এবারও দেখা হলো না। গতবারও হয়নি। গতবার কোন ফাঁকে এসে চলে গেলো সেটা বুঝতেই পারিনি। মাঝখানে কথা হলো একদিন ফোনে। এবার ঘটলো বিশ্রি ঘটনা। আমি ঢাকা ঘুরে সিলেট এলাম, এর ঘন্টাখানেক বাদেই ফোন, 'এইটা আমার নাম্বার, আপনে ঢাকা আসবেন কবে?' আমি বলি পাগলি আমি একটু আগে ঢাকা থেকে ফিরলাম!
বিষয়টা খুবি কষ্টকর। ভ্রাত এবং ভগ্নি একই শহরে থেকেও দেখা হয় না। এর আগে গত রোজার ঈদেও এমন কারবার হয়েছে। আমি বাবাইরে নিয়ে ঢাকায়। সেও ঢাকায়, কিন্তু কেউ কারো খবর জানি না। যার যার শহরে ফিরে গিয়ে হা পিত্যেশ করি। আর নিজেদের গালিগালাজ করি নিজেরাই। বার বার বলি পুড়া কপাল...
বাবাই ২০০৭ এর জুলাই মাসের এই মাঝখানের রাতে ১২টা অব্দি জেগে থাকে। সেই দুরদেশে ফুন করে তার না দেখা ফুপ্পিকে শুভকামনা জানাবে। কিন্তু ফোন আর রিসিভ হয় না। বাবাই মন খারাপ করে ঘুমিয়ে পড়ে ফুপির দেয়া গাড়িটা বগলদাবা করে।
এমনই আমাদের সম্পর্ক। দেখা হয় না, ভালোমতো কথাও হয় না এখন। তবু কি একটা টান... ভার্চুয়াল দুনিয়ারে বুড়ু আঙুল দেখিয়ে আমরা রক্ত মাংশের মানুষেরা বড়োবেশি জড়াই। ভাঙন অথবা মনখারাপে, আড়িতে আমরা আপ্লুত হই। আমাদের জোড়াতালির সম্পর্কে বার বার টানাহ্যাচড়া হয়, তবু সেটা ছিড়ে যায় না।
মাশীদের সাথে এমনই এক সম্পর্ক হয়েছে আমার, আমার সাথে মাশীদের। আজ সেই পাগলির জন্মদিন। সকাল থেকে খুজছি, পাচ্ছি না। জিটকে সে নাই আজকে। এদিকে আমি লেখালেখি গেছি ভুলে। ভেতরে যা যা তড়পায়, কি বোর্ড তা অনুবাদ করতে পারে না। এই যে মাশীদরে নিয়ে অনেক কথা আছে, কিন্তু কোনোটাই লিখতে পারছি না। তালগোল পাকিয়ে ফেলছি। শুভকামনা জানানোর তরিকাটা কেমন সেটা আগেও তেমন জানতাম না। এখন পুরাটাই ভুলে বসে আছি।
সবকিছু শেষে যে কথাটা আসল, সেটা হলো আজ মাশীদের জন্মদিন। আজ তারে শুভেচ্ছা জানাতে হবে। একটা কিছু করতে হবে। তাই এলেবেলে করেই হোক একটা পোস্ট সচলে দিতেই হবে।
শুভ জন্মদিন মাশীদ...
মন্তব্য
মাশীদের জন্মদিনে পোস্টটা করতে চাইছিলাম, লেখাও হইছিলো। কিন্তু নেট সমস্যার কারনে দিতে পারিনাই। লেখাটা এডিট করতে আর মঞ্চায় নাই। তারিখ পার হইলে কি হইলো? মাত্রতো একটা দিন...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুভ জন্মদিন।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আবারো শুভ জন্মদিন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
শুভ জন্মদিন!
শুভ জন্মদিন
শুভ জন্মদিন!
শুভ জন্মদিন
প্রিয় আপুকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
শুভ জন্মদিন
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
শুভ জন্মদিন বার বার ফিরে আসুক
...........................
Every Picture Tells a Story
শুভ জন্মদিন।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
শুভ জন্মদিন মাশীদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
শুভ জন্মদিন মশীদাপু।
অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামান
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শুভ জন্মদিন মাশীদাপু
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
শুভ জন্মদিন !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
শুভ জন্মদিন মাশীদ
শুভ জন্মদিন!
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
শুভ জর্মদিন, মাশীদ।
শুভ জন্মদিন, মাশীদ!
চমৎকার লেখটার জন্যে নজমুল কে বিশ লক্ষ তারা---
শুভ জন্মদিন।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
হোক একদিন দেরি, নো প্রবলেম।
অনেক অনেক শুভেচ্ছা, মাশীদ, সারাটা বছর ভালো থাকুন আপনি।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হ্যাপি বাড্ড্বে!
____________
অল্পকথা গল্পকথা
- মাশীদ মনেহয় বুড়া হইয়া গেছে। জন্মদিন আড়াল করতে চায়। জন্মদিন নিয়া অবশ্য আমার মতো কঁচিকাঁচাদের কোনো প্রবলেম নাই। আমরা মহানন্দে, যথাযথ ভাবগাম্ভীর্য নিয়ে ইহা উদযাপন করি। অতএব, মাশীদ বয়সের ভারে যতোই কুঁজো হয়ে যাক, যতোই লুকিয়ে থাকুক, আমরা তাকে খুঁজে খুঁজে ঠিকই বের করে বলবো,
শুভ জন্মদিন
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভজন্মদিন! জনাবার কোন খবর নাই ক্যান?
শুভ জন্মদিন।
মাশীদ কোথায় গা ঢাকা দিলো?
শুভ জন্মদিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
শুভ জন্মদিন৷ অনেক শুভেচ্ছা রইল৷
-----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
মাশীদ আপু আমার খুব প্রিয় একজন মানুষ...তার মাঝে যে মায়া আর মাতৃত্ববোধ দেখেছি তা দুনিয়াতে খুব কম মানুষের মাঝে পাওয়া যায়। শুভ জন্মদিন আপু।
------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
এমনই আমাদের সম্পর্ক। দেখা হয় না, ভালোমতো কথাও হয় না এখন। তবু কি একটা টান... ভার্চুয়াল দুনিয়ারে বুড়ু আঙুল দেখিয়ে আমরা রক্ত মাংশের মানুষেরা বড়োবেশি জড়াই। ভাঙন অথবা মনখারাপে, আড়িতে আমরা আপ্লুত হই। আমাদের জোড়াতালির সম্পর্কে বার বার টানাহ্যাচড়া হয়, তবু সেটা ছিড়ে যায় না।
ঠিক তাই।
শুভ জন্মদিন মাশীদ।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
মাশীদ আপু আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজন।
শুভ জন্মদিন।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল
এক বান্ডিল শুক্না কাঁথার শুভেচ্ছা।
অনেক, অনেক শুভকামনা মাশীদ!
শুভ জন্মদিন আপুনি!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
একটু আগে অমিত না বললে আপনার এই লেখার কথা কবে জানতাম কে জানে! গত এক সপ্তাহ আমার বড়বোন আর দুই ভাতিজাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। একটু আগে নেটে বসেই খবর পেলাম অমিতের কাছে। কী লিখব বুঝতে পারছি না! অনেক ধন্যবাদ অপু ভাই। টান জিনিসটা আসলেই বড় বিচিত্র! ভাল থাকবেন।
সবাইকে অনেক ধন্যবাদ।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
শুভ জন্মদিন!
নতুন মন্তব্য করুন