নতুন করে পুরনো শব্দ

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: সোম, ১২/০৩/২০০৭ - ১২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আমাদের ঘরময় বাতাসের মত
টইটুম্বুর হয়ে ছিল বিষন্নতা
সেখানেই এলে তুমি, কাঁদলে, তাকালে, হাসলে, হাসালে
কোন ফাঁকে বিষন্নতা ছাড়ল
ঘর, টেরই পেলামনা। তুমি হাটলে, দৌড়ালে
আমরা ভুলেই গেলাম বিষন্নতা বলে একটি শব্দ আছে বাংলা অভিধানে

জ্বরগ্রস্ত তুমি যখন লাল চোখ নিয়ে বলো
কমলা রঙের ইঁদুরটা তোমার নীল জামা খামচে
খেয়ে ফেলছে! আমরা আঁতকে উঠি! ঝুপ
করে ঘরে ঢুকে পড়ে বিষন্নতার শকুন

তুমি এমন করে পুরনো ভুলে যাওয়া শব্দগুলো
আমাদের মনে করিয়ে দিওনা বাবাই...


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

তাই তো!

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নজমুল আলবাব এর ছবি

মৃন্ময়দা এই লেখাগুলা সামহোয়ার থাইকা তুলে আনা। পড়ছেন দেখে ভাল লাগছে। ধন্যবাদ।

ভুল সময়ের মর্মাহত বাউল

অনিশ্চিত এর ছবি

লেখাটি কেমন যেনো সন্ধ্যেবেলার লেখা মনে হলো।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

জিফরান খালেদ এর ছবি

আন্নে একসময় অসম্ভব পঠিত কবি হইবান...কথা দিলাম

অতিথি লেখক এর ছবি

কী টলটলে স্মৃতি!
চোখের জলের মত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।