আজ বলি বন্ধুর কথা। বলি আগলে রাখা মানুষের।
বলি শত্রুর এবং শেষ পর্যন্ত বন্ধুর।
আমাদের আছে এক পোষাকি সম্পর্ক,
ঘরোয়া আচরন...
আমাদের আছে এক আত্মার সম্পর্ক
আছে মননের যোগাযোগ
আমরা পথ হাটা শুরু করেছি মূহুর্তের ব্যাবধানে
প্রিয় প্রাঙ্গনে ধুলিকনায় জলজ প্রাণময়তায়
অবশেষে বয়স বাড়ছে! বসে থাকেনা হে বোনের বেটা! আমায় তুমি ষোলতে ধরে রেখে যতই চাও আঠারয় বসে খেলবে পৃথিবীর পথে। পৃথিবী তোমায় সে ছাড় দেবে কোন দুঃখে! পৃথিবীটা কত বোকা চিন্তা কর? ও বুঝেইনা আমাদেরকে যদি ধরে রাখে ষোলয়, আঠারয়- তবে সেওতো পাবে তরুনি জীবন, দীর্ঘস্থায়ি যৈবন!!!
শুভ জন্মদিন [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ঐধংধহথগঁৎংযবফনষড়ম/ঢ়ড়ংঃ/28700736]মৃন্ময়ের বাপ[/লিংক]
মন্তব্য
নতুন মন্তব্য করুন