মাথেল মাথা থেকে নেজ বলো কলে ফেলেছি... এ্যা... এ্যা...

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: শুক্র, ০৯/০৪/২০১০ - ১:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাকে তিনি গল্প বলেন। ছবি দেখান। সম্ভবত সেটা এক বছর বয়েসের ছবি। সাদাকালো ছবি। একই বয়েসের দুজনের দুটি ছবি। কিন্তু পোষাক একি। একজনের সাত বছর পর আরেকজনের ছবি তোলা হয়েছে। প্রথম ছবিটা তুলে যত্ন করে তুলে রাখা হয়েছিলো পোষাকটা। ছবির নিচে লেখা আছে এপ্রিলের ৯ তারিখ... এটা ভুলও হতে পারে আমার।

আরেকটা ছবি রঙিন। বিখ্যাত আলোকচিত্রি আমানুল হক এর তোলা। প্রাণখোলা হাসিমাখা সেই ছবিটা। ছবির বর্ণনা দিতে গিয়ে বলেন, এসব কাপড় ছবিয়ালের নিজের। ছবি তোলা শেষ হলে আবার খুলে নিয়ে যেতেন! সাথে একটা মজার ঘটনা বল্লেন, একবার উপর থেকে গাছের নিচে দাঁড়ানো বাচ্চার ছবি তোলার প্ল্যান করে তিনি এলেন। এসে সেই মডেলকে পাঠালেন নিচে আর তিনি উপর তলার জানালা দিয়ে ক্যামেরা ধরে বসে থাকলেন। হঠাৎ সেই মডেল কানে হাত দিয়ে আজান দেয়া শুরু করে। ডানপিটে মডেলের কারণে ছবিটাই আর তোলা হলো না।

আমরা আসলে গল্প করছি এই মডেলকে নিয়ে। ছবিয়াল আসলেন তার কথা বলতে গিয়েই। আর গল্প করছেন মডেলের জননী নিজেই। পুরো একটা দিন যিনি আমাকে পরম মমতায় কাছে বসিয়ে নানান বিষয় নিয়ে কথা বলেছেন। আর ফাঁকে ফাঁকে বলেছেন মডেলের গল্প।

স্কুলে ভর্তি হওয়ার গল্পটাও মজার। সেখানে একেকজনকে একেকভাবে যাচাই করা হচ্ছিল। পরীক্ষা শেষে তিন বছরের গ্যাদার সে কি কান্না। মা কোন মতেই থামাতে পারেন না। একসময় একটু যখন কান্নার গমক থামলো, তখন জানা গেলো, সে একটা মাছ এঁকে দিয়ে এসেছে। যেটার শরীরের চে লেজটা অনেক বড়ো হয়ে গেছে! তাই এতো কান্না।

ছবি আঁকায় সে বরাবরই সিরিয়াস। এই কাজ করেই সে একটা চমৎকার মেয়েকে সেই নাবালক বয়েসে পটিয়ে ফেলে। যে এখনও তার সাথে লেপ্টে আছে। ঈশ্বরকে ধন্যবাদ, তাকে এই গুনটা তিনি দিয়েছিলেন বলেই কপালে এমন চমৎকার মেয়েটা জুটলো। নয়তো...

আমানুল হক এর মডেল ছেলেটা কিন্তু পরে নিজেই হয়ে গেছে ফটুয়াল। তার তোলা চমৎকার সব ছবি আমি দেখেছি। আপনারাও দেখে থাকবেন অনেকেই। তার করা অসাধারণ ব্যানারে সচল হয়েছে সচল।

আমি জানি আপনারা ধরে ফেলেছেন কার কথা বলছি। অরূপ এর কথাই বলছি। পাগলা অরূপ। আজ ওর জন্মদিন। শুভ জন্মদিন অরূপকথার রূপকারকে।


মন্তব্য

রেনেট এর ছবি

শুভ জন্মদিন অরুপ ভাই। আপনাকে মিস্করি।
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

গৌরীশ রায় [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন অরূপ !!!

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, অরূপ হাসি

সবজান্তা এর ছবি

শুভ জন্মদিন ব্রাদার... বেঁচে বর্তে থাকুন আরো অনেক বছর !


অলমিতি বিস্তারেণ

তানিয়া এর ছবি

প্রিয় অরূপ
জন্মদিনে অনেক অনেক অনেক শুভেচ্ছা।
ভালো থাকুন সবসময় ভাই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

খুব তো মাস্তি করে বেড়াচ্ছেন দেখি... তা পার্টি কই? ইশ, আগে জানা ছিলো না। তাইলে ঘরেই স্বউদ্যোগে পার্টি করে ফেলতাম একটা। উছিলা আর কী... যাহোক...

শুভ জন্মদিন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুজন চৌধুরী এর ছবি
সুহান রিজওয়ান এর ছবি

অরুপদা'র ছবির আমি বিশাল ফ্যান একজন...

শুভ জন্মদিন, অরুপদা !!

_________________________________________

সেরিওজা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ জন্মদিন অরূপ। ফিরে এসো বাহে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শরতশিশির এর ছবি

শুভ জন্মদিন, অরূপ!

শুধু শুভেচ্ছা জানাতে লগালাম এখন।

আশা করি দিনটি ভাল কাটবে আপনার আজকে।

ভাল থাকবেন। হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

অমিত এর ছবি

জন্মদিনে শুভেচ্ছা

ধুসর গোধূলি এর ছবি

- আমি একদমই ধরতে পারি নাই বাউল ভাই, একদমই না! মন খারাপ

অনেক অনেক শুভেচ্ছা জিজু।

অন্তত এই শুভেচ্ছাটুকু নিও...!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শুভেচ্ছা নিরন্তর ...

মাহবুব লীলেন এর ছবি

বর্ণনা পড়ে প্রথমে মনে হচ্ছিল চাচা নজমুল তার কোনো ভাতিজার কথা বলছেন। পড়তে পড়তে একসময় মনে হলো পিতা নজমুল বলছেন তার পুত্রের কথা

পরে দেখি অরূপ

০২

শুভদিন

নূপুরের ছন্দ এর ছবি

শুভ জন্মদিন।।

ভ্রম এর ছবি

শুভ জন্মদিন! হাসি

রণদীপম বসু এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা! সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। সবাইকে নিয়ে, সবসময়।

'রূপের মাঝে অরূপ তুমি বাজাও আপন সুর...'

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন

...........................
Every Picture Tells a Story

চড়ুই এর ছবি

জন্মদিন শুভ হউক, ভালো থাকুন সবাইকে নিয়ে।

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন অরূপ!



অজ্ঞাতবাস

_প্রজাপতি এর ছবি

সুন্দর কাটুক এই জন্মদিন। শুভেচ্ছা রইলো।

---------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

নিবিড় এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন, অরূপ ভাই।

তিথীডোর এর ছবি

শুভ জন্মদিন! হাসি

[বাউলদা,
>একই বয়সের
>খুলে নিয়ে যেতেন
>দাঁড়ানো
>ঈশ্বর]

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নজমুল আলবাব এর ছবি

অনেক ধন্যবাদ। ঠিক করা হলো।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন।

মিতু
রিফাত জাহান মিতু

মেহবুবা জুবায়ের এর ছবি

"কপালে এমন চমৎকার মেয়েটা জুটলো।" ওর বউ ভাগ্য আসলেই ভালো। কিসের গলায় যেন মুক্তোর মালার মতো। আচ্ছা অরূপ মেষরাশি হয় কেমন করে? আমি তো ভেবেছিলাম, সিংহরাশি!!

--------------------------------------------------------------------------------

উজানগাঁ এর ছবি

শুভ জন্মদিন হাসি

বর্ষা এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

মূলত পাঠক এর ছবি

শুভ জন্মদিন অরূপ। ভালো থাকুন।

অরূপ এর ছবি

অনেক ধন্যবাদ



অরূপের ব্লগ @ http://etongbtong.blogspot.com
অরূপের ফ্লিকার @ http://www.flickr.com/photos/harvie-krumpet


অরূপের ব্লগ @ http://etongbtong.blogspot.com
অরূপের ফ্লিকার @ http://www.flickr.com/photos/harvie-krumpet

কীর্তিনাশা এর ছবি

জন্মদিনের শুভ কামান অরূপ ভাই!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।