ফিরে দেখা:অপারেশন সূর্যদীঘল বাড়ি-(৪)

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: বিষ্যুদ, ০১/০৩/২০০৭ - ৩:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:


পর্ব-1
----------------------------------------------
পর্ব-2
------------------------------------------------
পর্ব-3
-------------------------------------------------

কখন ভোর হল বুঝতেই পারলামনা। দিনের আলো ফুটতে শুরু করায় আতঙ্কও কেটে গেল। সাড়ে ছয়টার দিকে অব্দুর রাহমান পত্রিকা আর নাস্তা হাতে হাজির হলেন স্পটে। ঠিক হল, রাতে যারা ছিলেন তারা চলে যাবেন। নতুন টিম থাকবে সেখানে। অন্যদিকে সূর্যদিঘল বাড়ি তখনও নিরব। চ্যানেল-এস এর ফুটেজও পাঠাতে হবে। সাড়ে আটটার দিকে ছুটলাম। প্রথমেই বিমান অফিস। ক্যাসেট বুকিং দিলাম আর পরিচিতজনের রাশি রাশি প্রশ্নের জবাব। বাসায় গেলাম সোয়া নয়টার দিকে। যদিও অফিস থেকে বলা হয়েছে রেস্ট নেয়ার জন্য, কিন্তু মন মানলনা। তাছাড়া ঢাকায়ত নিউজ পাঠাতে হবে। রাতের কাপড় বদলে হাতের কাছে যা আছে তাই কোনমতে মুখে পুরে বেরুলাম ঘর থেকে। মোটর সাইকেলে উঠেই বাবাইকে দেখার ইচ্ছা হয় প্রবল। মায়ার টানে দৌড়... বাপ-ছেলের রুটিন কচলাকচলি সেরে সাড়ে দশটার মধ্যে হাজির হলাম স্পটে।
ততক্ষনে সেখানে মেলা বসেছে যেন। হাজারও মানুষের ভিড়। দশ হাত পেরুলেই আটকে দিচ্ছে র্যাব, পরিচয় দিয়ে ছাড়া পাচ্ছি। ভিড়ের মাঝে পরিচিত দু'একজনকেও পাওয়া গেল।
দেখলাম, ঢাকার মহান সাংবাদিকরা চলে এসেছেন। এন টিভি লাইভ শুরু করেছে। সিলেটের এমন কোন সাংবাদিক নেই যিনি সেখানে নেই! একবারে মিলনমেলা! রাজনৈতিক নেতারাও আসতে শুরু করেছেন!
অভিযানে তখন বিরতি চলছে। র্যাবের ডিজি আসছেন। তিনি আসলেই সিদ্ধান্ত হবে। কিন্তু গোজব শুরু হয়ে যায়। কেউ বলে শায়খ এখানে নেই। সব ভুং ভাং, কেউ বলে আছে এখানেই, অভিযান বন্ধ রেখে পালিয়ে যেতে সাহাজ্য করা হচ্ছে... যতসব আজগুবি আলোচনা!
অন্যদিকে সূর্যদীঘল বাড়ি ঘিরে রেখেছে র্যাব। অস্ত্র উচিয়ে, যুদ্ধের সময় যেন। সময় দ্রুত দৌড়ে...

(চলবে)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।