ফোন বিল এলো, একাশি টাকার গতমাসে এসেছিলো, তার আগের মাসে, তারও আগের মাসে, প্রতিমাসে একটা করে, প্রতিবারই একাশি টাকা...
মূলত, একা মানুষের ফোন থাকতে পারে হয়তো, কথা বলার কেউ থাকে না
হয়তো কথা বলার কেউ থাকে না।
********************** ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ! !কাশ বনের বাঘ!
যেদিন একেবারে বেকার হয়ে পড়ি, সেদিন আশ্চর্য হয়ে খেয়াল করি, কথা বলার মতো, আড্ডা দেবার মতো কেউ নেই।
------------------------ ভুল সময়ের মর্মাহত বাউল
জটিল ।।। বাউল ধরনের কথা--
facebook
সহজ কথারে ভাই। ব্যর্থ বাউলের সরল কথা।
শুধু লাইন চার্জ!
নাহ, লগে ভ্যাট আছে
কথা বলার কেউ না থাকাই দেখি লাভজনক!
হ, ব্যপক লাভজনক। আর ফোন করিস না।
অসাধারন লাগলো আমার কাছে। ছিপছিপে ও মসৃন।
ক্রেসিডা
বাই দ্য ওয়ে, বয়রাদের ও ফোন কিনার শখ থাকে সেক্ষেত্রে একি বিল আসবে হিহিহিহিি
জাষ্ট কিডিং
ধন্যবাদ। কিন্তু বয়রাদের ফোন কেনার শখ হবে কেনো?
কথা বলার মত কেউ থাকেনা আসলেই কারো কারো ।
কারো কারো মন খারাপেরও যেমন অধিকার থাকে না
মনের দুঃখে একা-শি
জেন্ডার খোজো ক্যান সব কিছুতে? আর খুজলাই যখন সেইটাতো হি হওয়া উচিত, অন্তত লেখকের কথা চিন্তা করা উচিত না তোমার?
খুব ভাল লাগল ।
কথা শোনারও কেউ থাকেনা বোধহয়।
ধন্যবাদ
চিন্তা করবেন না, কোন এক মাসে ভুতুড়ে বিল এসে সব পুষিয়ে দেবে
চিন্তাতো ছিলো না। কিন্তু আপনার ভুতুড়ে বিলের কথায় মহা চিন্তায় পড়ে গেলাম।
"কথা বলার কেউ থাকে না"
হু
______________________________________ যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হ
আপনার কবিতাগুলো কেমন যেন। পড়বার পর আর কথা খুঁজে পাইনা, ঝিম ধরে যায়।
---------------- স্বপ্ন হোক শক্তি
আপনার এই কমেন্টের উত্তরওতো আমি খুজে পাচ্ছি না। অনেক ধন্যবাদ।
_______________ আমার নামের মধ্যে ১৩
বোবার কোন শত্রু নাই , হে নজমূল আলবাবা
আমিতো বোবা নারে আমার ছেলের বাবা।
ইয়াসিরের মন্তব্যটা এক্কেরে কারেক্ট। ভূতুড়ে বিল দরজা দিয়ে এলেই সব কাব্য জানালা দিয়ে চম্পট।
আপনি বাউল মানুষ, ফোন নিতে গেছেন ক্যান? এখন দেন একাশি টাকা করে জরিমানা!
চিন্তার কথা! একাশির নামতা পড়ি নাই কোন কালে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-. সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
মোবাইলে ক্যালকুলেটর নাই?
বাউলের কথা বলার মতো কেউ না থাকলে, আমারে ফুন্দিলেই হয়। তিনতলা লাঠিটার একটু খোঁজ-খবর লই ।।।
========================================================== ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আইচ্ছা, এখন থাইকা দিমুনে।
তারে ফোন করতে ইচ্ছা করে, কিন্তু করি না। তাই ফোনের খরচ বাঁচে।
আপ্নের না দুইটা ফোন
মারাত্মক চিন্তার কথা, নাম্বার দিমু একখান? আইএসডি চার্য আইবো কয়া রাখলাম।
দেন দেখি
দুই খান দিছি, আপনার ইমেইলে
হয়তো, কথা বলার কেউ থাকে না!
একা মানুষের ফোন থাকতে পারে হয়তো, কথা বলার কেউ থাকে না
আপনি মানুষটা খুব খ্রাপ। আপনার লেখা পড়লে মন বিষণ্ণ হয়ে যায়।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
মন্তব্য
হয়তো কথা বলার কেউ থাকে না।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
যেদিন একেবারে বেকার হয়ে পড়ি, সেদিন আশ্চর্য হয়ে খেয়াল করি, কথা বলার মতো, আড্ডা দেবার মতো কেউ নেই।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
জটিল ।।।
বাউল ধরনের কথা--
facebook
সহজ কথারে ভাই।
ব্যর্থ বাউলের সরল কথা।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুধু লাইন চার্জ!
নাহ, লগে ভ্যাট আছে
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
কথা বলার কেউ না থাকাই দেখি লাভজনক!
হ, ব্যপক লাভজনক। আর ফোন করিস না।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অসাধারন লাগলো আমার কাছে। ছিপছিপে ও মসৃন।
ক্রেসিডা
বাই দ্য ওয়ে, বয়রাদের ও ফোন কিনার শখ থাকে সেক্ষেত্রে একি বিল আসবে হিহিহিহিি
জাষ্ট কিডিং
ক্রেসিডা
ধন্যবাদ।
কিন্তু বয়রাদের ফোন কেনার শখ হবে কেনো?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
কথা বলার মত কেউ থাকেনা আসলেই কারো কারো ।
কারো কারো মন খারাপেরও যেমন অধিকার থাকে না
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মনের দুঃখে একা-শি
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
জেন্ডার খোজো ক্যান সব কিছুতে? আর খুজলাই যখন সেইটাতো হি হওয়া উচিত, অন্তত লেখকের কথা চিন্তা করা উচিত না তোমার?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
খুব ভাল লাগল ।
কথা শোনারও কেউ থাকেনা বোধহয়।
ধন্যবাদ
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
চিন্তা করবেন না, কোন এক মাসে ভুতুড়ে বিল এসে সব পুষিয়ে দেবে
চিন্তাতো ছিলো না। কিন্তু আপনার ভুতুড়ে বিলের কথায় মহা চিন্তায় পড়ে গেলাম।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
"কথা বলার কেউ থাকে না"
হু
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হ
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আপনার কবিতাগুলো কেমন যেন। পড়বার পর আর কথা খুঁজে পাইনা, ঝিম ধরে যায়।
----------------
স্বপ্ন হোক শক্তি
আপনার এই কমেন্টের উত্তরওতো আমি খুজে পাচ্ছি না। অনেক ধন্যবাদ।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হ
_______________
আমার নামের মধ্যে ১৩
বোবার কোন শত্রু নাই , হে নজমূল আলবাবা
আমিতো বোবা নারে আমার ছেলের বাবা।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ইয়াসিরের মন্তব্যটা এক্কেরে কারেক্ট।
ভূতুড়ে বিল দরজা দিয়ে এলেই সব কাব্য জানালা দিয়ে চম্পট।
হু
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আপনি বাউল মানুষ, ফোন নিতে গেছেন ক্যান? এখন দেন একাশি টাকা করে জরিমানা!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
হ
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
চিন্তার কথা! একাশির নামতা পড়ি নাই কোন কালে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
মোবাইলে ক্যালকুলেটর নাই?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
বাউলের কথা বলার মতো কেউ না থাকলে, আমারে ফুন্দিলেই হয়। তিনতলা লাঠিটার একটু খোঁজ-খবর লই ।।।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আইচ্ছা, এখন থাইকা দিমুনে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
তারে ফোন করতে ইচ্ছা করে, কিন্তু করি না। তাই ফোনের খরচ বাঁচে।
আপ্নের না দুইটা ফোন
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মারাত্মক চিন্তার কথা, নাম্বার দিমু একখান? আইএসডি চার্য আইবো কয়া রাখলাম।
_______________
আমার নামের মধ্যে ১৩
দেন দেখি
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
দুই খান দিছি, আপনার ইমেইলে
_______________
আমার নামের মধ্যে ১৩
হয়তো, কথা বলার কেউ থাকে না!
আপনি মানুষটা খুব খ্রাপ। আপনার লেখা পড়লে মন বিষণ্ণ হয়ে যায়।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
নতুন মন্তব্য করুন