বেহুলা হবে...

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: মঙ্গল, ০৯/০১/২০০৭ - ৩:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


রাতের আকাশ তারা ভরা।
পাশে লাশ, একাকী বেহুলা।

নাচে কংকাল তা-ধিন-ধিন।
পরাণ বন্ধু বাজায় বীন।
বীনের সাথে বাজছে বাঁশি।
কিসের বাঁশি? হাড়ের তৈরি।

মাথার খুলি এসট্রে হলে,
ফিল্টার হবে হাতের হাড়ে।
আলবাব হলে লখিন্দর,
বেহুলা তবে কে? তুমি হবে?

স্কেচ: নীলু সিনহা


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।