শান্ত, স্নিগ্ধ, স্রোতময় জলধারা তুমি
নীলাকাশ যেনো মিশেছে নতজানু হয়ে
তোমার পায়। আমি মুগ্ধ কিশোরের মতো
তোমারে দেখি, আমি তোমার কোমলে ভাসাই নিজেরে...
আর বড় অসহায় লাগে, যখন দেখি তোমার ষোল আনার
দখল নিয়েছে পাইক-পেয়াদাতে, আমি এক বোকালবাব, জলকাতর,
ভালোবাসারও যার নাই অধিকার। তবু তুমি জেনে রাখো রেনুকা,
তোমারে ভালোবাসবে না আর কেউ আমার মতো, আমি ছাড়া আর
নাই কোন যোগ্য প্রেমিক তোমার...
রেনুকা, জলবতী আমার, ভালোবাসতে দেবে?
মন্তব্য
ধন্যবাদ
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ভাল্লাগলো। একটু এদিক-ওদিক করলে সুন্দর গান হবে একটা।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
হু।
রোজ রোজ বল না, খালি মন খারাপ করি। আজকে যে পেমের কথা লিখলাম, মন ভালো হয় নাই?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ভালো আর কী হবে। এর মধ্যেও তো মন খারাপের সুর মিশায়ে দিছেন। আপনার মিয়া দুই হাত ভরা বিষণ্ণতা।![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
হ, দুইহাতে বিষণ্নতা আর মুখে ভরা বিষ
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অধিকার কি ভিক্ষা করে পাওয়া যায়? অর্জণ করে নিতে হয়। আপনি তো এম্নিতে ই ডিসকোয়ালিফায়েড।
ভিক্ষারও ফজিলত আছে ভাই/ বইন।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ভালো লাগলো।![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
রেনুকা নদী দেখাবে বলে কথা দিয়েছিলে।
তুমি, শাওন, দুজনই।
...........................
Every Picture Tells a Story
আপনেতো সময় দিলেন না। রেনুকায়তো হুট করে যাওয়া যায় না। সময় নিয়ে যেতে হয়।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
এই রেণুকা নদী নিয়ে শাওন দার লেখা দেয়ার কথা ছিলনা?
বড় লেখকদের নানান বিষয়ে কথা দেয়া নেয়া থাকতে পারে। পদ্যলেখক আলবাব তার খবর রাখবে কেমন করে?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
রেনুকা কি নদী, নাকি নারী, নাকি প্রকৃতি, নাকি দেশ? এর সঠিক উত্তর যা-ই হোক, তাতে কী যায় আসে এমন। পাঠক তার নিজের মতো করেই সেটা ভেবে নেবে।
আমার মনে হয় রেনুকা সাধারণত কানে কালা। সে জন্মান্ধও হতে পারে। জিব্রানের মতো করে স্পর্শের ভাষায় তার সাথে কথা বললেও সে কি ঠিক মানে টা বুঝতে পারে? না বোধহয়।
তবু বোকালবাবেরা রেনুকাকে নিয়ে পদ্য লিখে যায়। আর পাইক-পেয়াদারা রেনুকার ষোলআনা দখল করে নেয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
রেনুকা শুধুই রেনুকা, তারে নিয়া কেবল পদ্যই লেখা যায়। আর কিছু না।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
রেনুকা যার দখলেই থাক, বোকালবাবদের ভালোবাসায় ঘাটতি পড়ে না। তারা বড় বেশি জলকাতর, দুঃখ ছাড়া এতো জল কোথায় মিলবে? কবিতা ভালো লাগলো খুব।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ধন্যবাদ ঝরু। অনেকদিন পর।
হু, বোকালবাবদের অনেক জল, তারা জলজ
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
যত বিষন্নই হোক মন; কবিতার প্রতিটি পংক্তি মনে করিয়ে দিল, এমন ভালোবাসতে পারে শুধু সৌভাগ্যবানেরাই! রেণুকা যার দখলেই থাক, ভালোবাসা আপনার দখলে,কবি! ভালো থাকুন, আরো অনেক কবিতা চাই!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
ভালো লাগলো।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
মণিকা রশিদ এবং সবুজ পাহাড়ের রাজা'কে অনেক ধন্যবাদ পাঠ ও প্রতিক্রিয়া জানানোর জন্য।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন