নীলু সিনহার ফোন পেলাম। ত্রস্ত কনেঠ বল্ল, তাড়াতাড়ি জিন্দাবাজার পয়েন্টে যান। মজা দেখেন!
দিলাম দৌড়....
ভীড়, মানুষে সয়লাব।
বাদশাহ'র আগমনের পর এমন ভীড় এই প্রথম দেখলাম। অবাক আমি! এগিয়ে গেলাম!
একলোক জিন্দাবাজারে এসছেন, রাস্তার পাশে রিক্সা দাড় করিয়ে ঔষধ কেনার জন্য ফার্মেসিতে গিয়েছেণ... তখনই উদয় ট্রাফিক সাহেব। আইন শেখানোর জন্য রিক্সাওয়ালার মাথায় একটু আদর করলেন। ব্যাটা সেই আদর বুঝলনা। মাথায় হাত দিয়েই শুয়ে পড়ল ফুটপাতে!
আর যায় কই পাবলিক গেল জইমা! কতদিন পর চানস পাইছে! প্রথমে গালাগালি... ধাক্কা... তারপর... চটাসসসসসসসসস...
ভাগ্যিস টহলদার কালাভাইরা ছিলেন। তেনারা পুৎ পাৎ বাজিয়ে কোনমতে...
মন্তব্য
নতুন মন্তব্য করুন