ফোন বিল

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: রবি, ০৮/০৪/২০১২ - ৪:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফোন বিল এলো, একাশি টাকার
গতমাসে এসেছিলো, তার আগের
মাসে, তারও আগের মাসে, প্রতিমাসে
একটা করে, প্রতিবারই একাশি টাকা...

মূলত, একা মানুষের ফোন থাকতে পারে
হয়তো, কথা বলার কেউ থাকে না


মন্তব্য

পুতুল এর ছবি

হয়তো কথা বলার কেউ থাকে না।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নজমুল আলবাব এর ছবি

যেদিন একেবারে বেকার হয়ে পড়ি, সেদিন আশ্চর্য হয়ে খেয়াল করি, কথা বলার মতো, আড্ডা দেবার মতো কেউ নেই।

তারেক অণু এর ছবি

জটিল ।।।
বাউল ধরনের কথা--

নজমুল আলবাব এর ছবি

সহজ কথারে ভাই।
ব্যর্থ বাউলের সরল কথা। হাসি

বাউলিয়ানা এর ছবি

শুধু লাইন চার্জ!

নজমুল আলবাব এর ছবি

নাহ, লগে ভ্যাট আছে

সুমিমা ইয়াসমিন এর ছবি

কথা বলার কেউ না থাকাই দেখি লাভজনক!

নজমুল আলবাব এর ছবি

হ, ব্যপক লাভজনক। আর ফোন করিস না।

cresida এর ছবি

অসাধারন লাগলো আমার কাছে। ছিপছিপে ও মসৃন।

ক্রেসিডা

cresida এর ছবি

বাই দ্য ওয়ে, বয়রাদের ও ফোন কিনার শখ থাকে হাসি সেক্ষেত্রে একি বিল আসবে হিহিহিহিি

জাষ্ট কিডিং

ক্রেসিডা

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ।
কিন্তু বয়রাদের ফোন কেনার শখ হবে কেনো? চিন্তিত

সাবেকা এর ছবি

কথা বলার মত কেউ থাকেনা আসলেই কারো কারো ।

নজমুল আলবাব এর ছবি

কারো কারো মন খারাপেরও যেমন অধিকার থাকে না

অনিন্দ্য রহমান এর ছবি

মনের দুঃখে একা-শি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নজমুল আলবাব এর ছবি

জেন্ডার খোজো ক্যান সব কিছুতে? আর খুজলাই যখন সেইটাতো হি হওয়া উচিত, অন্তত লেখকের কথা চিন্তা করা উচিত না তোমার?

প্রদীপ্তময় সাহা এর ছবি

খুব ভাল লাগল ।

কথা শোনারও কেউ থাকেনা বোধহয়।

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ

ইয়াসির এর ছবি

চিন্তা করবেন না, কোন এক মাসে ভুতুড়ে বিল এসে সব পুষিয়ে দেবে

নজমুল আলবাব এর ছবি

চিন্তাতো ছিলো না। কিন্তু আপনার ভুতুড়ে বিলের কথায় মহা চিন্তায় পড়ে গেলাম।

কুমার এর ছবি

"কথা বলার কেউ থাকে না"

নজমুল আলবাব এর ছবি
ওডিন এর ছবি

মূলত, একা মানুষের ফোন থাকতে পারে
হয়তো, কথা বলার কেউ থাকে না

নজমুল আলবাব এর ছবি
আশালতা এর ছবি

আপনার কবিতাগুলো কেমন যেন। পড়বার পর আর কথা খুঁজে পাইনা, ঝিম ধরে যায়।

----------------
স্বপ্ন হোক শক্তি

নজমুল আলবাব এর ছবি

আপনার এই কমেন্টের উত্তরওতো আমি খুজে পাচ্ছি না। অনেক ধন্যবাদ।

কল্যাণ এর ছবি

_______________
আমার নামের মধ্যে ১৩

গৌরীশ রায় এর ছবি

বোবার কোন শত্রু নাই , হে নজমূল আলবাবা

নজমুল আলবাব এর ছবি

আমিতো বোবা নারে আমার ছেলের বাবা।

নিলয় নন্দী এর ছবি

ইয়াসিরের মন্তব্যটা এক্কেরে কারেক্ট।
ভূতুড়ে বিল দরজা দিয়ে এলেই সব কাব্য জানালা দিয়ে চম্পট।
দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি

নজমুল আলবাব এর ছবি
ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আপনি বাউল মানুষ, ফোন নিতে গেছেন ক্যান? এখন দেন একাশি টাকা করে জরিমানা!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নজমুল আলবাব এর ছবি
নীড় সন্ধানী এর ছবি

চিন্তার কথা! একাশির নামতা পড়ি নাই কোন কালে চিন্তিত

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

নজমুল আলবাব এর ছবি

মোবাইলে ক্যালকুলেটর নাই?

অনুপম ত্রিবেদি এর ছবি

বাউলের কথা বলার মতো কেউ না থাকলে, আমারে ফুন্দিলেই হয়। তিনতলা লাঠিটার একটু খোঁজ-খবর লই ।।।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নজমুল আলবাব এর ছবি

আইচ্ছা, এখন থাইকা দিমুনে।

খেয়া'দি এর ছবি

তারে ফোন করতে ইচ্ছা করে, কিন্তু করি না। তাই ফোনের খরচ বাঁচে।

নজমুল আলবাব এর ছবি

আপ্নের না দুইটা ফোন

কল্যাণ এর ছবি

মারাত্মক চিন্তার কথা, নাম্বার দিমু একখান? আইএসডি চার্য আইবো কয়া রাখলাম। দেঁতো হাসি

_______________
আমার নামের মধ্যে ১৩

নজমুল আলবাব এর ছবি

দেন দেখি

কল্যাণ এর ছবি

দুই খান দিছি, আপনার ইমেইলে দেঁতো হাসি

_______________
আমার নামের মধ্যে ১৩

তানিম এহসান এর ছবি

হয়তো, কথা বলার কেউ থাকে না!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

একা মানুষের ফোন থাকতে পারে
হয়তো, কথা বলার কেউ থাকে না

আপনি মানুষটা খুব খ্রাপ। আপনার লেখা পড়লে মন বিষণ্ণ হয়ে যায়। মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।