এই লেখাটার শিরোনাম নাই। দিতে পারি নাই

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: মঙ্গল, ২৫/১১/২০০৮ - ১২:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বছর দশেক হতে চল্ল... নাহ যুগ পেরিয়ে গেছে। তখন ঢাকা নামের নগরটা আরো অনেক দুরের ছিল। ট্রেনে চড়লে সিলেট পৌছাতে সময় লাগতো সাত/আট ঘন্টা। আর বাসে চড়ার জন্য যথেষ্ঠ সময় হাতে রাখতে হতো। রাতের বেলায় সাহস। নভেম্বরের ২৩ তারিখের ভোর। রাতের বাসে সেই পথ পাড়ি দিয়ে, একটা উলুম্বা পাঠা হৈ হৈ করতে করতে আমার রুমে ঢুকে একেবারে লেপের তলায় সেদিয়ে গেল। লাত্থিগুতা মেরে তাকে নামানো গেলোনা। সে তারস্বরে চেচায়... চিৎকারের ঠেলায় মা নেমে এসে চিল্লা ফাল্লা করে থামালেন। সাফ সাফ বলে দিলাম রোদের যথেষ্ট তেজ না হলে আমাকে যেন সে না ডাকে। কে শোনে কার কথা, পাঠার কাইকুই এর মাঝে কি আর ঘুমানো যায়? অনভ্যাসের সময়ে উঠে দেখা গেল ভ্যামতালাবদমাশটা বিশাল একটা ব্যাগ বয়ে এনেছে, আর তাতে ঠেসে এনেছে মানিক রচনা সমগ্র!!! তিন দশকের অধীককাল বেঁচে থেকে এর চেয়ে মূল্যবান উপহার আর পাইনি। আমার বই এর তাকে রোজ রোজ শোভা ছড়ায় প্রিয় উলুম্বা পাঠা গৌরীশের সেই ঠান্ডা অথচ আবেগী ওমে ভরা ভোরটা...

নভেম্বর তেইশের মতো আরো অনেক তারিখ ছিল আমাদের। সারাদিন আমরা বন্ধুরা মিলে শহর সিলেটকে উল্টে পাল্টে গিলে খেতাম সে সময়ে। তারপরে আমাদের নিস্তরঙ্গ জীবনের শুরু হয়েছিল। সকলের অলক্ষে। আমাদের মাঝে খরগোশের মতো চুপিসারে ঢুকে গেল কয়েকটা মানব মানবি। আমাদের আর নিজের বলে কিছু থাকলো না। আমরা মুড়ি মুড়কির মতো ছড়িয়ে পড়তে শুরু করলাম।

মাঝখানে শূন্যতার মতো দীর্ঘ বিরতির পরে গত শীতে আবার পেয়েছিলাম সেইসব সময়ের কিছুটা ওম। আর এইবার একেবারে ভেসে গেলাম। ....৭৭ নাম্বার সচল লেখায় সৌরভের কিবোর্ড থেকে ছুটে আসা কোমল তুষার আমারে ভিজায় যখন তারও আগে মুঠোফোন ভরে উঠে টুকরো টুকরো চিঠিতে। দুরাগত পাখির মতো গান গায় প্রিয়সব কণ্ঠস্বর...

শুভ ভাই (আলী মাহমেদ) বলেন, প্রতিটা কমেন্ট নাকি তাকে ছুয়ে যায়, সৌরভের পোস্টে করা বন্ধুদের বাক্যগুলো সারাদিন আম্মার দেয়া চাদরের মতো আমারে জড়ায়ে ধরে। অনুভূতি কেমন ভোতা লাগে, আমিও আরন্যকের মতো অনুভূতিশূন্য হই। কাজের ফাঁকে, দৌড়ের ফাঁকে বার বার সচলের পাতায় ফিরে আসি। ভেতরে কতো উচাটন হয় প্রতিবার তার আর কোন বয়ান দিতে পারেনা অক্ষম গদ্য লেখক নজমুল আলবাব। কৃতজ্ঞতায় নত হওয়া ছাড়া আর কিছু নাই।

শুধু বিকেলের রোদ ম্লান হয়ে এলে প্রিয় পলাশ দত্ত যখন মরে যাওয়া কোন এক অপুর জন্য রচনা করেন শোকগাথা, নিজেরে আর ধরে রাখা যায় না। আমিও আপ্লুত হই। মৃত আত্মার জন্য বুকের ভেতরে আনচান করে, চোখ জ্বলে...


মন্তব্য

পলাশ দত্ত এর ছবি

...

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

...

তারেক এর ছবি

মন খারাপ কইরেন না নজমুল ভাই। অনেক ভালোবাসি আপনারে... কেনো? বলতে পারি না। শুধু অনুরোধ করি এইরকম মন খারাপ কইরেন না, আমারও মন খারাপ হয়ে যাইতেছে এই লেখাটা পড়ে মন খারাপ

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নজমুল আলবাব এর ছবি

মন খারাপ নাইতোরে পাগলা। এইসব হইলো আরামদায়ক দীর্ঘশ্বাস। একবার প্রেকটিস কর, বুক ভরে শ্বাস নে এর পরে ছাড়, দেখ কি আরাম...

ভুল সময়ের মর্মাহত বাউল

অমিত আহমেদ এর ছবি
কীর্তিনাশা এর ছবি

........

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অনিন্দিতা এর ছবি

আহারে.. পলাশ দত্ত অভিমান করে না হয় এমন লিখেছেন।
আপনার ফেলে আসা কাজগুলোর জন্য তো এখনও আপনার মন কাঁদে।
আবার সময় আসবে।
আবার কাজ করতে পারবেন, করবেন।
মন খারাপ করবেন না।
এ লেখা ও ভাল লাগল।

দুবার মন্তব্য করতে হলো। আগের টা হারিয়ে গেছে।

নজমুল আলবাব এর ছবি

অতিথির মন্তব্য পেলেই অন্যরকম লাগে তার উপরে আপনে দুইবার লিখছেন!!!

আমিতো পলাশের উপর রাগ করিনাই, নিজের বন্ধুভাগ্যের কথা চিন্তা করে আণত হইছি শুধু।

ভুল সময়ের মর্মাহত বাউল

পান্থ রহমান রেজা [অতিথি] এর ছবি

..........................................................................................................

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এজন্যই কবিগুরু বলে গেছেন- আধমরাদের ঘা মেরে তুই বাঁচা...
বুঝছি... আপনেরে মিয়া একটা ঘা দিতে হইবো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নজমুল আলবাব এর ছবি

হিরোর জন্মদিনের সিনে হিরোইনের সখির লগে একটা সিনের ব্যবস্থাই কইরা দিতে পারলেন না, আর আপনে আমারে দিবেন ঘা! হইছে আর গপের দরকার নাই।

ভুল সময়ের মর্মাহত বাউল

মাহবুব লীলেন এর ছবি

পোলাপানরেও দেখি এখন বিষণ্নতায় ধরে

পলাশ দত্ত এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নজমুল আলবাব এর ছবি

ইছারাঙ্গা দাড়িতেও বেটাইনতোর দেখি হুশ ওয়না!!!

আর দেখ আরেকজনে কেমন বেকুবের মতো গড়াগড়ি খায়।

ভুল সময়ের মর্মাহত বাউল

দেবোত্তম দাশ এর ছবি

মন খারাপ হলেও ভালো লাগল
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আবার জেগে উঠুক আপনার ভেতরের সেই কবি, সেই লেখক।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- সবাই বিষণ্ণ সৌরভ স্যারের পোস্ট দখলের জন্য এমনে উঠে পড়ে লাগলো ক্যান? চিন্তিত
বাউল ও আজকাল জনগণের মন খারাপ করাইতে চায়। কই যে যাই! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আলমগীর এর ছবি

আপনাদের দুইজনের ঘটনাটা কী? খালি ... দিয়া ভাব বিনিময় করেন।
দুইজনেই এত ভাল লেখেন, তাও ভাব প্রকাশের জন্য শব্দ কম পড়ে ক্যান?

রণদীপম বসু এর ছবি

নৈঃশব্দই সবচেয়ে বীর্যবান ভাষা ! (@ আলমগীর)

গোধূলি ধুসর বা বিষণ্ন হলে সন্ধ্যা নেমে আসে ! সাবধান ধুগো, এরা যতই চেষ্টা করুক, বিষণ্ন হবেন না (@ ধুগো)

আইজকাইল পোলাপাইনগো বিয়ার বয়স তারাতারি নাকের ডগায় আইসা পড়ে ! অগ্নিমূল্যের বাজারে খাট-পালং মাঝখান দিয়া কাইট্টা ফেলা আইজকাইল লোকসান প্রকল্প। শেষপর্যন্ত শীতকাইল্যা রাতে মাটি ভরসা ছাড়া গতি থাকে না। সেই জন্যই বিষণ্নতার নতুন ভাব ধইরা এরা মুরুব্বীদেরে কিছু একটা বুঝাইতে চায় ! (@ লীলেন)

@ ব্লগার না-আ
মাঝে মাঝে বিষণ্ন হওয়া মানসিক স্বাস্থ্যের জন্য উত্তম। এতে সৃজনশীল চিন্তা-ভাবনার বিকাশ ঘটে। সারাক্ষণ উৎফুল্ল থাকে বেআক্কেলরা।
অতএব, বেশি বেশি বিষণ্নতা খান, মাথার উপর চাপ কমান।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নজমুল আলবাব এর ছবি

রণদা এমন চমৎকার সব জবাব দিয়েছেন যে আমার আর কিছু বলার নাই।
সবাইরে ধন্যবাদ।

ভুল সময়ের মর্মাহত বাউল

আলমগীর এর ছবি

রণদা এমন চমৎকার সব জবাব দিয়েছেন যে আমার আর কিছু বলার নাই।

অবশ্যই আছে। রণদার এই একটা কথা বুঝাইতে কয়টা কথা কইছে দেখছেন? তাইলে .... এর অর্থ উনি কেমনে বুঝল?

আপনেরা দুইজনে একলগে কোন মেয়ের প্রেমে পড়েন নাই তো? (অতীতের কথা কই)

নজমুল আলবাব এর ছবি

কোন দুইজনে বস? কার কথা কন? কোন সে মেয়ে? আপনে দেখি খোলাসা করে কিছু বলেন না, তাইলে বুঝুম কেমনে? অন্তত মাইয়াটার নাম বলেন, ঠিকানা দেন। নয়তো আবার ... দেয়া শুরু করুম।

ভুল সময়ের মর্মাহত বাউল

আলমগীর এর ছবি

কোন দুইজনে বস?

পলাশ দত্ত আর আপনি।

নজমুল আলবাব এর ছবি

গুরুত্বপূর্ণ প্রশ্নটাই এড়ায়া গেলেন!!! ঠিকানাট দিলেন না।

আমাদের দুস্তিলা শুরুর সময়ে মেয়েরা আমাদের কাছে ধারে আসতো না, ভুসভুসা হয়্যা ঘুরতাম, কবিতা ছাড়া প্রেমে পড়ার মতো আর কোন বস্তু আছে বলে আমাদের মনে হইতো না। তবে পাহাড়ের সাথে আমাদের বেশ ভাব আছে। দেখলেই চড়ে বসতে ইচ্ছে করে। দুরের খাসিয়া পাহাড় আর শিলং এর মেঘ দেখে দুজনেই আমরা পুড়েছি অনেক বছর। পৃথিবীর শেষ গ্রাম পুস্তকে পলাশ সেইসব মনপুড়া বাক্যাবলী গেথে দিয়েছে। আমি এখনও কিছুই করতে পারিনি, পারবোওনা মনে হয় কোন দিন। শুধু রোজ সন্ধ্যায় জানালর ওপাশে তাকাই, দেখি সমৃদ্ধির শেষ যেখানে, সেখান থেকেই যাত্রা শুরু করেছে প্রিয় বাংলাদেশ... জাফলং গেলে আপনারও সেটা মনে হওয়ার কথা কিংবা শাহপরান হলের উত্তর দিকে দুরের পাহাড় সারির দিকে তাকালে, খাসিয়া পাহাড়েরর বাতাসে মুখ ধুয়ে গেলে মনে হতে বাধ্য, প্রিয় প্রকৃতি তুমি সীমানার ওপারেই রয়ে গেলে...

ভুল সময়ের মর্মাহত বাউল

আলমগীর এর ছবি

ভর বৃষ্টির পরপর একটা দৃশ্য হইত দেখার মতো! হলে আমার ঘর থেকেই দেখতাম।

পলাশ দত্ত এর ছবি

@ আলমগীর

জ্বী। আমি প্রেমে। পড়ছিলাম। অপুর সুযোগ। হয় নাই। সেই মেয়েরই প্রেমে। পড়ার।

আমি প্রেমপড়িত ওই মেয়েটির সঙ্গে এখন ঘরকন্না করতেছি। হাসি

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আলমগীর এর ছবি

বাঁচাইলেন দুশ্চিন্তার হাত থেইকা। দাওয়াত দেন, সিলেটে গেলে খানাদানা করব।

এই শামীমটা কে? চিনেন?

পলাশ দত্ত এর ছবি

পলাশ ভাই তো সিলেটে থাকে না হাসি

সে থাকে ঢাকায়।

এই শামীম হলো রসায়ন বিভাগের শামীম।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আলমগীর এর ছবি

আরো ভাল, একটা দিন জয়ন্তিকাতে কাটাতে হবে না। কবির সাথে ঢাকাতেই সাক্ষাত হোক। নিমন্ত্রণ দেন।

পলাশ দত্ত এর ছবি

নিমন্ত্রণ সবসময়ই খোলা।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনি যেমন শিরোনাম দিতে গিয়েও দিতে পারেননি, কমেন্ট করতে গিয়ে আমিও একই সমস্যায় পড়লাম। এসব ক্ষেত্রে মনে হয় কিছুই বলার থাকে না। তবে মন থেকে শুভকামনা জানাই- ভাল থাকুন আপনি।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

নজমুল আলবাব এর ছবি

আপনিও ভালো থাকবেন অতন্দ্র প্রহরী। অনেক ধন্যবাদ।

ভুল সময়ের মর্মাহত বাউল

নিঝুম এর ছবি

ভাই , এই পোস্ট নিয়া না , আপ্নারে অন্য একটা কথা বলি,
যেই লোক বউ , বাটা, বলসাবানের মত গল্প লেখে, সেই লোক গল্প লেখা বন্ধ করে ক্যান ??

জানেন নাকি ???
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

নজমুল আলবাব এর ছবি

মনে হয় সে মারা গিয়েছে।

ভুল সময়ের মর্মাহত বাউল

তানবীরা এর ছবি

বইটা পড়তে হবে, এতো আলোচনা শুনছি, কোন সচল থেকেই নিতে হবে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নজমুল আলবাব এর ছবি

বই চাইলে আহমেদুর রশীদ ভাই দিতে পারবেন মনে হয়। সম্ভাবনা যদিও বেশি নাই। তবে সবগুলো গল্পই সচলে আছে। এখানেও পড়ে নিতে পারেন।

আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ আপনাকে।

ভুল সময়ের মর্মাহত বাউল

পরিবর্তনশীল এর ছবি

হায়রে সিলেট। মন খারাপ

মন খারাপ কইরেন না বস। দেখি একটা গল্প লিখে ফ্যালেন। এতদিন গল্প না লেখাটা কিন্তু ঠিক না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নজমুল আলবাব এর ছবি

সিলেট নিয়া লোকজনের এতা হা পিত্যেশ থাকতে পারে, আমার জানা ছিল না।

ভুল সময়ের মর্মাহত বাউল

মুজিব মেহদী এর ছবি

অপু ভাই, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি নাই। মাফ করবেন।
আজ বলছি, দেরিতে 'শুভ জন্মদিন'।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ মুজিব ভাই। তবে ভাই বলে ডেকে আমারে, নিজেরে আর লাইনে ফেলতে পারবেন না বড়ভাই। লোকজন জেনে গেছে সবি। হাসি

ভুল সময়ের মর্মাহত বাউল

টুটুল এর ছবি

আমি কিন্তু ফেসবুকে শুভেচ্ছা জানাইছি হাসি

ভাল থাকেন
ভাল কাটুক

নজমুল আলবাব এর ছবি
সৌরভ এর ছবি

তিনমাসের একটা ইন্টার্নের শেষ দিনে কাল টানা ১৩ ঘন্টার পরিশ্রম শেষে অনেক রাত করে শেষ ট্রেনে যখন বাড়ি ফিরি, স্টেশন থেকে দুই চাকার যানের প্যাডেল ঘুরিয়ে যাই সাড়ে ১২ স্কয়্যার ফিটের ঘরের পানে, তখন হঠা‌ৎ কাঁদতে শুরু করি কী ভেবে যেনো। ভাবি, মানুষের ভালোবাসা বড্ড তীব্র। তিনমাসের এই সময়টুকুতে কতো মানুষের কাছে ঋণ তৈরি হলো, যার যোগ্য আমি হয়তো নই। এইটুকু জীবনে কতো মানুষের কাছে ঋণী হয়ে প্রতি পল, প্রতি ক্ষণ নিঃশ্বাস ফেলে যাওয়া।

জীবনের সবকিছু ছেড়ে দিয়ে এই অকালে অজায়গায় পড়ে থাকি, তবুও বেঁচে থাকি। মাঝে মাঝে মনে হয়, আটলান্টিকের ওপারের কারও ভার্চুয়াল দরজায় কড়া নাড়া ভালোবাসা, কিংবা হাজার মাইল দূরের কারও সামান্য "ভালো আছো", শোনার জন্যেই বেঁচে থাকা।

দায়বদ্ধতায় নিরুপায় যাপিত জীবন।


আবার লিখবো হয়তো কোন দিন

তারেক এর ছবি

সৌরভ ভাই, আপনারা দুইজন কি পাল্লা দিয়ে মন খারাপ করতেছেন?
ভালো লাগে না, এত মন খারাপ হইলে সত্যি ভালো লাগে না।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

স্নিগ্ধা এর ছবি

একটু দেরী হয়ে গেলো, তবুও অনেক অনেক শুভেচ্ছা পাঠালাম দূর থেকে হাসি

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ স্নিগ্ধা। ভালো থাকবেন সবসময়।

ভুল সময়ের মর্মাহত বাউল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অ্যাতো স্মৃতি-আপ্লুত হইলে ক্যাম্নে কী! আরে ভাই, জীবনটা তো বর্তমানরে নিয়া।

খাইসে, আমিও দেখি ভারী-ভারী কথা কইতেসি! অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি

বয়েস হইলে লোকজনের শরির ভারী হয়, কথা ভারী হয়... এইটা ব্যাপারনা বস। চালায়া যান। আমরা আপনার ভারী কথা শুনতে প্রস্তুত।

ভুল সময়ের মর্মাহত বাউল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রস্তুত থাইকা লাভ নাই। ভারী কথা কইতারি না। কইলে নিজেরই হাসি লাগে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি

এইটাও খারপনা বড়োভাই, মেজাজ খারাপ হইলেই এখন থেকে ভারী ভারী কথা বলা শুরু করবেন। দেখবেন কুল্লুত করে হাসি উইঠা গছে। হাসি

ভুল সময়ের মর্মাহত বাউল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ভারী-ভারী কথা ছাড়াই আমি সদাহাসিমুখ হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি
জ্বিনের বাদশা এর ছবি

আপনার বন্ধুভাগ্য দেখে হিংসা হইলো ,,,, স্রেফ হিংসা
(আমি কেন জানি অফিসের কম্পু থিকা পাঁচতারাইতে পারিনা মন খারাপ)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নজমুল আলবাব এর ছবি

আসলেই, হিংসা করার মতই আমার বন্ধুভাগ্য। নিচে দেখুন আমার বন্ধুরা খুঁজে খুঁজে কিভাবে আমারে বের করেছে।

ভুল সময়ের মর্মাহত বাউল

রানা মেহের এর ছবি

দারুন লিখেছিস দোস্ত।
এবার গেলে মানিক সমগ্রটা সমগ্র জীবনের জন্য ধার দিস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নজমুল আলবাব এর ছবি
গৌরীশ রায় এর ছবি

প্রিয় আলবাব মহোদয়
আমাকে জনসম্মুখে পাঠা প্রতিপন্ন করার তীব্র নিন্দা অত্র মন্তব্য মারফত আপনার কাছে প্র্রেরিত হইতেছে |
অভিনন্দন সহ
(পুনশ্চ : স্যার , কিভাবে এত স্মৃতি জমিয়ে রাখেন !)

নজমুল আলবাব এর ছবি

স্মৃতি ছাড়া আর কি আছে হে আমাদের?

ভুল সময়ের মর্মাহত বাউল

জেবতিক রাজিব হক এর ছবি

@ গৌরীশঃ জনসন্মুখে না বলিয়া লোকচক্ষুর অন্তরালে বলিলেও পাঠা তো পাঠাই থাকে। পাঠা তো পাঠা, তার উপরে উলুম্বা। আমি এই অপমানের তীব্র নিন্দা জ্ঞাপন করিতেছি।
@আলবাবঃ তাও তো পাঠাটা তোকে কিছু দিছে। আমার যে কতো জন্মদিন আইলো গেলো...
@রানাঃ মানিক-বঙ্কিম এইগুলা গৌরীশ আর অপুর জন্যই তোলা থাক। তুই আর আমি চল মাসুদ রানা পড়ি।

নজমুল আলবাব এর ছবি

বেটা তোর জন্মদিনে গৌরীশ যে সারাদিনটাই তোরে দিয়া দিত সেই খেয়ালটাকি নাই???

ভুল সময়ের মর্মাহত বাউল

রানা মেহের এর ছবি

রাজু
আসলেই অপুটা একটা অভদ্র।
কানাকে কানা খোঁড়া কে খোঁড়া যদিও বলা যায়
পাঠা কে পাঠা কে বলা একদমই উচিত না

আসলেই দোস্ত আমাদের জন্য মাসুদ রানাই থাক।
বঙ্কিম যেন কে?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

গৌরীশ রায় এর ছবি

প্রিয়
রানা মেহের এবং জেবতিক রাজীব হক ...
এক মাঘে কী শীত যায়?

পলাশ দত্ত এর ছবি

যদিও আমি কিছুই জানি না। তবু বলতেছি : পরবর্তী মাঘ মাস আসার আগে একটু জানায়েন, যদি হাজির থাকা যায় ! চোখ টিপি

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।