে দিয়া হবেনা প্রিয় রানা মেহের। ভাল থাকবা সবসময়, প্রিয় অক্টোবর বার বার ফিরে আসুক তোমার জীবনে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
তব্দানুভূতি ।
আমার কোন অনুভূতিই নাই।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
এসব পড়লে মনে হয় বয়স বেড়ে যাচ্ছে। সময় ফুরিয়ে যাচ্ছে।
বুড়া হয়ে যাচ্ছি...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ভীষন, ভীষন রকম মন-ছোঁয়া লেখা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হইল কী আবার?
কিছুইনা ভাইজান, ভাল আছি।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ছুঁয়ে গেলো...
ধন্যবাদ।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মানুষ আমি আমার কেন পাখির মতো মন...
হারে তাইরে নাইরে কইরা গেলো সাধেরি জনম...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কি অবাক করা ঘটনা। লাইনটা লিখতে লিখতে আমার ভেতরেও গানের লাইনগুলো তোলপাড় তুলেছে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
- বাউল কি উদাস হৈছে?
সিনায় টান লাগে, টান!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খুব টান লাগে সিনায়, টান...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মাথার ভেতর পুরোনো তুফান...বৈশাখ শেষেও দেখি বইছে আফাল নিয়ম-নীতিহীন ! দাক্ষার গেলাস টলছে আবার ... আবার যাচ্ছো চলে তুমি প্রিয় অক্টোবর !!
---------------------------------------------------------
'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
আবার ফিরে আসবে প্রিয় অক্টোবর।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুধু একটা কথা-----অসাধারন!
ধন্যবাদ।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
বোকা মানুষটা আছে কেমন?
দেখা হলে জানিয়ে দিও, মাঝে মাঝে মনে পড়ে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ভাল আছে। দেখা হয়। নভেম্বরে বাপ হবে। তারখিটা ৪ দিন বাড়াতে বলেছি।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ভাই খুব চমৎকার হইছে।
---------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
এই লাইন কয়টা কই পাইলা? ভয়ঙ্কর।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
"মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা"
মন খারাপ হলে কুয়াশা হয়
ব্যাকুল হলে তিস্তা...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন