দুই কাল

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: সোম, ২৫/১২/২০০৬ - ৫:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


1.

নিঃশ্বাসের খুব কাছাকাছি
মলাট বিহীন তুমি আমি।

2.

আজ তবে ইচ্ছাবিরহ
স্পর্শের দূরে নিঃশ্বাস
গ্রহনের কাল শেষে
পূর্ণিমা রাতে হবে
জোনাকীর সহবাস।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।