পতঙ্গের জীবন

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: রবি, ০৭/০৩/২০১০ - ১২:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সূর্যটা কমলা রং এর হতে না হতেই তুমি প্রস্তুত।
একবার বাবাকে, একবার মা'কে আরেকবার দাদাকে
তারপর দাদু। সবার কাছে একটাই প্রশ্ন, দেরি হলো?

তোমার কোমল শরীরটা দাঁড়াতে চায় না। তোমার পিচুটি
জড়ানো চোখে জলের ঝাপটা দিতে দিতে, ফোকলা দাঁতে
ব্রাশ ঘষতে ঘষতে, তুমি জিজ্ঞেস করো, আজও কি লেইট?

তুমি চলতি পথে বার বার প্রশ্ন করো, আজও কি শুনতে হবে
লেইট মর্নিং? নাকি আজ গুড মর্নিং এখনও রয়েছে? লাল দালানে
ঢোকার আগে আমি তোমাকে দেখি না। দেখি না তোমার দুরুদুরু বুক
করুণ চোখ, তুমি ত্রস্ত পায়ে ভেতরে যাও, ফিরে তাকাও, হাত নাড়ো।

বাবাই, তোমার স্কুলের গেটে দাড়িয়ে থাকা দারোয়ানকে আমার বড়ো
বেশি ভাগ্যবান মনে হয়। প্রতি ঘন্টায় তুমি যখন একবার করে ব্যালকনিতে
দাঁড়িয়ে আকাশ দেখো, তখন সে তোমাকে দেখতে পায়। আমি দেখি না...


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

চিবুকের কাছে এসে বিষাদটা ছুঁয়ে গ্যালো!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

নজমুল আলবাব এর ছবি

বিষাদের এইতো নিয়ম। ছুঁয়ে দেয়। কাউরে ছাড়ে না।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অতিথি লেখক এর ছবি

সুন্দর, আসলেও। আপনার বাবাইকে দেখতে ইচ্ছা হচ্ছে।

ফারাবী

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ।
চলে আসুন। বাবাই খুশি হবে।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

সাইফুল আকবর খান এর ছবি

ভাষাহীন ..........

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নজমুল আলবাব এর ছবি

কবি ভাষাহীন হলেতো সমস্যা। কবিতা বলবে কে তখন?
পাঠের জন্য ধন্যবাদ।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

সাইফুল আকবর খান এর ছবি

আপনি। হাসি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সেলিনা তুলি এর ছবি

গল্পটা বলি, সকাল ১০ ছুঁই ছুঁই। অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। আজও ছেলেটা না খেয়ে গেল। জানো বৃহস্পতিবার রাতে বলেছে ,মা অরেঞ্জ কালারের সূর্য যখন আকাশে উঠবে তখন ঘুম থেকে উঠা লাগবে। উঠে দাঁত ব্রাশ করা লাগবে,নাস্তা করা লাগবে তারপর রেডি হওয়া লাগবে। এটুকু বলতেই অপু বলে, আমার না ছেলের ক্লাশের দরজায় বসে থাকতে ইচ্ছা করে। একক্লাশ শেষ করে বাবাই আমার গালে এসে আদর দেবে। মনটা ভীষণ খারাপ হলো তার এবং আমারও।
অফিসে আসার ঘন্টা খানেক পর অপুর ফোন। ভেজা ভেজা গলা। একটা কবিতা শুনবে? শুনলাম। আমিও কাঁদলাম। ফ্রেশরুম থেকে এসে মেইল পেলাম ।বেলকোনি ঠিক করে দিলাম। এক ঘন্টায় জন্ম নিল পতঙ্গের জীবন

ধুসর গোধূলি এর ছবি

- হায়রে বাউল, হায়রে বাউলনী! আমার না দেখা মাটির মানুষদ্বয়!

এতো করে বলি, আমাদেরকেও এভাবে এক ঘণ্টায় কবিতা লেখার সিস্টেম করে দেন, এভাবে ফোন দিয়ে পরিবারের অফিসে ডিশটাব করার সিস্টেম করে দেন; শুনেন তো না। কইত্তে ধরে নিয়ে আসেন এক অবসরপ্রাপ্ত সামরিক অফিসারের মেয়ে। তায় আবার একটাকে দিয়ে তিনজনকে লাইনে দাঁড়া করান! বলি, জগতে কি সিলটী ললনার অভাব পড়ছে? মন খারাপ

ভাবী, আপনি আমার না-প্রকাশিত বইয়ের সুনাম করলেন দেখে উৎসর্গ পাতায় আপনার নামটা জুড়ে দেবো ভাবছি। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

গৌরীশ রায় [অতিথি] এর ছবি

মুগ্ধ .....

নজমুল আলবাব এর ছবি

তোমার মুগ্ধতা এবার একটু কমাও।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কিছু বলার নাই
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নজমুল আলবাব এর ছবি
উজানগাঁ এর ছবি

তারা দিয়ে গেলাম। অনেক কিছু লিখতে গিয়েও শেষ পর্যন্ত কিছুই লেখা হল না।

নজমুল আলবাব এর ছবি

যা লিখেন নাই। তার জন্যে খারাপ লাগছে। লিখে ফেল্লেই ভালো লাগতো বেশি। ধন্যবাদ।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

ফারুক হাসান এর ছবি

-------------

জোহরা ফেরদৌসী এর ছবি

কেন যেন হেমন্তর ওই গানটা মনে পড়ে গেল, “কাটে না সময় যখন আর কিছুতে..” । এই বাবাই একদিন বড় হবে এমনি করে বিষণ্ণতায় ভুগবে বাবার হাতটি ধরার জন্য ...

জগতের সব সুন্দর এত বিষণ্ণ কেন ?
বেদনা ছাড়া কী কোন কিছু মহৎ হতে পারে না ?

.......................................
তোমারই ইচ্ছা কর হে পূর্ণ ....

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

নজমুল আলবাব এর ছবি

প্রতিটি মানুষই শেষ পর্যন্ত একা এবং বিষণ্ণ।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

মুস্তাফিজ এর ছবি

এত মায়া ভালোনা। জীবনে শুধু কষ্টই পাবে তাতে।

...........................
Every Picture Tells a Story

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সত্যি কথা।
এইসব মায়া বুকের মধ্যে নিয়ে মানুষ কেন শুধু কষ্টই পায়, মুস্তাফিজ ভাই?

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নজমুল আলবাব এর ছবি

ইচ্ছে হলো, ফেলে দিলাম, মায়া কি এমন কিছু?

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

চড়ুই এর ছবি

সময়ের সাথে পাল্লা দিতে দিতে হেরে যাচ্ছি সবাই। লেট হয়ে যায় সর্বত্র।
কবিতা ভালো লাগলো।
সব 'বাবাই'দের জন্য আদর।

নজমুল আলবাব এর ছবি

সব কিছুতেই পিছিয়ে পড়ি।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অনন্ত [অতিথি] এর ছবি

অসাধারণ!

===অনন্ত===

সাফি এর ছবি

অসাধারণ

রেনেট এর ছবি

কোন দুঃখে যে পড়তে গেছিলাম!
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নজমুল আলবাব এর ছবি

অনন্ত এবং সাফি কে অনেক ধন্যবাদ।

রেনেট, দুঃখিত। আমি লোকটা খ্রাপ।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অতন্দ্র প্রহরী এর ছবি

সার্থক কবিতা। ছুঁয়ে গেলো একেবারে। কবিতা, এবং কবিতার পেছনের গল্প।

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ অ.প্র।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

শাহেনশাহ সিমন এর ছবি

আপনে খ্রাপ লুক!
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নজমুল আলবাব এর ছবি

হ, খুবি খ্রাপ।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।