পুরনো গল্প ২

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: সোম, ২০/০৪/২০০৯ - ৩:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাবার একটা আলাদা রুম ছিলো। দাদাজান যখন বাড়ি বানান, বাবা তখন যুবক। ছেলের জন্যে আলাদা একটা রুম বানিয়ে দিয়েছিলেন তিনি। সেই ঘর ঠাসা ছিলো নানান রকমের বই এ। বাবা সেই ঘরে ডুব দিলেন। বড়দা এক রাতে ট্রেন ধরার জন্যে যখন বাড়ি ছাড়ছিলো, তার আগে বাবার সাথে দেখা করার জন্যে গেলো সেই রুমে। বাবার সাথে কি কথা হয়েছিলো বড়দার সেটা আমরা জানি না। এই কথা শুধু মনে আছে, বড়দা বেরিয়ে এসে আর দাড়ায়নি। হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলো। আমি পেছন পেছন সাইকেল নিয়ে বেরুলাম। দাদা সেটা চালিয়ে স্টেশনে গেলো। রাস্তায় কোন কথা হয়নি দু’ভাইয়ে। স্টেশনে ঢুকার মুখে, আমার হাতে পঞ্চাশ টাকার একটা নোট গুজে দিয়ে বল্লো, একটা পেডলক কিনিস সাইকেলের জন্যে। তারপর দু কদম এগিয়ে গিয়ে আবার ফিরে এসে বল্লো, ‍‍‍‍'টুটুল, বাবাকে দেখে রাখিস সোনাভাই। বাবা খুব কষ্টে থাকেরে...' দাদার চোখে টলটল করছিলো পানি, সাইকেল চালাতে চালাতে মুছে ফেলছিলো যা, এইবার আর সেটা করলো না। টপ টপ করে গাল বেয়ে নেমে আসে ...

সাইকেলের প্যাডেল ঘুরাতে ঘুরাতে অবাক হই, সেই প্রথমবার আমি রাত দশটায় একা বাড়ি ফিরি। সেইদিন থেকে আমি বড়ো হতে শুরু করলাম।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ম ন্তব্য করার ভাষা নাই। অবেলায় বিদেশ বিভুঁইয়ে স্বজাতি বাংগালী ভাইকে কান্দানোর জন্য আপনার শাস্তি হওয়া দরকার।

ইশতিয়াক রউফ এর ছবি

ঘুম আসছে না দেখে উঠে এসে ভোর সাড়ে পাঁচটায় সচলে ঢুকলাম। গদাম করে যেন একটা বাড়ি মারলেন মনের ভেতর। বাম পাশটা চিন-চিন করে এমন লেখা পড়লে।

তাহসিন আহমেদ গালিব এর ছবি

অনুভূতির চোখে স্পষ্ট পুরো গল্পটি দেখতে পেয়েছি। আহারে!!

কল্পনা আক্তার এর ছবি

হৃদয় ছুঁয়ে গেলো.....
একই সাথে আমার অতীতটা আমার সামনে আনিয়ে দিলেন।

........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

আনিস মাহমুদ এর ছবি

হিমুর কাছ থেকে তাড়াতাড়ি ফিরে আসার জন্য ধন্যবাদ। কিন্তু এখন যে খুব কষ্ট হচ্ছে...

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

আকতার আহমেদ এর ছবি

বদ্দা, লেহা ফরি কি হইয়ূম বুজিত ন ফারির মন খারাপ
বালা থাইক্কুন অ'নে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চলুক

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মন খারাপ হলো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রণদীপম বসু এর ছবি

বড় নস্টালজিক হলেও মন ছুঁযে যাওয়া সিরিজ হচ্ছে ! কোন মন্তব্যই এখানে আর প্রযোজ্য নয় ! ভালো লাগছে, আপনার অন্তর্গত চোখ এবার ভেতরের উঠোনে আলো ফেলতে শুরু করেছে.....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অর্জুন মান্না [অতিথি] এর ছবি

সেই আগের মতো লেখারে অপু...

নিবিড় এর ছবি

এত অল্প করে দেন কেন বাউল ভাই????


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

খুবই শক্তিশালী লেখা। মন ছুঁয়ে গেলো। এরকম লেখা পড়লেই কষ্ট লাগে, আর সেই কষ্টের সাথে মিশে থাকে অনেক ভালোলাগা... অদ্ভুত এক অনুভূতি।

অতিথি লেখক এর ছবি

ভালো...

(জয়িতা)

শাহীন হাসান এর ছবি

ভাল-লাগছে আপনার গল্পগুলো ....।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তারেক এর ছবি

আপনি মন খারাপ করায়ে দ্যান খালি... এইটা ঠিক না মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

রানা মেহের এর ছবি

একটু বড় করে লেখনা গর্দভ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

একবারে দ্বিতীয় পর্বে এসে কমেন্টাচ্ছি।

নিজের শৈশবের সাথে বেজায় সাদৃশ্য পেলাম রে, ভাই! তাই আগের পর্বে করা নজরুলের মন্তব্য ধার করে বলি: "আমাদের অনেকের ছেলেবেলার গল্পগুলো বোধহয় কাছাকাছি রকমের একই তাই না?"

এবার তারেকের মন্তব্য ধার করে বলি: "আপনি মন খারাপ করায়ে দ্যান খালি... এইটা ঠিক না" মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্পর্শ এর ছবি

সন্ন্যাসীর কথা গুলো আমারো কথা!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

লেখক - নজমুল আলবাব ।

দ্রোহী এর ছবি

আগেই কইছিলাম!

বউ, বাটা, বলসাবানের গন্ধে ভরা!

নজমুল আলবাব এর ছবি

আপনারা কমেন্টাইতে থাকেন। আমি দেখি এইটারে কি করা যায়। হাসি (কাষ্ঠহাসি)

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

দ্রোহী এর ছবি

তারা না দাগাইতে না দাগাইতে বাজে অভ্যাস হয়ে গেছিল। পরে আবার মনে পড়ছে!!!!

লুৎফুল আরেফীন এর ছবি

কি সব লেখেন?! আপনি তো লোক সুবিধার নন (কাষ্ঠরাগ)
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

সাইফুল আকবর খান এর ছবি

ইশ! মন খারাপ
আপ্নে বস আসোলেই একটা কী জানি! ধুর!
কী মন খারাপ করায় খালি!
এইটারে আরো কিছু করবেন আবার?! অ্যাঁ

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

দৃশা এর ছবি

সবগুলা আসতে থাকুক, পরে যাইয়া একলগে পড়বনে মুরুব্বইইইইইইইইইইইইইইইইইইইই দেঁতো হাসি

দৃশা

মাশীদ এর ছবি

ধুর আপনি ভাল না। আপনার পাশে সাইকেল চালালে বা আপনার লেখা পড়লে মনে হয় চোখে পানি আসতে হয়।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।