সন্তাপ ০২

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: মঙ্গল, ২৮/০২/২০১২ - ২:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

০৯.০৭.১২

প্রথম ঘন্টায় হিসেবে মিলেছে গত ঘন্টার কণ্ঠস্বর
দ্বিতীয় দিনে বলেছি গতকাল, এভাবে প্রতিদিন
পূর্ববর্তি দিনকে টেনে এনেছি …
অষ্টম দিবসে এসে আর 'গত' বলতে পারি না
বলতে হয় গত বৃহস্পতির আগের বৃহস্পতিবার!
হায়, এত দ্রুত তুমি দুরে সরে যাও
হায়, এত দ্রুত তুমি স্মৃতি হও!

শূন্যতা

কল লিস্ট থেকে তোমর নামটা উধাও
শেষবার দেখেছি ১৩৪ টা মিস্ড কল
৩২ টা কল আর ডায়াল লিস্টে কিছুই নেই!

হু, কিছুই নেই, আমি তোমাকে ফোন করিনি
ইদানিংকালে, কোনদিনই না মনে হয়, ঘন্টায়
ঘন্টায় উল্টোদিক থেকে কথা বলা হলে এপাশ
থেকে কি সেরকম টান থাকে? থাকে না বোধয়

১৩৪ টা মিস্ড কল মানে কমপক্ষে তিরিশটা সকাল,
বিশটা দুরের যাত্রা, কমপক্ষে বিশবার তোমাকে উপেক্ষা!
সবকিছু মনে পড়ে না, মনে পড়বে না। শুধু শেষবার,
জীবনের শেষবার, চলে যাবার ঠিক আগে আগে একেবারে
স্বাভাবিক কণ্ঠে যখন বল্লে, ‘শরীরটা খারাপ লাগছে
একটু আয়,’ এই কথাটা ভুলবো না। কল লিস্ট থেকে
তোমার নাম মুছে গেছে, আরো অনেক লিস্ট থেকে কাটা
পড়বে তোমার নাম, শুধু খুব গোপনে গভীরে আমার কানে
বাজবে, শরীরটা খারাপ লাগছে, খারাপ লাগছে, খারাপ লাগছে…

কি অপার শূন্যতায় ফেলে গেলে আমায়, তা কি বুঝ তুমি?


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

অনেকদিন তো হলো, শোক ধরে থাকতে নেই।

...........................
Every Picture Tells a Story

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ। চাই, কিন্তু চাইলেই কি পারা যায়?

শমশের এর ছবি

অপু
তোমার লেখা পড়লেই আমার বাবার কথা মনে পড়ে যায়।
প্রায় ১৪ বছর হয়ে গেছে। এখন আর সবসময় মনেও পড়েনা, শুধু বিভিন্ন অনুষ্ঠানে বা বিশেষ দিনে তার অভাব বোধ করি।
মন খারাপ করা কবিতা।

নজমুল আলবাব এর ছবি

দিনে দিনে নাকি সব ভাবনা হালকা হয়, স্মৃতি ঝাপসা হয়... আমারতো কিছুই হয় না।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমাদের মতো মানুষদেরকে দেখুন কবি! আমরা তো বছরের পর বছর ধরে এই শোক বুকে নিয়ে বেঁচে আছি।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নজমুল আলবাব এর ছবি

শোকের দিন শুধু বাড়তেই থাকে

সুমিমা ইয়াসমিন এর ছবি

তোর আজকালকার লেখাগুলো পড়লেই মন খারাপ হয়ে যায়! তবু পড়তে এতো ভালো লাগে...!

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ।

সুমন তুরহান এর ছবি

আব্বুকে মনে পড়ে।

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

নজমুল আলবাব এর ছবি

আব্বুকে ভুলা যায় না।

সুপ্রিয় দেব শান্ত এর ছবি

এই রকম করে করে আমিও ২ মাস পার করে ফেললাম। হাসপাতালের বিছানায় শুয়ে তোমার কাতরানো এখনও চোখে ভাসে। পুরো বাসায় সারাক্ষণ তোমাকে খুজে ফিরি। ভালো থেকো তুমি।

নজমুল আলবাব এর ছবি

আমাদের ছায়া নাই আর

সুলতানা পারভীন শিমুল এর ছবি

. . .

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নজমুল আলবাব এর ছবি
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রোফাইল ঠিক্কর্ছি।

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ

অতন্দ্র প্রহরী এর ছবি

মনটা খারাপ হয়ে যায় এসব লেখা পড়লে।

নজমুল আলবাব এর ছবি

আমারও

অতন্দ্র প্রহরী এর ছবি

তাইলে মন ভালো করা একটা লেখা দেন। হাসি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

মন খারাপ হয়ে গেল।

নজমুল আলবাব এর ছবি

দুঃখিত

নজমুল আলবাব এর ছবি
দুষ্ট বালিকা এর ছবি

মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দ্রোহী এর ছবি

মন খারাপ

নজমুল আলবাব এর ছবি
আনন্দী কল্যাণ এর ছবি

মন খারাপ

নজমুল আলবাব এর ছবি
ঝরাপাতা এর ছবি

তিনি হলেন বনস্পতির ছায়া . . . . এই আশ্রয়টুকুর বড় বেশি দরকার জীবনের বন্ধুর পথে . . . .
তবে যেখানেই থাক তার আশীর্বাদের ছায়া নিশ্চয় সাথেই আছে আপনার. . . .
শত কষ্ট নিয়েও ভালো থাকুন কবি. . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।