অকাল প্রয়াত কবি কিশওয়ার ইবনে দিলওয়ার'র আরেকটি কবিতা
মায়ার ঘর
দেহের বল্কল ছিঁড়ে নিঃশ্বাস নিলে সনাতন ছায়ায় ঘুমাই
তার আগে মায়ার ঘর সাপ যেন পেঁচিয়ে পেঁচিয়ে আমাকে জড়ায় মৃত্যুর চেয়ে সুন্দর তৃষ্ণায়।
মন্তব্য
নতুন মন্তব্য করুন