কবিতা লেখার এবং কবিতা যাপনে ব্যর্থ হলে মানুষটা আর মানুষ থাকে না। আর যে মাঝামাঝি আটকে থাকে সে একটা কিম্ভুতে পরিণত হয়। সম্ভবত আমিও একটা কিম্ভুত। জোর জবরদস্তি করে আমি প্রায়শঃ এটা সেটা লিখে ফেলি এবং পদ্য বলে ভান করি। সেসবে নেমে আসা কিছু পদ হয়তো থাকে, বাকিটা ইট-সিমেন্টের কারিকুরির মতো।
কাগজে, কিংবা কম্পিউটারে মাঝে মাঝে একটা-দুটো লাইন কেমন করে যে আসে... আমি সেসবের সুরাহা করতে পারি না অনেক সময়। প্রবল আলস্য আমার, চেষ্টাও খুব বেশি করি না। টুকরো টাকরা কাগজ একসময় উড়ে যায়, হারিয়ে যায়। কিন্তু জিমেইলের ড্রাফ্ট কিংবা কম্পিউটারে হঠাৎ খোলা কোন ওয়ার্ড ফাইলে টোকে রাখা কিছু লাইন মাঝে মাঝে খুলে যায়। আমি সেসব দেখি, পড়ি, কিন্তু তাদের আর কোন গতি হয় না। ফেলে দিতে চাই, তাও পারি না। কেমন মায়া লাগে। মাঝে মাঝে অবাক হই, মানুষ মানুষকে অবলীলায় ছুড়ে ফেলে দিতে পারে, আমিও হয়তো দেই, কিন্তু এই বিচ্ছিন্ন লাইনগুলোকে কেনো ফেলতে পারি না? মানুষ কতো বিচিত্র সেটা আমি নিজেরে দিয়েই বুঝতে পারি। বড় বিচিত্র মানুষ, তারও চে বেশি বিচিত্র তার যাপিত জীবন ...
১.
এইসব কথার মারপ্যাচে তুমি কি বলো?
তা কি জানে তোমার মন?
আঙুল প্রত্যহ মানবিক চাওয়াকে করে গোপন,
তুমি কি নিজেরে ফাঁকি দাও মেয়ে?
২.
এইসব রতিহীন রাত, কবিতার রাত,
রাতের নিরবতা, জলজ বিষণ্নতা আর
তার স্থিরতায় তুমি একবার ভাসো।
ডুববেনা জেনে রাখো, প্রশান্তি
৩.
কত রাত হলে ভাসবো বলো?
কতো রাত হলে হবে রাধা?
৪.
দুঃখের কথায় রমণী তবে ভয় পায়!
নিয়ম ভাঙার অনিয়মে এত ভয়!
৫.
স্রোতের আছে রকমফের, মানবিক সম্পর্কের মতো।
কতটা স্রোতস্বিনি হবে আর কতটা সম্পর্কে জড়াবে
লীলাবতী, তার কতটাইবা জানে বাউল?
৬.
এইসব কবিতার রাত, রতিহীন,
কি সত্য বহন করে? নাকি
সকলই মিথ্যা, অনুযোগ, সন্তাপ…
৭.
স্থির কোন ভাবনায় আটকে থাকতে পারে মানুষ?
যোগীনির কি আছে কোন বিশেষ আবরণ?
নেই যদি বলে লোকে, তবে কেনো প্রশ্ন তোলে শান্ত স্থিরতার?
৮.
এতো হিসাব করো কেনো? কেনো এতো নিয়ম মানা?
তুমি শেখোনি কেনো, বুকের ঘ্রাণ না দিয়েও ভরসার
ওম দেয়ার গোপণ কোশলতা?
এতো ভয় করে, এতো ভয়, এই বুঝি দুর্বল সম্পর্কের
সুতো কেটে উড়ে যায় লীলাবতি ঘুড়ি, ভোকাট্টা…
৯.
আলবাব, তুমি নিজেই তোমার বন্ধু নও
লীলাবতী সেতো বহুদুর, তবু আজ আকাশ
ঢেকে গেলে কালো মেঘে, তোমার কেনো
ইচ্ছে করে বৃষ্টি খেলবার? হবে না, না।
১০.
সীমান্তে দাড়ালেই চোখে পড়ে পাহাড়ের সারি,
মাঝে মাঝে কানে আসে ঝর্ণার পতনের শব্দ।
আমি মন খারাপ করি, মন খারাপ
যে পাহাড় আমি ছুতে পারি না, যে ঝর্ণায়
আমি ভিজতে পারি না, সে পাহাড়ে সে ঝর্ণায়
নাই আমার মুগ্ধতা, আমি হিসেব করি
সমৃদ্ধির শেষ আর শুরু হলো আমার।
তুমি এক দুরের মানুষ, আমি ছুতে পারি না
আমি দেখতে পারি না তোমায়, তবু তোমারে
আমার বড় বেশি আপন মনে হয়, সীমান্তের
হিসাব এখানে মিলে না, এ বড় মানবিক হিসাব
লীলাবতি, এ তুমি বুঝবে না।
১১.
এই বিশ্রি শহরে তুমি কি করো?
এই শহরতো তোমার নয়, আমারও নয়।
এখানে বড্ড বেশি ভীড়, এখানে বড্ড কোলাহল
হারিয়ে যাওয়ার মতো অচেনা শহর।
সাবধানে থেকো লীলাবতী, তৈরি করো পরিচিত বলয়
১২.
আমি জানি, তুমি ভাবছোনা আমার কথা
তোমার প্রাত্যহিকে আমি নেই, থাকি না
তোমার অভ্যাসে, আনন্দে, অভিসারে…
মন্তব্য
বিষাদ... ভালো লাগলো, সবচাইতে ভালো লাগলো দ্বিতীয়টি, নিজের বলে মনে হলো --- নিজের বলে মনে হলো প্রস্তাবনার অংশটুকু। ভালো থাকবেন, শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ এহসান।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
চমৎকার -অসম্ভব চমৎকার প্রথম অংশটুকু-- প্রতিবিম্ব প্রতিচ্ছবি--লিখুন আরও।
ধন্যবাদ। লিখতেতো চাই-ই। কিন্তু হয় না। হবে না, কিচ্ছু হবে না
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ভুল ধারনা। আপনার লেখার ভঙ্গি তে একটা চমৎকার সহজ ভাব আছে। হটাৎ করে মনে হয়, অনেক দিন চিনি বোধহয়। এই চেনাটাই আপনাকে চিনিয়ে নিয়ে চলে , নিজের সঙ্গে অন্যদের- যারা ঠিক আপনারই মতো । মনে হয়না, বড় একটা প্ল্যাটফর্ম এ দাঁড়িয়ে মানুষ দেখছি? সংসার ভালো লাগেনা,তবু সংসার এই বসবাস - এত বাউলমন টাই কি চমৎকার বৈচিত্র্য নয়?
লিখুন আপনি,ভাল লাগছে ।
এই রে...
আমার পক্ষে আর প্রতিমন্তব্য করা সম্ভব না। আপনে মহান। ভালো থাকেন। অফুরান ধন্যবাদ জানবেন।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ভালো থেকো বাউল
...........................
Every Picture Tells a Story
ভালো থাকি আর না থাকি, ভালো আছি বলতে শিখে গেছি এবার।
আপনিও ভালো থাকবেন ভাইজান।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ভালো লাগল, অপু দা।
কবিতার রাত- আহা, কি অপূর্ব ঝঙ্কারময় শব্দগুচ্ছ !
facebook
খুব কাছের লোক ছাড়াতো আমারে দাদা-টাদা কেউ ডাকেনারে ভাই!!!
ধন্যবাদ
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সবচেয়ে বেশী ভালো লাগলো ৭ নাম্বারটা।
নেই যদি বলে লোকে, তবে কেনো প্রশ্ন তোলে শান্ত স্থিরতার? কী দারুণ একটা লাইন! লেগে থাকো, তোমার হবে।
--------------------------------------------------------------------------------
লেগেইতো আছি। বেহায়া মিটারে আমি একদম উপরতালের লোক। কিন্তু হবে না, এইটা জানি।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
কোমলতা, বিষণ্ণতা কিংবা কোমল বিষণ্ণতা আপনার মারণাস্ত্র। সেই অস্ত্রে পাঠকের কি ঘায়েল না হয়ে উপায় আছে??
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
পাঠকরেতো ঘায়েল করতে চাই না। সাথে রাখতে চাই। যাতে প্যানপ্যানানিটা নিয়মিত শোনাতে পারি।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ভীষণ ভালো লাগলো।
এটাই বোধ হয় কবিতার বিপন্ন বিস্ময়।
ডাকঘর | ছবিঘর
কবিতার বিস্ময় বিপন্ন টিপন্ন হয় না হে। কবি হারামজাদাই বরং বিপন্ন থাকে। সর্বসময়
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
১, ৮, ৯, ১২...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ধন্যবাদ
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
কবিতার মত খ্রাপ জিনিস দুনিয়াতে আর কি কি আছে?
কবিতা
দ্রুত পরিবর্তন হয়ে যাওয়াটাও খারাপ জিনিস।
ধন্যবাদ।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
কে বলে হবে না? হবে রে বাউল ভাই হবে।
চালায়ে যান।
চালাইতে চালাইতে হয়রান হয়ে গেছি
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আপনার লেখা গদ্যগুলোও চমৎকার কবিতা হয়ে যায় ।
ধন্যবাদ সাবেকা।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নাহ্ ! এই নষ্ট লোকগুলো আবার দুর্বহ পঙক্তির ঘোরে ফেলে দেবে দেখছি !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
'তুমি শেখোনি কেনো, বুকের ঘ্রাণ না দিয়েও ভরসার
ওম দেয়ার গোপণ কোশলতা?' ।।। ।।। আমি এত বেশি বিনয় অনেক বছর বাদে পড়লাম , আপনার কবিতার ভূমিকার কথা বলছিলাম ।।।
আফরিন আহমেদ
নতুন মন্তব্য করুন