আজ রুদ্র কবির মৃত্যুদিন

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: বিষ্যুদ, ২১/০৬/২০০৭ - ৩:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

কথা ছিল সুবিনয়, রক্তপ্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত।।

আজ রুদ্র কবির মৃত্যুদিন। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহকে শ্রদ্ধা।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রুদ্রকে অন্তর থেকে শ্রদ্ধা।
====
মানুষ চেনা দায়!

অরূপ এর ছবি

বাহে রুদ্রর ছবি দিয়েন তো একটা
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

সুমন চৌধুরী এর ছবি

শ্রদ্ধা
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নজমুল আলবাব এর ছবি

কি আর কমু, নেট সার্চ দিয়া কোন ছবি পাইনাই। খালি তসলিমা আর তসলিমা! বাসায় গিয়া স্কেন করে দেবনে।

ঝরাপাতা এর ছবি

আজো বাতাসে লাশের গন্ধ পাই . . .
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসিব এর ছবি

কবিতাও দিয়েন একটা


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

নজমুল আলবাব এর ছবি

অবশ্যই। কুলাইলে একটা পোস্টও দিমু @ হাসিব

ঝরাপাতা এর ছবি

ওড়ে আকাশে শকুন। উত্তর দিগন্তে কালো মেঘ আসে।
কেউ কি বেহুলা নেই, স্বপ্নবান কোনো এক তরুন বেদিনি?
স্বজন-রক্তের কাছে, স্বজন হাড়ের কাছে দায়বদ্ধ, ঋণী?
কেউ কি বেহুলা নেই হাড়ের খোয়াব নিয়ে বৈরী জলে ভাসে?

জীবননানন্দের ছোঁয়া পাওয়া যায় কবিতাটিতে।

_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অতিথি লেখক এর ছবি

থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে একটি ঘুঘু ডাকুক

স্মৃতি। তোমার আজও রুদ্র ভীষণ।।
ঘুঘু ডাকে। তসলিমা নেই। রোদে পোড়ে মন।।

----------------
পথিক পরাণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।